বারটেক ও বাটন মেশিনে ঝুঁকি কি কি

কাটিং বারটেক ও বাটন মেশিন ঝুঁকি কি কি?

বারটেক ও বাটন মেশিনে ঝুঁকি কি কি?

আইগার্ড, নিডেল নাইফ এবং আওয়াজ।

আইগার্ড ঃ বারটেক মেশিনে আইগার্ড না থাকিলে যে কোন মূহুর্তে নিডেল ভেঙ্গে চোখসহ শরীরের যে কোন অঙ্গে আঘাত করতে পারে । ইহা ছাড়া নিডেলের ভাঙ্গা অংশ হারিয়েও যেতে পারে।

নিডেল ঃ মেশিনে ঠিকমত নিডেল সেট না করিলে নিডেল ভেঙ্গে যেতে পারে। তাছাড়া সেলাইও ভাল হবে না।

প্রতিরোধ ঃ বারটেক/বাটনহোল মেশিনে নাইফ/নিডেল ঠিকমত সেট করতে হবে। নাইফ/নিডেল সেট সম্পূর্ন না হওয়া পর্যন্ত অপারেটর কাজ করবে না। আইগার্ড না থাকলে সাথে সাথে সুপারভাইজারকে বলুন এবং যতক্ষুন পর্যন্ত আইগার্ড না লাগায় ততক্ষন পর্যন্ত কাজ বন্ধ রাখুন।

রিস্ক এসেসমেন্ট

প্রতিরোধ ঃ বয়লার নিয়মিত সার্ভিসিং করিতে হইবে। অতিরিক্ত লোড না দেওয়া,বয়লার অপারেটর সকল কর্মসময়ে নির্ধারিত পোষাক পরিধান এবং অবশ্যই ইয়ার মাফ ব্যবহার করা।

প্রতিরোধ/ প্রতিকার ঃ ওভারলক মেশিনে আইগার্ড,বেল্ট কভার,পুলি কভার অবশ্যই থাকতে হবে। উপরোক্ত জিনিস না থাকলে অপারেটরগন ওভারলক মেশিন ব্যবহার করবেনা। ওভারলক মেশিন নিয়মিত সার্ভিসিং করতে হবে।

বাটন মেশিন কি?

বাটন মেশিন এর ঝুঁকি কি কি?

নাইফঃ নাইফ সঠিকভাবে লাগিয়ে কাজ করতে হবে। নাইফ ভেঙ্গে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

ধাতব গ্লাভস ঃ কাজ শুরু করার পূর্বে অবশ্যই ধাতব গ্লাভস পড়ে কাজ করতে হবে। না করিলে যে কোন সময় হাত কেটে/অঙ্গহানীর মত মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

প্রতিরোধ ঃ কাটিং করার সময় অবশ্যই ধাতব গ্লাভস পড়ে কাজ শুরু করতে হবে। কাজ শেষে নাইফ খুলে, কাটিং মেশিন নির্দিষ্ট স্থানে রাখতে হবে। মেশিন নিয়মিত সার্ভিসিং করতে হবে।

সুইং সেকশনের :-

কাটিং সেকশনঃ :-

  • সকল মেশিনের আই গার্ড, নিডেল গার্ড ও মাস্ক ব্যবহার নিশ্চিত করবেন।
  • ফ্লোরে, ফায়ার এক্সটিংগুইসারের নীচে, ইলেক্ট্রিক বক্সের নীচে, ফার্ষ্ট এইড বক্সের নীচে কোন গার্মেন্টস, বান্ডেল বা কার্টুন রাখবেন না।
  • চলাচলের পথ সবসময় পরিস্কার রাখবেন।
  • সকল লেবেল গুছিয়ে রাখবেন।
  • সকল রেজিষ্টার হালনাগাদ করে রাখবেন।
  • ফ্লোর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ক্লিনারকে সহযোগীতা করবেন এবং ফ্লোরে কোন মালামাল রাখবেন না।
  • ফ্লোরে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখবেন।
  • টেবিলের উপর সকল গার্মেন্টস কালার, সাইজ ও ষ্টাইল অনুযায়ী গুছিয়ে রাখবেন।
  • সকল সুপারভাইজার / ফায়ার ও ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।
  • কাটিং সেকশনঃকাটিং সেকশনঃ
    কাটিং মেশিন এর হ্যান্ড গ্লোবস ব্যবহার করবেন।
  • ফ্লোরে, ফায়ার এক্সটিংগুইসারের নীচে, ইলেক্ট্রিক বক্সের নীচে, ফার্ষ্ট এইড বক্সের নীচে কোন গার্মেন্টস, বান্ডেল বা কার্টুন রাখবেন না।
  • চলাচলের পথ সবসময় পরিস্কার রাখবেন।
  • সকল কাটিং ফেব্রিকস গুছিয়ে রাখবেন।
  • সকল রেজিষ্টার হালনাগাদ করে রাখবেন।
  • ফ্লোর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ক্লিনারকে সহযোগীতা করবেন এবং ফ্লোরে কোন মালামাল রাখবেন না।
  • ফ্লোরে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখবেন।
  • টেবিলের উপর সকল গার্মেন্টস কালার, সাইজ ও ষ্টাইল অনুযায়ী গুছিয়ে রাখবেন।
  • সকল সুপারভাইজার / ফায়ার ও ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।

Posted

in

by

Comments

3 responses to “কাটিং বারটেক ও বাটন মেশিন ঝুঁকি কি কি?”

Leave a Reply