সুইং সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব গুলো কি কি

সুইং সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?

সুইং সুপারভাইজার এর কাজ

সুইং সুপারভাইজার এর কাজের দায়িত্ব প্রতিদিন অন্তত ০২ বার মেশিন পরিস্কার করার জন্য অপারেটরদের ফেব্রিক প্রদান করা এবং এ কাজের ব্যাপারে অপারেটরদের উদ্বুদ্ধ করা। সময়মত কিউ সি টেবিল ও ফিনিশিং সেকশন থেকে অল্টার বডি সংগ্রহ করা এবং প্রসেস অনুযায়ী সংশ্লিষ্ট অপারেটর দিয়ে সেগুলো সারিয়ে …

  • প্রোডাকশন ম্যানেজার ও সহকারী প্রোডাকশন ম্যানেজারের নির্দেশ মোতাবেক উৎপাদন প্রক্রিয়া সক্রিয় রাখতে ফ্লোরে কর্মরত সুইং অপারেটর এবং সহকারী অপারেটরদের কার্যক্রম পরিচালনা করা।
  • ক রাখার ব্যাপারে অগ্রণী ভুমিকা পালন করা, অপ্রয়োজনীয় কোন জিনিষ ফ্লোরের
  • সময়মত কিউ.সি টেবিল ও ফিনিশিং সেকশনে রেজিস্টার মেইনটেন করে পৌছে দেয়া । ফ্লোর ইন-চার্জ/ এপিএম
  • ফেব্রিক কাটিং থেকে ইনপুটে নিয়ে আসা ( ফেব্্িরক সেড চেক করা এবং সঠিক গননা করা ) এবং উৎপাদনকৃত এবং অনুৎপাদনকৃত সকল ফেব্রিক ঢেকে দেওয়া।
  • ইনপুট দেওয়ার পর স্টাইল অনুযায়ী আউটপুট বের করে নিয়ে আসা।
  • প্রত্যেক লাইনের অপারেশন পর্যবেক্ষণ করা এবং প্রত্যেক স্টাইল এবং সেকশনের প্রতিটি কাজ সম্পর্কে ভাল ধারণা রাখা। অপারেটর এবং হেলপারদের যাবতীয় কাজের তদারকি করা এবং অপারেটর ,হেলপারদের মধ্যে কাজ বন্টণ করে দেওয়া। পরবর্তী দিনের কাজ আগের দিন চলে যাবার পূর্বে প্রস্তুত করে রাখা যাতে পরের দিন কাজ শুরু করতে সময় অপচয় না হয়।
  • প্রতিদিন কাজ শেষে অপারেটরগণ তাদের মেশিন পরিষ্কার করে কিনা ও মেশিন ঢেকে রাখে কিনা তা মনিটরিং করা। কোম্পানীতে কর্মরত কারও সাথে কোন ধরনের খারাপ আচরন করা যাবে না।
  • দৈনিক শার্প টুলস সমূহ (সিজার, কাটার, ভোমর ইত্যাদি) সংশ্লিষ্ট শ্রমিকদের প্রদান করা ও কাজ শেষে তা ফেরত নেয়া এবং এর সংশ্লিষ্ট অপারেটরদের ট্রেনিং দিয়ে কাজে আরও বেশী দক্ষ করা এবং কোথাও কোন বোটলনেক হয়ে থাকলে তার সমাধান করা।
  • গুণগতমান সম্পন্ন আউটপুট এবং উৎপাদনশীলতা নিশ্চিত করা। ছুটি হওয়ার পর প্রতিটি মেশিনের প্রেসার ফিটের নীচে কাপড় আছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং আউটপুট সমূহ ঢেকে দেওয়া।
  • ছুটির সময় জানালাাগুলো ভালভাবে চেক করা এবং কারখানা ত্যাগের পূর্বে মেশিনের সুইচ এবং বৈদ্যুতিক সুইচ বন্ধ করা হয়েছে কিনা তা চেক করা।
  • অপারেটরদেরকে প্রতিটি মেশিন সম্পর্কে ভাল ধারণা দেওয়া এবং মেশিন পরিচালনা করতে গিয়ে যেসব কারণে দুর্ঘটনা ঘটে সে ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া।
  • নির্ধারিত রেজিষ্টার অন্তর্ভক্ত করাসহ দৈনিক হালনাগাদ করা। সুইং সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব-এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
  • কোন ধরনের সমস্যা হলে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করতে হবে। যদি কোন ধরনের অভিযোগ থাকে তাহলে কল্যান

সার সংক্ষেপ

সুইং সুপারভাইজার এর কাজের দায়িত্ব কোম্পানী আরোপকৃত যে কোন নতুন নিয়ম কানুন মেনে চলতে হবে। লাইনে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার/ ফ্লোর ম্যানেজার ও ফ্যাক্টরী ইনচার্জ কর্তৃক প্রদত্ত অন্য যে কোন কাজ করার মানসিকতা ও আগ্রহ থাকতে হবে।


Posted

in

by

Comments

2 responses to “সুইং সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?”

  1. nazmul islam Avatar
    nazmul islam

    L qi jov scficet give me

Leave a Reply