গ্রুপ বীমা নীতি

গ্রুপ বীমা নীতি Group Insurance Policy এর বর্ণনা

গ্রুপ বীমা নীতি

অটো গ্রুপ বীমা নীতি বিজিএমইএ’র সদস্যভুক্ত ইউনিট হিসাবে সমস্ত শ্রমিক কর্মচারীর জন্য গ্র“প বীমা সুবিধা নিশ্চিত করে থাকে। ,-,  ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সাথে এই চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানে কর্মরত কোন শ্রমিক/ কর্মচারী মৃত্যু কিংবা পঙ্গুত্ব বরন করলে নির্ধারিত বীমা সুবিধা পেয়ে থাকে। এক্ষেত্রে স্বাভাবিক মৃত্যু  হলে মূল ডেথ সার্টিফিকেট, আই, ডি কার্ড, হাজিরা খাতার সত্যায়িত কপি, ছুটিতে থাকাকালীন মৃত্যু বরন করলে ছুটির আবেদন পত্রের সত্যায়িত কপি, দুর্ঘটনাজনিত কারনে মৃত্যু হলে স্বাভাবিক  মৃত্যুর ক্ষেত্রে বর্নিত সকল  ডকুমেন্টেস্ এর সাথে অতিরিক্ত ময়না তদন্ত রিপোর্ট এবং এফ , আই, আর রিপোর্ট এর সত্যায়িত কপি বিজিএমইএ তে সরবরাহ করা হয়। বীমা সুবিধার যাবতীয় কার্যক্রম শেষে ইন্সুরেন্স কোম্পানী হতে প্রাপ্ত চেক সুবিধা ভোগী বা নমিনীর হাতে তুলে দেয়া হয়।

ব্যবস্থাপকীয় পদ্ধতি:

১.সংগঠক: এইচ আর এন্ড কমপ্লাইন্স

২.দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি: কমার্শিয়াল বিভাগ

৩. কার্সসূচী: গ্র“প বীমা

৪. যোগাযোগের মাধ্যম:

  • সমাজ কল্যান কর্মকর্তা
  • নোটিশ বোর্ড
  • পি, এ সিস্টেম

৫. ফিডব্যাক/ নিযন্ত্রন

এক্সপোর্ট লজিষ্টিক

যে এক্সপোর্ট লজিষ্টিক প্রতিষ্ঠান নিরাপত্তা সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলে এবং মেনে চলার অংগীকার করে সেই প্রতিষ্ঠানকে আমরা নিয়োগ প্রদান করি। কোম্পানী কর্তৃক দেওয়া নির্দিষ্ট রুট দিয়ে পরিবহন চলাচল করে। রুট পরিবর্তন হলে কারখানা প্রতিষ্ঠানকে জানানো হয়। কার্গো ভ্যান/কনটেইনার বোল্ট সিল করা হয়। বোল্ট সিলের রেকর্ড রাখা হয়। বোল্ট সিলের নাম্বার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়। পথিমধ্যে কোন বিরতির প্রয়োজন হয় না। বিরতির প্রয়োজন হলে কারখানা প্রতিষ্ঠানকে অবগত করা হয়। কার্গো ভ্যান/কন্টেইনার অঘোষিতভাবে চেক করা হয়। চেক রেজিষ্টার মেইনটেইন করা হয়। কার্গো ভ্যান/কন্টেইনার ৭ পয়েন্ট ইন্সপেকশন করা হয়। খালি কন্টেইনার চেক করা হয় এবং রেজিষ্টার মেইনটেইন করা হয়।


Posted

in

by

Comments

2 responses to “গ্রুপ বীমা নীতি Group Insurance Policy এর বর্ণনা”

Leave a Reply