কোয়ালিটি ম্যানেজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য কি কি

কোয়ালিটি ম্যানেজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য কি কি ?

কোয়ালিটি ম্যানেজার এর কাজ

  • কোয়ালিটি ম্যানেজারের প্রধান দায়িত্ব হচেছ একটি স্টাইল অপারেশনে দেওয়ার পর তা সঠিকভাবে তৈরী হচ্ছে কিনা তা গুনগতমান নিয়ন্ত্রণ করা এবং সেই অনুযায়ী সমন্বয় সাধন করা। বায়ার এর চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুনগত মানসম্পন্ন প্রোডাক্ট উৎপাদন করার লক্ষ্যে ফ্লোরে কর্মরত প্রত্যেক কোয়লিটি ইন্সপেক্টর, কোয়ালিটি সুপারভাইজারের এবং কোয়ালিটি ইনচার্জ /কন্ট্রোলার এবং কার্যক্রম পরিচালনা করা।
  • জেনারেল ম্যানেজার।
  • একটি প্রেডাক্টের সম্পূর্ণ কোয়ালিটি নিয়ন্ত্রণ করা।
  • গুণগত মাণ সম্পন্ন আউটপুটের নিশ্চয়তা প্রদান করা।
  • গুণগত মাণ সম্পন্ন আউটপুট বের করে নিয়ে আসতে যদি কোন সমস্যা দেখা দেয় তার সমাধান প্রদান করা।
  • অলটার, রিজেক্ট ইত্যাদি খুঁজে বের করে গুণগতমাণ সম্পন্ন গার্মেন্টস শিপমেন্ট করা।
  • অলটার,রিজেক্ট ইত্যাদি কাজগুলো ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসা।
  • কোয়ালিটির বৈশিষ্ট্য কি এবং কোয়ালিটি লেবেল কত হবে সে সর্ম্পকে সবাইকে স্বচ্ছ ধারণা দেওয়া।
  • গার্মেন্টস শিপমেন্ট সংক্রান্ত যাবতীয় ক্লীয়ারেন্স তিনি প্রদান করবেন।
  • ফাইনাল ইনস্পেকশন এর সময় উপ¯িহত থাকা এবং ইনস্পেকশন সংক্রান্ত যাবতীয় তথ্য বায়ারকে প্রদান করা।
  • কোয়ালিটি ম্যানেজারপুরো কোয়ালিটি সেকশনে কর্মরত সকলের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা ব্যবহার করে সর্বোচ্চ মানসম্পন্ন প্রোডাক্ট উৎপাদন নিশ্চিত করতে একজন কোয়ালিটি ম্যানেজার কোম্পানির কাছে দায়বদ্ধ

Comments

2 responses to “কোয়ালিটি ম্যানেজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য কি কি ?”

Leave a Reply