ড্রায়ার মেশিন চালনা এবং বন্ধ করার পদ্ধতি

ড্রায়ার মেশিন চালনা এবং বন্ধ করার পদ্ধতি গুলো কি কি ?

ড্রায়ার মেশিন চালনা  এবং বন্ধ করার পদ্ধতি

ড্রায়ার মেশিন চালনা  – পুর্ববর্তী  শিফট থেকে মেশিন বুঝে নেওয়ার সময় মেশিনের অবস্থান, কোন প্রয়োজনীয় তথ্য, অতি জরুরী বিষয় সমূহ সতর্কতার সাথে বুঝে নিতে হবে। প্রতি শিফটে একবার করে মেশিন  এর জালি বাহির হইতে পরিস্কার করা। প্রতি শিফটে একবার করে গ্যাস বার্নারের সম্মুখ পরিস্কার করা। প্রয়োজনে কমপ্রেস্ড এয়ার ব্যবহার করা। মেশিন চালাতে কোন অসুবিধা দেখা দিলে বা মেশিনে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে মেইনটেন্যান্স বিভাগকে অবহিত করা। কাপড়ের রং, নামানোর সময় এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে শিফ্ট সুপারভাইজার , মেশিনের প্রোগ্রাম তৈরী করবে এবং তৎঅনুযায়ী মেশিন চালাতে হবে।  …. ফফফফ

ড্রায়ার মেশিন চালনা করার পদ্ধতি

১।মেশিন এবং তার আশেপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।প্রোগ্রাম অনুযায়ী ব্যাচ কার্ড নিতে হবে এবং সর্তকতার সাথে বিভিন্ন ধরনের তথ্য (ডায়া, কালার, জিএসএম, কাপড়ের প্রকারভেদ ইত্যাদি) পড়তে হবে। চালুর পুর্বে সকল অংশ ভাল করে চেক করে নিতে হবে।

২। সাদা কাপড়ের জন্য ১২০-১৩০ক্কসেঃ এবং রঙ্গীন কাপড়ের জন্য ১৩০-১৬০ক্কসেঃ পর্যন্ত তাপমাত্রা সেট করতে হবে। হইতে সার্কিট ব্রেকার অন করে নিতে হবে।

৩। মেশিনের সাথে সুইচ অন করে নিতে মেশিনকে পরিচালনা করে নিতে হবে।

৪।ম্যানুয়াল অনুসারে মেশিন চেক করা। প্রয়োজন অনুযায়ী বুশ পরিবর্তন করা। অতঃপর দীর্ঘস্থায়ী লুব্রিকেন্ট (গ্রীজ) ব্যবহার করা। উভয় পাশের ড্রাম চালানোর জন্য সুইচ অন করতে হবে।

মেশিনের গতি যতদূর সম্ভব বেশী সেট করতে হবে (৬-৪০ স/সরহ)।

চেম্বারের ফিল্টার প্রতি ৮ ঘন্টা অন্তর অন্তর পরিষ্কার করতে হবে।

যেকোন কারিগরি তথ্য এবং উৎপাদনের পরিমান একটি নির্দিষ্ট খাতায় লিপিবদ্ধ করতে হবে।

মেইনটেন্যান্সের জন্য প্যানেল বোর্ডের ছক অনুসারে কাজ করা।

যে সময় গুলোতে মেশিন বন্ধ ছিল (যে কোন কারনে) তা খাতায় লিপিবদ্ধ করতে হবে।

মেশিনকে পরিষকার পরিচ্ছন্ন অবস্থায় পরবতীৃ শিফটের অপারেতরের হাতে হস্তান্তও করতে হবে।

৫। গ্যাস লাইনের ভাল্ব খুলে দিতে হবে। প্রয়োজন অনুযায়ী ওভার ফিট সেট করতে হবে (১০-২০%)

৬। বার্নার সক্রিয় করার জন্য সুইচ অন করে নিতে হবে।

৭।মেশিন চালানোর সময় শ্রমিক ও কর্মস্থলের নিরাপত্তার জন্য নিম্ন লিখিত ঝুঁকিগুলোর প্রতি সতর্ক থাকতে হবে।

তাপমার্তা প্রয়োজন অনুযায়ী সেট করতে হবে।

৮।নজেল চেম্বার চেক করার পূর্বে মেশিনের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস এর নীচে আছে কিনা দেখে নিতে হবে।

টাইমার দ্বারা প্রয়োজন অনুযায়ী সময় নির্দ্ধারন করে সেট করে  দিতে হবে।

যে কোন বৈদ্যুতিক র্দূঘটনা এড়ানোর জন্য দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা মটর নিয়ন্ত্রন প্যানেল এবং অনান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত ও চেক করতে হবে।

৯। ষ্ট্রীম ড্রায়ার হলে ষ্ট্রীম লাইনের ভাল্ব খুলে দিতে হবে।

বন্ধ করার পদ্ধতি

১।অতিরিক্ত বায়ুচাপ নিয়ন্ত্রনের জন্য দক্ষ ব্যক্তিকে নিয়োজিত করতে হবে।

বার্নার সুইচ অপ করতে হবে।

২। গ্যাস লাইন বন্ধ করতে হবে।

৩। ষ্ট্রীম ড্রায়ার হলে ষ্ট্রীম লাইন বন্ধ করে দিতে হবে।

৪। উভয় পর্শের ড্রাম বন্ধ করার জন্য সুইচ অপ করে দিতে হবে।

৫।ঘূর্নায়মান অংশের নিকটে যাওয়া থেকে বিরত থাকুন। হইতে সার্কিট ব্রেকার অফ করে দিতে হবে।

ড্রায়ার মেশিন চালনায় সতর্কতা

১। গ্যাস লাইন ও বার্নার ভাল করে চেক করতে হবে।

২। চলমান অস্বাভাবিক শব্দ/ ভোল্ট ছিরে যাওয়া/ বর্নার সমস্যা/ গ্যাস  লাইনের সমস্যা / এডজাষ্ট ব্লোয়ারের সমস্যা / স্ট্রীম লাইনের সমস্যা / ইলেকট্রিক লাইনের সমস্যা যে কোন সমস্যা পরিলক্ষিত হলে  মেশিন বন্ধ করে তাৎক্ষনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে জানাতে হবে।

৩। কোনভাবেই নিজে নিজে মেরামত কাজে হাত দেওয়া যাবেনা।

৪। ঢিলেঢালা পোষাক পরে মেশিন চলানো যাবেনা।

৫। নিরাপদ অব¯হায় থেকে কাজ করতে হবে।

৬। ড্রায়ার মেশিন চালনা ও কাজের ¯হান পরিস্কার করতে হবে।

৭।মেশিন চলন্ত অবস্থায় বেল্ট কভার এবং চেইন খোলা যাবে না। অসু¯হ বা অমনোযোগী  অব¯হায় মেশিন চালানো যাবেনা।

নিরাপত্তা প্রণালী ঃ

  • মেশিন এর চেম্বার প্রতিদিন এক বার পরিস্কার করতে হবে। ভিতরে ময়লা থাকলে যে কোন সময় আগুন ধরতে পারে। হঠাৎ যদি আগুন লাগে তাহলে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এবং সাথে সাথে মেশিন এর বিদ্যুতিক লাইন বন্ধ করে দিতে হবে।
  • যে কোন দূর্ঘটনা ঘটলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করতে হবে।
  • হঠাৎ আগুন লাগলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করে অগ্নি নির্বাপন যন্ত্র দ্বারা আগুন নিভানোর চেষ্টা করতে হবে।
  • দূর্ঘটনা এড়াতে কাজের সময় ঢিলা ঢালা পোষাক পরিধান না করা।

সারাংশ

ড্রায়ার মেশিন চালনা – তাপমাত্রা ৮০ক্কসেঃ বা তার নিচে না আসা পর্যন্ত কনভেয়ার বেল্ট অথাৎ মেশিন বন্ধ করা যাবে না।  মেশিন চলা অবস্থায় দরজা খোলা যাবে না। খুবই সতর্কতার সাথে কনভেয়ার বেল্ট পরিষ্কার করতে হবে। মেশিন পরিষ্কার করার সময় অবশ্যই তাপমাত্রা কমাতে হবে এবং প্রধান সুইচ বন্ধ রাখতে হবে।


Posted

in

by

Comments

2 responses to “ড্রায়ার মেশিন চালনা এবং বন্ধ করার পদ্ধতি গুলো কি কি ?”

Leave a Reply