Select Page

ওয়াশিং মেশিন চালনা পদ্ধতি

  • ওয়াশিং মেশিন চালুর পুর্বে সকল অংশ ভাল করে চেক করে নিতে হবে।
  • ঝ উ ই হইতে সার্কিট ব্রেকার অন করে নিতে হবে।
  • মেশিনের সাথে সুইচ অন করে নিতে মেশিনকে পরিচালনা করে নিতে হবে।
  • ষ্ট্রীম লাইনের ভাল্ব ধীরে ধীরে খুলে দিতে হবে।
  • পানির লাইনের ভাল্ব ধীরে ধীরে খুলে দিতে হবে।
  • আউট ভাল্ব বন্ধ রাখতে হবে। fff

বন্ধ করার পপদ্ধতি

১। ষ্ট্রীম লাইন বন্ধ করতে হবে ।

২। পানির লাইন বন্ধ রাখতে হবে।

৩। ওয়াশিং মেশিন সাথে সংযুক্ত সুইচ অফ করতে হবে।

৪। পানির আউট ভাল্ব খুলে মেশিন হতে পানি বের করে দিতে হবে।

৫। ওয়াশিং মেশিন হইতে সার্কিট ব্রেকার বন্ধ করে দিতে হবে।

ওয়াশিং মেশিন চালনায় সতর্কতা

১।হঠাৎ কোন অস্বাভাবিক শব্দ/ ভোল্ট ছিরে যাওয়া/ স্ট্রীম লাইনের সমস্যা / পানির  লাইনের সমস্যা / ইলেকট্রিক লাইনের সমস্যা/সুইচের সমস্যা/ যে কোন ধরনের সমস্যা পরিলক্ষিত হলে  মেশিন বন্ধ করে তাৎক্ষনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে জানাতে হবে।

২। কোনভাবেই নিজে নিজে মেরামত কাজে হাত দেওয়া যাবেনা।

৩। মেশিনের পার্শ্বে অন্য কোন কাজ দেখা/ অমনোযোগি হওয়া যাবে না।

৪। ঢিলেঢালা পোষাক পরে মেশিন চলানো যাবেনা।

৫। নিরাপদ অব¯হায় থেকে কাজ করতে হবে।

৬। মেশিন ও কাজের ¯হান পরিস্কার করতে হবে।

৭। অসু¯হ বা অমনোযোগী  অব¯হায় মেশিন চালানো যাবেনা।

প্রত্যহ করনীয়

  • প্রতি শিফটে নিয়মিত ওয়াশিং মেশিন এর ভিতর ও বাহির সাইড পরিস্কার করা।
  • প্রতি শিফটে একবার করে মেশিনের সম্মুখ ভাগ পরিস্কার করা। প্রয়োজনে কমপ্রেস্ড এয়ার ব্যবহার করা।
  • ওয়াশিং মেশিন চালাতে কোন অসুবিধা দেখা দিলে বা মেশিনে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে মেইনটেন্যান্স বিভাগকে অবহিত করা।
  • ম্যানুয়াল অনুসারে ওয়াশিং মেশিন চেক করা। প্রয়োজন অনুযায়ী খুচরা যন্ত্রাংশ পরিবর্তন করা।
  • মেইনটেন্যান্সের জন্য প্যানেল বোর্ডের ছক অনুসারে কাজ করা।

নিরাপত্তা প্রণালী ঃ

  • মেশিন এর চেম্বার প্রতিদিন এক বার পরিস্কার করতে হবে। ভিতরে ময়লা থাকলে যে কোন সময় আগুন ধরতে পারে। হঠাৎ যদি আগুন লাগে তাহলে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এবং সাথে সাথে মেশিন এর বিদ্যুতিক লাইন বন্ধ করে দিতে হবে।
  • যে কোন দূর্ঘটনা ঘটলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করতে হবে।
  • হঠাৎ আগুন লাগলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করে অগ্নি নির্বাপন যন্ত্র দ্বারা আগুন নিভানোর চেষ্টা করতে হবে।
  • ওয়াশিং মেশিন দূর্ঘটনা এড়াতে কাজের সময় ঢিলা ঢালা পোষাক পরিধান না করা।