Category: ওয়াশিং

  • ডিজিটাল পিপেট কিভাবে ব্যবহার করতে হবে ও ব্যবহরের নিয়ামবলি সমুহ নিম্নে দেওয়া হল

    ডিজিটাল পিপেট কিভাবে ব্যবহার করতে হবে ও ব্যবহরের নিয়ামবলি সমুহ নিম্নে দেওয়া হল

    ডিজিটাল পিপেট যত্ন সহকারে  হাতে ধরে সোজা ভাবে পিপেট স্টান থেকে ডিজিটাল পিপেট উঠিয়ে হাতে নিতে হবে। নিডেল সোজা ভাবে লাগাতে হবে। ঘুরিয়ে অথবা অতিরিক্ত জোরে চাপ দিয়ে নিডেল লাগানো যাবে না। বাটন smothly চাপতে হবে।বার বার প্রোগ্রাম পরিবর্তন করার দরকার নেই।     তাড়াহুড়া করে ট্রিগার এ চাপ দেওয়ার কোন প্রয়োজন নেই। ট্রিগার smothly চাপ দিতে…

  • ওয়াশিং কারখানা এর জন্য নিয়ম নিতিমালা গুলি কি কি ?

    ওয়াশিং কারখানা এর জন্য নিয়ম নিতিমালা গুলি কি কি ?

    ওয়াশিং কারখানা এর জন্য নিতিমালা ওয়াশিং কারখানা এর ভাল কাজের পূর্বশর্ত পরিবেশগত কর্মক্ষমতা  যাহা ভবিষ্যত সাফল্যের জন্য একটি  শিল্প। সিঅ্যান্ডএ বিশ্বাস করে যে সরবরাহকারীদের  সক্রিয় সম্মতক্রমেই  পরিবেশগত কর্মক্ষমতা  পরিচালনা করা। যেখানে প্রয়োজন সিঅ্যান্ডএ সরবরাহকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে তাদের আনুগত্য অর্জন করতে সাহায্য করবে  … ১) উপ-মহা ব্যবস্থাপক(উৎপাদন) এর নির্দেশে জনাব উত্তম রায় (জয়) ,…

  • উল সফ্টনার ব্যবহার ও নিরাপত্তা নির্দেশিকা। পাওয়ার সোপ কি?পাওয়ার সোপের কার্যকারিতা।

    উল সফ্টনার ব্যবহার ও নিরাপত্তা নির্দেশিকা। পাওয়ার সোপ কি?পাওয়ার সোপের কার্যকারিতা।

    উল সফ্টনার ব্যবহার রং ঃ পাতলা দুধের মত তরল। গঠন ঃ এমাইনো এবং সিলিকনের মিশ্রণ। ক্ষারত্ব ৫-৭। কার্যকারীতা ঃ ইহা উলে বিশেষত ব্যবহার উপযোগী। সব ধরনের উলকে কোমল তুলতুলে করতে এর জুড়ি নেই। ইহা কাপড়ে সুগন্ধি আনয়ন করে। ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ১ কেজি পি.সি-উল সফ্টনার ব্যবহার করতে হবে। নিরাপত্তা নির্দেশিকা অপকারিতা…

  • হাইড্রো এক্সট্রাক্টর মেশিন চালনা এবং বন্ধ করার পদ্ধতি এবং হাইড্রো এক্সট্রাক্টর মেশিন চালানোর সর্তকতা

    হাইড্রো এক্সট্রাক্টর মেশিন চালনা এবং বন্ধ করার পদ্ধতি এবং হাইড্রো এক্সট্রাক্টর মেশিন চালানোর সর্তকতা

    হাইড্রো এক্সট্রাক্টর মেশিন চালনা এবং বন্ধ করার পদ্ধতি ১।হাইদ্রো আক্সট্রাক্টর মেশিন চালুর পুর্বে সকল অংশ ভাল করে চেক করে নিতে হবে। ২। ঝ উ ই হইতে সার্কিট ব্রেকার অন করে নিতে হবে। ৩। মেশিনের সাথে সুইচ অন করে নিতে মেশিনকে পরিচালনা করতে হবে। হাইড্রো এক্সট্রাক্টর মেশিন বন্ধ করার পদ্ধতি ১। মেশিনের সাথে সংযুক্ত সুইচ অপ…

  • ওয়াশিং মেশিন চালনা এবং বন্ধ করার পদ্ধতি সমুহ কি কি ?

    ওয়াশিং মেশিন চালনা এবং বন্ধ করার পদ্ধতি সমুহ কি কি ?

    ওয়াশিং মেশিন চালনা পদ্ধতি ওয়াশিং মেশিন চালুর পুর্বে সকল অংশ ভাল করে চেক করে নিতে হবে। ঝ উ ই হইতে সার্কিট ব্রেকার অন করে নিতে হবে। মেশিনের সাথে সুইচ অন করে নিতে মেশিনকে পরিচালনা করে নিতে হবে। ষ্ট্রীম লাইনের ভাল্ব ধীরে ধীরে খুলে দিতে হবে। পানির লাইনের ভাল্ব ধীরে ধীরে খুলে দিতে হবে। আউট ভাল্ব…