কারখানায় কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য

কারখানায় কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য সমুহের বিশেষ বর্ণনা ।কারখানায় প্রবেশ কালীন নিরাপত্তা শ্রমিকদের করনীয়।

কারখানায়  কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য

কারখানায় কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য সমুহের বিষদ বর্ননা দেওয়া হলো

  • আয়ের সহিত সংগতি পূর্ন নয় এমন কোন শ্রমিক /কর্মচারীর জীবন যাত্রার মানের মধ্যে গরমিল থাকলে কর্তৃপক্ষ শুরুতেই পর্যবেক্ষন করবে।
  • একটি নিদিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষন করার কর্তৃক গ্রহণযোগ্য ও বিশ্বস্ত ব্যক্তি দ্বারা তথ্য সংগ্রহ করবে।
  • সংগ্রীত তথ্য যাচাই করার পরে কর্তৃপক্ষ তদন্ত করবে।
  • সন্দেহকারী শ্রমিক /কর্মচারীর বন্ধু-বান্ধব, বসবাসকারী আশেপাশের লোক জন ইত্যাদি ব্যক্তি থেকে কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ করবে।
  • তদন্তকারী ব্যক্তি তদন্ত করার পর কর্তৃপক্ষকে একটি লিখিত/মৌখিক রিপোর্ট প্রদান করবে।
  • রিপোর্ট প্রদান করার পর উক্ত রিপোর্টর ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।
  • কর্তৃপক্ষের সিন্ধান্ত চুড়ান্ত বলে গন্য করা হবে।
  • কারখানা কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য অনুযায়ী কাজ করতে হবে।

কারখানায় প্রবেশ কালীন নিরাপত্তা শ্রমিক/কর্মচারীদের ক্ষেত্রে

  • আপনাদের সুইফট কার্ড সুইফট করুন।
  • কোন প্রকার অবৈধ জিনিস, মাদক, বিস্ফোরক ও ক্ষতিকারক জিনিস নিয়ে প্রবেশ করবেন না।
  • কোম্পানীর প্রদত্ত আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় রাখুন।
  • আগ্নেয়াস্ত্র বা শারীরিক ভাবে আঘাত করা যায় এ রকম কোন জিনিস নিয়ে প্রবেশ করবেন না।
  • কারখানায় অবস্থায় কালানী সময়ে আপনার আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় রাখুন।

ভিজিটরদের ক্ষেত্রে

  • আপনার পরিচয় দিন।
  • আপনি যাহার সহিত সাক্ষার করিবেন তাহার পরিচয় দিন।
  • কর্তৃপক্ষের অনুমতি প্রদানের পর কারখানায় প্রবেশ করুন।
  • কর্তৃপক্ষের অনুমতি প্রদানের পর কারখানায় প্রবেশ করুন।
  • আপনার বহনকৃত দ্রব্যাদি (যদি থাকে) নিরাপত্তা রক্ষীকে চেক করার অনুমতি দিন।
  • অনুমতি ব্যতিত কোন দ্রব্যদি কারখানায় প্রবেশ করা নিষেধ।
  • আগ্নেয়াস্ত্র বা শারীরিক ভাবে আঘাত করা যায় এই রকম জিনিস পত্র নিয়ে প্রবেশ করবেন না।
  • কারখানায় অবস্থায় কালীন সময়ে আপনার পরিচয়পত্র অথবা নিরাপত্তা রক্ষির থেকে প্রদত্ত “ভিজিটর” লিখিত পরিচয় পত্র প্রদর্শিত রাখুন।

Posted

in

by

Comments

2 responses to “কারখানায় কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য সমুহের বিশেষ বর্ণনা ।কারখানায় প্রবেশ কালীন নিরাপত্তা শ্রমিকদের করনীয়।”

Leave a Reply