Select Page

ওয়াশ সেকশন শ্রমিকগন

ওয়াশ সেকশন  সকল শ্রমিকগন  নিন্মলিখিত নীতিমালার ভিত্তিতে কার্য সম্পাদন করিবেন ঃ

  • প্রতিদিন নিজ কর্মস্থলে কারখানার নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে।
  • ওয়াশ মেশিনে কাজ শুরু করার পূর্বে বৈদ্যুতিক সংযোগ সঠিক মতে আছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হয়ে     কাজ করতে হবে।
  • ওয়াশ মেশিন চালনার পূর্বে মেশিন ভালো ভাবে পরিস্কার পরিচ্ছন্ন করে কাজ শুরু করতে হবে।
  • ওয়াশ মেশিন  বন্দ করে গার্মেন্ট ঢোকাতে এবং বের করতে হবে। চলন্ত অবস্থায় কোন ভাবেই ওয়াশ মেশিনে     গার্মেন্ট ঢোকানো বা বের করা যাবে না।
  • কাজ শেষে মেশিন ত্যাগ করার পূর্বে মেশিনের সুইচ বন্ধ করে নিশ্চিত হয়ে বের  হতে হবে।
  • সকল ক্যামিকেল এর জন্য ভিন্ন ভিন্ন পাত্র থাকতে হবে । যাহাতে এক ক্যামিকেল এর সাথে অন্য ক্যামিকেল  এর মিশ্রন না ঘটে।
  • ক্যামিকেল এর পাত্রের নীছে দ্বিতীয় পাত্র থাকতে হবে। যাহাতে ক্যামিকেল পড়ে গিয়ে ফ্লোরের মধ্যে না ছড়িয়ে    যায়।
  • ওয়াশ সেকশনে ব্যবহৃত সকল প্রকার ক্যামিকেল এর মেটারিয়াল সেফটি ডাটা সিট এমএসডিএস) বাধ্যতামূলক ভাবে থাকতে হবে।
  • ওয়াশ অপারেটরদেরকে গগলস. মাক্স, হ্যান্ড গ্লাভস,এপ্রোণ ইত্যাদি  সকল প্রকার ব্যক্তি গত নিরাপত্তা  (পিপিই) ব্যবহার করে কাজ করতে হবে।
  • কর্মকালীন সময়ে সকল শ্রমিককে আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় কাজ করতে হবে।
  • টয়লেটের মধ্যে অযথা গল্প গুজব করে সময় নন্ট করা যাবে না।
  • শ্রমিকগন কর্মকালীন সময়ে এক বিভাগ হতে অন্য বিভাগে অযথা চলাফেরা করতে পারবেন না।
  • সর্বদা শৃংখলা বদ্ধ হয়ে কারখানার নিয়ম মেনে কর্ম সম্পাদন করতে হবে।
  • কোন প্রকার অভিযোগ অনূযোগ থাকলে তাহা রক্ষিত অভিযোগ বাক্সে ফেলতে পারবে, অথবা সরাসরি কমপ্লায়েন্স অফিসারের নিকট অভিযোগ করতে পারবে।
  • শ্রমিকগন এমন কোন উশৃংখল আচরন করতে পারবেন না যাহা কারখানার  শৃংখলাহানী ও উৎপাদন কাজে ব্যাঘাত ঘটতে পারে।
  • সকল সমস্যা  অংশগ্রহন কমিটির মাধ্যমে সমাধান করতে হবে।
  • উপরোক্ত নীতিমালার ভিত্তিতে শ্রমিকগন প্রতিদিনের কার্যসম্পাদন করিবে।

ডাইং সেকশনের  সকল শ্রমিকগন  নিন্মলিখিত নীতিমালার ভিত্তিতে কার্য সম্পাদন করিবেন ঃ

  • কাজ শুরুকরার পূর্বে হ্যান্ড নিডেল,কাটার, সিজার ইত্যাদি রেজিষ্ট্রারে এট্রি করে সুপারভাইজার থেকে বুঝে  কাজ করতে হবে।
  • কাজ শেষ করার পূর্বে সুপার ভাইজারকে এট্রি মোতাবেক হ্যান্ড নিডেল,সিজার, কাটার ইত্যাদি বুঝিয়ে দিতে  হবে।
  • কাজ শেষে যদি কোন হ্যান্ড নিডেল না পাওয়া যায় সে ক্ষেত্রে চুম্বক দিয়ে তা খুজে বের করতে হবে। এর পর  যদি না পাওয়া যায় সেক্ষেত্রে যে গার্মেন্ট এর কাজ করা হয়েছে তাহা সম্পূর্ন মেটাল ডিক্টের এর মাধ্যমে চেক করেনিশ্চিত হতে হবে।
  • কাজ করার সময় কোন গার্মেন্ট এলোমেলো ভাবে রেখে জরুরী বর্হিগমন  পথের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবেনা।
  • সর্বদা জরুরী বর্হিগমন পথ ও ফায়ার ইস্টিংগুইসার, জরুরী পানির লাইন, প্রাথমিক চিকিৎসা বাক্স ইত্যাদি প্রতিবন্ধকতা মুক্ত রাখতে হবে।
  • সকল প্রকার ব্যক্তি গত নিরাপত্তা ব্যবহার করে কাজ করতে হবে।
  • সিজার,কাটার শক্ত রশি দিয়ে বেঁধে কাজ করতে হবে।
  • কর্মকালীন সময়ে সকল শ্রমিককে আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় কাজ করতে হবে।
  • টয়লেটের মধ্যে অযথা গল্প গুজব করে সময় নন্ট করা যাবে না।
  • শ্রমিকগন কর্মকালীন সময়ে এক বিভাগ হতে অন্য বিভাগে অযথা চলাফেরা করতে পারবেন না।
  • সর্বদা শৃংখলা বদ্ধ হয়ে কারখানার নিয়ম মেনে কর্ম সম্পাদন করতে হবে।
  • কোন প্রকার অভিযোগ অনূযোগ থাকলে তাহা রক্ষিত অভিযোগ বাক্সে ফেলতে পারবে, অথবা সরাসরি কমপ্লায়েন্স অফিসারের নিকট অভিযোগ করতে পারবে

পরিশিষ্ঠ: মোটকথা আল মসলিম গ্র“প কর্তৃপক্ষের লক্ষ্য হচ্ছে উৎপাদনের পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরী করা। আর দক্ষ শ্রমিক তৈরীর জন্য প্রয়োজন তাদেও কাজ সম্পর্কে সম্যক ধারনা লাভ, যা উপরোক্ত নিিতমালা থেকে লাভ করা সম্ভব।