টুনিডিল মেশিন

টুনিডিল মেশিন ব্যবহারে নির্দেশিকা ও সাবধানতা কি কি?

টুনিডিল মেশিন ব্যবহারে নির্দেশিকা

টুনিডিল মেশিন ব্যবহারে গার্ড তথা আই গার্ড সংযোজন না করার ফলে যে কোন সময় ভাংগা নিডলের অংশ দ্বারা চোখ আঘাত প্রাপ্ত হতে পারে। সেফটি গার্ড সংযোজন না করার ফলে হাত নিডল দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে রক্তক্ষরন হতে পারে এবং রক্তের দাগ গার্মে› সে লাগতে পারে। পুলি গার্ড সংযোজন না করার ফলে যে কোন সময় ঘূর্ণায়মান অংশের সাথে পরিধেয় কাপড় জড়িয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

  • কাজ শুরু করার পূর্বে মেশিনের সকল যন্ত্রাংশ পরীক্ষা না করার ফলে দুর্ঘটনার সম্ভবনা থাকে। নির্দেশনা মেনে চলুন, নিজেকে সুরক্ষিত রাখুনমেশিনে প্যাডেল ম্যাট বা পাদানি না থাকলে বিদ্যুত পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে ।
  • টুনিডিল মেশিনের কাজ শুরুর পূর্বেই সেফটি গার্ড আছে কিনা তাহা নিশ্চিত হতে হবে।
  • মেশিনে অতিরিক্ত তেল ব্যবহারের ফলে গার্মেন্টেসে তেলের দাগ লাগতে পারে।সুতা লাগানোর সময় হাতের আঙ্গুলে যাতে নিডেল না ঢুকে  সেদিকে সাবধানতা অবলম্বন করতে হবে।
  • বভিন ও অন্যান্য সরঞ্জাম ঠিক আছে কিনা দেখতে হবে, বভিন খোলা ও লাগাবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।
  • কাজের সময় যাতে সিজার / কাটার পড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটে সে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে।
  • মেশিন চলাকালে বেল্টের সাথে যাতে ওড়না বা গার্মেন্টস না জড়িয়ে যায় সে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে।
  • নিডেল ভেঙ্গে গেলে যাতে দুর্ঘটনা না ঘটে সে জন্য টেকনিশিয়ানকে জানাতে হবে এবং চুম্বকের মাধ্যমে ভাঙ্গা নিডেল খুঁজে বের করতে হবে।
  • ইলেকট্রিক সংযোগ সুরক্ষিত মনে না হলে তাৎক্ষনাত ইলেকট্রিশিয়ানকে জানাতে হবে।
  • নিয়মিত পর্যবেক্ষন ও প্রয়োজনীয় প্রশিক্ষনের অভাবে ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেতে পারে। মেয়েদের চুল খোলা অবস্থায় কাজ করা যাবে না।
  • টুনিডিল মেশিন ব্যবহারে ভুল পদ্ধতি প্রয়োগে দুর্ঘটনার সম্ভবনা থাকে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কাজ শেষে মেশিনের সুইচ বন্ধ না করার ফলে অগ্নিকান্ডের সূুচনা হতে পারে।

মটাল/ ধাতব অলংকার ব্যবহার করা থেকে বিরত থাকুন । কাটার, সিজার বেঁধে কাজ করুন এবং নিজ নিয়ন্ত্রনে রাখুন । ফ্যাক্টরীর ভিতরে কোন প্রকার ধাঁরালো ধাতব বস্তু বহন করা থেকে বিরত থাকুন, কেননা এ গুলো কোম্পানীর মেটাল কন্ট্রোল পলিসি এর পরিপন্থি।


Posted

in

by

Comments

One response to “টুনিডিল মেশিন ব্যবহারে নির্দেশিকা ও সাবধানতা কি কি?”

Leave a Reply