ডিজিটাল পিপেট কিভাবে ব্যবহার করতে হবে ও ব্যবহরের নিয়ামবলি সমুহ

ডিজিটাল পিপেট কিভাবে ব্যবহার করতে হবে ও ব্যবহরের নিয়ামবলি সমুহ নিম্নে দেওয়া হল

ডিজিটাল পিপেট

  • যত্ন সহকারে  হাতে ধরে সোজা ভাবে পিপেট স্টান থেকে
    ডিজিটাল পিপেট উঠিয়ে হাতে নিতে হবে।
  • নিডেল সোজা ভাবে লাগাতে হবে। ঘুরিয়ে অথবা অতিরিক্ত জোরে চাপ দিয়ে নিডেল লাগানো যাবে না।
  • বাটন smothly চাপতে হবে।বার বার প্রোগ্রাম পরিবর্তন করার দরকার নেই।    
  • তাড়াহুড়া করে ট্রিগার এ চাপ দেওয়ার কোন প্রয়োজন নেই। ট্রিগার smothly চাপ দিতে হবে।
  • পিপেট এর ট্রিগার অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
  • হাতে ও স্টান ছাড়া ডিজিটাল পিপেট আর কোথাও রাখা যাবে না।  
  • পিপেট রাখার সমায় স্টান এর চার্জ পিন বরাবর রাখতে হবে।

ব্যক্তিগত সূরক্ষাকারী উপকরণঃ

এই উপকরণ ব্যবহার/অপসারণের পূর্বে নিম্নোক্ত ব্যক্তিগত সূরক্ষাকারী উপকরণ গুলোর সাহায্য নিতে হবে-
শ্বাস-প্রশ্বাসের প্রতিরক্ষা রেস্পিরেটর (যদি আবদ্ধ পরিবেশে কাজ করা হয়)।
হাতের প্রতিরক্ষা ডিজেল প্রতিরোধক হ্যান্ড গ্লাভস।
চোখের প্রতিরক্ষা সেফটি গগলস।
ত্বক/দেহের প্রতিরক্ষা ফেস মাস্ক,এপ্রোন, স্ফটি বুট ইত্যাদি।
অন্যথায় ব্যবহারকারী ঝুঁকি বা বিপদের সম্মুক্ষীণ হতে পারেন।

উপদেশ

  • কেমিক্যাল ব্যবহারকারীগণ কাজের সময় মাস্ক হ্যান্ডস গ্লাভস (হাত মোজা,গগলস (চশমা) ব্যবহার করুন ।
  • কেমিক্যাল ব্যবস্থাপনার নীতি সম্পর্কে জানুন
  • অগ্নী দূর্ঘটনার সময় আতঙ্কিত না হয়ে সারিবদ্ধভাবে দ্রুত বের হয়ে যান ।
  • মেশিন চালনার সময় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলুন ।
  • আইলস মার্কের (হলুদ দাগের) ভিতরে কোন কিছু রাখবেন না ।
  • আপনার পরামর্শ/অভিযোগ পি সি সদস্যদেরকে জানান ।
  • টয়লেটের পানি পান করবেন না ।
  • ভারী জিনিস বহনে সাবধানতা অবলম্বন করুন ।
  • অতিরিক্ত ওজন বহন করবেন না ।
  • এ্যডহেসিভ ব্যবহারকারীগণ কাজের সময়
  • হ্যান্ডস গ্লাভস (হাত মোজা) ব্যবহার করুন ।
  • মিথ্যা অভিযোগ করা থেকে বিরত থাকুন ।
  • টয়লেটের পানি পান করবেন না ।

Posted

in

by

Comments

One response to “ডিজিটাল পিপেট কিভাবে ব্যবহার করতে হবে ও ব্যবহরের নিয়ামবলি সমুহ নিম্নে দেওয়া হল”

Leave a Reply