কারখানায় আগুন লাগলে আপনার দায়িত্ব কি?

কারখানায় আগুন লাগলে আপনার ও কর্ডন পার্টির দায়িত্ব কি?

কারখানায় আগুন লাগলে

সুপ্রিয়   শ্রমিক  ভাই ও বোনেরা এবং সম্মানিত স্টাফগ, আপনাদের সকলের, বিশেষ করে নতুন শ্রমিক ভাই-বোনদের বিশেষ অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের  ফ্যাক্টরী  যথেস্ট বড় একটি ফ্যাক্টরী। এখানে রয়েছে অনেক মেশিনপত্র। মেশিনে রয়েছে অনেক বৈদ্যুতিক তার। আরও রয়েছে অনেক বৈদ্যুতিক লাইট, ফ্যান এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম। এখানে যে কোন সময় যে কোন ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে বা আগুন লাগতে পারে। আমরা কেউ চায় না আমাদের ফ্যাক্টরীতে কোন প্রকার অগ্নিকান্ড হোক। সেজন্য আমরা সবাই সচেতন হয়ে কাজ করতে চেষ্টা করি। এরপরও যদি ফ্যাক্টরীতে কখনও আগুন লাগে বা ফায়ার এলার্ম বাজে তখন আপনি কি করবেন? তখন অবশ্যই ভীতসন্ত্রস্ত না হয়ে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার মেশিনের সুইচ বন্ধ করে, ফ্লোরের হলুদ লাইন দিয়ে, লাল তীর চিহ্নকে অনুসরন করে, আপনার সবচেয়ে কাছের গেট দিয়ে বের হয়ে যাবেন এবং ফ্যাক্টরীর সামনে অবস্থিত ফায়ার এ্যাসেম্বলী পয়েন্টে সমবেত হবেন। …

  • যদি কাজ চলাকালীন সময়ে আপনার সামনে আগুন দেখেন তখন আপনি কি করবেন? তখন আপনি অবশ্যই দ্রুত আপনার নিকটস্থ ফায়ার ফাইটারকে জানাবেন অথবা ফায়ার এলার্ম বা অগ্নি নিরাপত্তা এর জন্য  ন্টা বাজাবেন যাতে সবাই নিরাপদে ফ্যাক্টরী থেকে বের হয়ে যেতে পারে।
  • ফায়ার ব্রিগেড দল এসে পেীছালে তাদেরকে সর্বাত্ত্বক ভাবে সাহায্যে করবে।
  • আগুন লাগলে আপনার দায়িত্ব কি? আপনি যদি ফায়ার ফাইটার বা ফায়ার ফাইটার টীমের সদস্য না হয়ে থাকেন তাহলে আগুন লাগলে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে নিরাপদে ফ্যাক্টরী থেকে বের হয়ে যাওয়া। ফ্যাক্টরী থেকে বের হওয়ার সময় ফ্যাক্টরীর কোন জিনিস বা ব্যাগপত্র সাথে করে নেয়া থেকে বিরত থাকতে হবে। আগুন লাগলে অবশ্যই ফ্যাক্টরীতে কর্মরত গর্ভবতী মহিলাদের নিরাপদে ফ্যাক্টরীর বাইরে নিয়ে যেতে হবে। তাদের সহযোগিতা করতে হবে।
  • দলের সবাই দলনেতার নেতৃত্বে কাজ করবে।
  • আপনাদের জানা উচিত যে, আমাদের ফ্যাক্টরীতে নিরাপদে প্রবেশ ও বের হওয়ার জন্য ৮ টা গেট আছে। যে কোন জরুরী প্রয়োজনের সময় আপনারা এ গেটগুলো ব্যবহার করে নিরাপদে ফ্যাক্টরীর বাইরে বের হয়ে যেতে পারবেন।
  • অগ্নি নির্বাপকেরা প্রয়োজনে বাথরুমে রক্ষিত ড্রামের এবং ফায়ার হোস পাইপের পানি দ্বারা আগুন নিভাতে চেষ্টা করবে।
  • আগুন লাগার সাইরেন শুনার সঙ্গে সঙ্গে ইলেক্ট্রিশিয়ান/ অগ্নি নির্বাপক দলের দলনেতা ফ্লোরের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করবে
  • আগুন লাগার সাইরেন শুনার সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দলের প্রত্যেকে দ্রুত নির্দিষ্ট অগ্নি নির্বাপনী যন্ত্রের কাছে চলে যাবে ও যন্ত্র নামিয়ে নেবে এবং একত্রিত হয়ে আগুন কোথায় লেগেছে তা জানার চেষ্টা করবে বা পরবর্তী নির্দেশের জন্য
  • অপেক্ষা করবে। তবে যদি নিজ ফ্লোরে আগুন লাগে তাহলে দ্রুত আগুনের কাছে যাবে এবং আগুনের দিকে তাক করে আগুনের ধরন অনুযায়ী নির্দিষ্ট অগ্নি নির্বাপনী যন্ত্র ব্যবহার করবে।
  • অগ্নি নির্বাপকেরা কে কোনটি অগ্নি নির্বাপনী যন্ত্র ব্যবহার করবে তা আগে থেকেই নির্ধারিত থাকবে।
  • বৈদ্যুতিক আগুন নিভাতে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপনী যন্ত্র ব্যবহার করবে। কোন অবস্থাতেই পানি ব্যবহার করবে না।
  • আমরা লক্ষ্য করি, আগুন লেগেছে- এ কথাটি শোনা মাত্রই আপনারা ভীত হয়ে পড়েন এবং ভয় পেয়ে বিচলিত হয়ে  অত্যন্ত তাড়াহুড়া করে ফ্লোর হতে বের হওয়ার চেষ্টা করেন। এর ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই সাথে তাড়াহুড়া করে, ধাক্কাধাক্কি করে নামতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে, পদতলে পিষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন।
  • কিন্তু আগুন লাগলে ভয়ের কোন কারন নেই। কারন আগুন এক মুহূর্তে সর্বত্র ছড়াতে পারে না। আগুন এক স্থান থেকে অন্য স্থানে ছড়াতে বেশ সময় লাগে। এই সময়ের মধ্যে আপনি নিরাপদে ফ্যাক্টরী থেকে বের হয়ে যেতে পারবেন।
  • প্রাথমিক চিকিৎসা প্রদানের পর সুস্থ্য না হলে উদ্ধারকারী দলের সদস্যকে দিয়ে দ্রুত হাসপাতালে প্রেরন করতে হবে। নিজের ফ্লোরে আগুন না লাগলে পি.এম বা কর্তৃপক্ষের নির্দেশ ব্যতিত স্থান ত্যাগ করবে না।
  • কখনও আগুন লাগলে সবাই যাতে নিরাপদে ফ্যাক্টরী হতে বের হতে পারে, সেজন্য কিছু বিষয়ের উপর আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। যেমন ঃ যারা এক্সিট গেট বা বহির্গমন গেটের দায়িত্বে আছেন তাদের নিশ্চিত করতে হবে যে, কর্মঘন্ট চলাকালীন সময়ে ফ্যাক্টরীর কোন এক্সিট গেট যেন বন্ধ না থাকে এবং ইনপুটের মালামাল, আইডল মেশিন, টেবিল, টুল, বক্স ইত্যাদি দ্বারা যেন গেটটি ব্লক করা না থাকে।
  • ফ্লোরে যে সকল এক্সিট রাস্তা বা আইল মার্কস আছে সেগুলো সবসময় সব রকম বাঁধা থেকে মুক্ত রাখতে হবে। এ সকল এক্সিট রাস্তার উপর কোন আইডল মেশিন, কার্টুন, টুল, টেবিল, গার্মেন্টস ইত্যাদি কিছুতেই রাখা যাবে না।
  • নিজের ফ্লোরে আগুন না লাগলে পি.এম বা কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশের জন্য প্রস্তুত থাকবে অনুমতি ছাড়া ফ্লোর ত্যাগ করবে না।
  • ফ্লোরের উপর যত্রতত্র গার্মেন্টস ফেলে কাজ করা যাবে না। গার্মেন্টস ডাম্পিং বা অতিরিক্ত স্তুপ করে রাখা যাবে না।
  • সুপ্রিয় শ্রমিক  ভাই ও বোনেরা এবং সম্মানিত স্টাফগন, যে কোন অগ্নি দুর্ঘটনা আমাদের অবশ্যই ধৈর্য্যরে সাথে, সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আমরা সবাই যদি অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন হই এবং অগ্নি নিরাপত্তার নিয়মগুলো সঠিকভাবে বা যথাযথভাবে মেনে চলি তাহলে আমরা যে কোন অনাকাক্সিক্ষত

উদ্ধারকারী দলের দায়িত্ব ও কর্তব্যউদ্ধারকারী দলের দায়িত্ব ও কর্তব্য

  • আগুন লাগার সাইরেন শোনামাত্র দলনেতা হুইসেল বাজিয়ে সবার দৃষ্টি আকর্ষন করবে।
  • তিনটি সিঁড়ি দিয়ে ইভাকুয়েশন প্ল্যান অনুযায়ী ১ থেকে ২ মিনিটের মধ্যে দ্রুততার সাথে সবাইকে নিরাপদে নেমে যেতে সহযোগীতা করবে। পূর্ব থেকেই কে কোথায় দাড়িয়ে লোকজন নামতে সহযোগীতা করবে বা নির্ধারিত থাকবে।
  • বাধরুমে বা অন্য কোথায় কেহ আটকা পড়ল কিনা তাহা মহিলা বাথরুমে একজন মহিলা এবং পুরুষ বাথরুমে একজন পুরুষ চেক করবে।
  • কেহ আহত বা অসুস্থ হয়ে পড়লে তাকে বা তাদেরকে দ্রুত ফাষ্ট এইড টিম এর কাছে নিবে এবং কাউকে মেডিকেল সেকশনে নেওয়ার প্রয়োজন হলে, ষ্টেচারে করে অথবা কাঁধে করে নিয়ে যাবে।
  • কেহ ভয় পেয়ে জানালা দিয়ে নামতে চেষ্টা করলে বা লাফ দিতে চাইলে তাকে ফেরাতে হবে এবং সিড়ি দিয়ে নামতে সাহায্যে করবে।
  • আগুন যেখানে লেগেছে তার চারিপাশ থেকে মালপত্র বা মেশিন সরিয়ে নিবে।৭. দলের সবাই দলনেতার নেতৃত্বে কাজ করবে।
  • নিজের ফ্লোরে আগুন না লাগলেও পি.এম বা কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকবে।

ফাষ্ট এইড টিম এর দায়িত্ব ও কর্তব্য

  • আগুন লাগার সাইরেন শোনামাত্র দ্রুত ফাষ্ট এইড বক্স এর কাছে অবস্থান নিবে।
  • আহত বা অসুস্থ রোগীকে দ্রুততার সাথে প্রাথমিক চিকিৎসা প্রদান করবে।
  • প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ার মত অবস্থা হলে উদ্ধারকারী সদস্যদেরকে দিয়ে দ্রুত মেডিকেল সেকশন এ প্রেরন করবে।
  • নিজের ফ্লোরে আগুন না লাগলেও পি.এম বা কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া স্থান ত্যাগ করবে না।

কর্ডন পার্টির দায়িত্ব ও কর্তব্য

  • আগুন লাগলে বা ঐ রকম কোন দুর্ঘটনা ঘটলে দ্রুত ফ্যাক্টরীর মূল ফটক সমূহ খুলে দিবে।
  • ফ্যাক্টরীর শ্রমিক কর্মচরীদেরকে এবং পার্ক করা গাড়ীকে দ্রুত বাহির হতে যাহায্যে করবে।
  • ফ্যাক্টরীর ভিতর যেন বাহিরের লোকজন বা কোন অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে তা নিশ্চিত করবে এবং অবৈধ অনুপ্রবেশের সম্ভাবনা থাকলে তা প্রতিহত করবে।
  • ফ্যাক্টরীর সামনের রাস্তা সর্বদা উন্মুক্ত রাখবে যেন প্রয়োজনে ফায়ার ব্রিগেড, পুলিশের গাড়ী ও এ্যাম্বুলেন্স দ্রুত  চলাচল করতে পারে।
  • আগুন লাগলে বা ঐ রকম কোন দুর্ঘটনা ঘটলে আনুষাঙ্গিক সাহায্যে সহযোগিতা প্রদান এবং কর্তৃপক্ষের যে কোন নির্দেশ পালনের জন্য প্রস্তুত থাকবে।

আগুন লাগলে চালকদের কর্তব্য

  • ফায়ার সাইরেন বা সংকেত শোনার সাথে সাথে নিজ নিজ গাড়ী অতি দ্রুত মেইন গেইটের বাহিরে নিয়ে যাবে। তবে রাস্তার উপর গাড়ি কোন ক্রমেই দাড় করাবে না, অর্থাৎ ফায়ার ব্রিগেডের গাড়ি চলাচলের  অসুবিধা সৃষ্টি করবে না।
  • গাড়ি পার্কিং- এর সময় খেয়াল রাখতে হবে যেন, গাড়ির মুখ সামনের দিকে বা বাহির মুখী হয়ে থাকে।
  • গাড়ি পাকিং- এর সময় খুব প্রয়োজন না হলে হ্যান্ড ব্রেক লাগাবে না। যাতে প্রয়োজনে ঠেলে গাড়িটি সরানো যায়।
  • অকেজো গাড়ি (ঝসডিপ ফডড়ৃহপ) এমনভাবে পার্কিং করতে হবে যেন, সম্ভাব্য অগ্নি ঝুকি (অহপড ফহুত) থেকে দুরে থাকে এবং পথের মাঝখানে গাড়ি দাঁড় করাবে না।

Posted

in

by

Tags:

Comments

5 responses to “কারখানায় আগুন লাগলে আপনার ও কর্ডন পার্টির দায়িত্ব কি?”

Leave a Reply