শ্রমিক কর্মচারী কর্মকর্তার ইন আউট পলিসি

শ্রমিক কর্মচারী কর্মকর্তার ইন আউট পলিসি গুলো কি কি?

ইন আউট পলিসি

  • প্রত্যেকে লাঞ্চ এবং ছুটির সময় শৃঙ্খলাবদ্ধভাবে যেতে হবে।
  • প্রত্যেক শ্রমিক কর্মিকে ইন আউট পলিসি সম্পর্কে জানাতে হবে।
  • প্রত্যেক শ্রমিকের জন্য সমতা নীতি থাকা দরকার
  • লাঞ্চ এবং ছুটির সময় প্রত্যেকের বোরকা এবং জুতা খুলে রাখতে হবে এবং ফ্যাক্টরীর বাহিরে পরিধান করতে হবে।
  • ছুটির সময় প্রত্যেককে অবশ্যই আইডি কার্ড পাঞ্চ করতে হবে।
  • প্রত্যেক শ্রমিক কর্মচারীর নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট দই থেকে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা মানিয়া চলিতে বিশেষ ভাবে নির্দেশ প্রদান করা হল ।
  • কর্তৃপক্ষ প্রয়োজনে উপরোল্লিখিত নিয়মকানুন পরিবর্তন,পরিবর্ধন, সংশোধন, করার অধিকার সংরক্ষন করেন ।  
  • প্রবেশের সময মহিলাদের জন্য গেট নং-০৩ এবং পুরুষদের জন্য গেট নং-০ ব্যবহার করতে হবে। প্রবেশকালে সারিবদ্ধভাবে প্রত্যেকের আইডি কার্ড প্রদর্শনের পর আইডি কার্ড পাঞ্চ করে, হাজিরা কার্ড গেটে কর্মরত ব্যক্তির (নিরাপত্তা প্রহরী, এ্যাডমিন সেকশন, টাইম সেকশন ইত্যাদি) নিকট জমা দিবেন। কেউ যদি আইডি র্কাড আনতে ভুলে যায় তাহলে সেকশন ইনচার্জ তাদের কে টেমপরারি (  ) আইডি কার্ড দিয়ে নিয়ে যাবেন ।
  • লাঞ্চ টাইমে একইভাবে গেট নং-০ দিয়ে মহিলা ও গেট নং-০7 দিয়ে পুরুষ লাঞ্চের জন্য ডাইনিং এলাকায় যাবে। লাঞ্চে যাওয়ার সময় প্রত্যেককে সারিবদ্ধভাবে নিরাপত্তা প্রহরীর নিকট চেক হয়ে লাঞ্চে যেতে হবে।
  • ছুটির সময় আইডি কার্ড পাঞ্চ শেষে একইভাবে নির্ধারিত গেট দ্বারা সারিবদ্ধভাবে বের হতে হবে এবং উক্ত সময়ে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী সকলকে চেক করবে।
  • প্রত্যেকে নির্দিষ্ট বাক্সে তাদের খাবার বাটি, ব্যাগ, জুতা ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র রাখার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে। কোন রকম মূল্যবান জিনিস পত্র উক্ত বক্সে না রাখার জন্য বলা হচ্ছে, অন্যথায় কোন কিছু খোয়া গেলে কতৃপক্ষ দায়ী থাকিবে না ।
  • ফ্যাক্টরী চলাকালীন সময় মোবাইল ফোন বহন ও ব্যবহার  নিষিদ্ধ ।
  • কর্মক্ষেত্রের উপযোগী পোষাক পরিধান করে কাজ করবে। এক্ষেত্রে দূর্ঘটনা এড়ানোর জন্য যে কোন ধরনের ঢিলেঢালা পোষাক। যেমনঃ- বোরকা, শাড়ি, চাদর,মাফলার ,ক্যাপ ইত্যাদি পরিধান করে না আসাই ভাল।

Comments

Leave a Reply