সিকিউরিটি ইনচার্জ এর দায়িত্ব

সিকিউরিটি ইনচার্জ এর দায়িত্ব ও কর্তব্য গুলো- লোডিং পয়েন্টে এর কার্যক্রম সম্পর্কে পূববর্তী গার্ড হতে যথাযথ ব্রিফ নেয়া যাতে কোন কর্মকতা তা জানতে চাইলে বলতে পারা যায়। দায়িত্ব গ্রহন/ ত্যাগের সময় লোডিং পয়েন্টে রাখা গামেন্টস/ দ্রব্য সামগ্রী রেজিষ্ট্রার মোতাবেক সঠিকভাবে বুঝে দেয়া/ নেয়া। …

  • বহিরাগতদের/ অনাকাঙ্খিত সাক্ষাত প্রাথীদের অপ্রয়োজর্নীয় আগমন নিয়ন্ত্রন করা।পুরো ফ্যাক্টরির নিরাপত্তা । ফ্যাক্টরির সার্বিক নিরাপত্তা ও রক্ষনাবেক্ষন নিশ্চিত করা। এডমিন ম্যানেজার।
  • কারখানায় কর্মরর্ত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের প্রবেশ কালে নিম্নবণির্ত দায়িত্ব কর্তব্য পালন । একজন সিকিউরিটি ইনচার্জ হিসেবে সার্বিক নিরাপত্তা দায়িত্ব পালন করা।
  • সংশ্লিষ্ট নয় এমন কাউকে লোডিং এরিয়াতে প্রবেশ করতে না দেয়া। লোডিং আনলোডিং এর সময় কারো আচরন সন্দেহজনক হলে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • নিরাপত্তা কর্মীরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছে কিনা তা মনিটরিং করা ।
  • ফ্যাক্টরীর প্রবেশ ,বাহির থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার নিশ্চিত করা।
  • ফ্যাক্টরী চলাকালীন সময়ে কাউকে পাস ব্যতীত বাহিরে যেতে না দেয়া। নিরাপত্তা কমীদের টহল দল প্রতি রাতে ফ্যাশনস্ লি: এর বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা পরিদর্শন করছে কিনা তা নিশ্চিত করা।
  • মেইন গেইটে অনাকংঙ্খিত প্রবেশ বন্ধ করা তথা বিভিন্ন আগন্তুক এর প্রবেশ নিয়ন্ত্রন কল্পে দর্শনার্থী রেজিষ্টার সংরক্ষন করা হয়।
  • বিভিন্ন সময় ফ্যাক্টরী থেকে ঝযরঢ়সবহঃ এর মালামাল বের হওয়ার সময় প্রয়োজনীয় গেইটপাশ , চালান চেক ও নথিভুক্ত সঠিক ভাবে হচেছ কিনা তা নিশ্চিত করা ।
  • কোন নিরাপত্তা কর্মী শৃঙ্খলা বর্হির্ভূত কাজে লিপ্ত হলে ফ্যাক্টরীর আইন অনুযায়ী শাস্তি প্রদান করা এবং তাদের প্রহরা দেওয়ার স্থান পরিবর্তন করা হয়।
  • কেবলমাত্র অনুমোদিত ব্যক্তিবর্গকে চিহ্নিত করার মাধ্যমে ফ্যাক্টরীতে ঢুকতে দেওয়া হয়।
  • এক্সপোর্ট / ইমপোর্ট / লোডিং / আনলোডিং এর সময় সন্দেহজনক কোন কিছু পেলে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • শ্রমিক কর্মচারীদের প্রবেশকালে সকলকে চেক করে ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি (লাঞ্চ ক্যারিয়ার/হাত ব্যাগ)       ব্যতিরেকে অপ্রয়োজনীয় কোন দ্রব্য সঙ্গে নিতে না দেয়া। কোম্পানির সকল রকম নিরাপত্তা এবং রক্ষনাবেক্ষন তত্বাবধানের জন্য একজন
  • কারখানায় প্রবেশ কালে আইডি কার্ড চেক করে নিশ্চিত হতে হবে। ।সিকিউরিটি ইনচার্জ কোম্পানির কাছে দাদ্ধ।

পরিশেষ

সিকিউরিটি ইনচার্জ এর দায়িত্ব – এক্রপোর্টের মালামাল/ কার্টুন যথাযথভাবে লোড হচ্ছে কিনা তা পর্যবেক্ষন করা ও মালামাল/ কার্টনের সংখ্যা গননা করা।