থ্রেড সাকার মেশিন

থ্রেড সাকার মেশিন ব্যবহারের পদ্ধতি এবং সম্ভাব্য দুর্ঘটনা

থ্রেড সাকার মেশিন

থ্রেড সাকার মেশিন বসার সময় লক্ষ্য করতে হবে মেশিন পরিষ্কার আছে কিনা। না থাকলে সর্বপ্রথম মেশিন পরিষ্কার করতে হবে।

থ্রেড সাকার মেশিনে কাজ শুরু করার পূর্বে লক্ষ্যণীয়ঃ

বৈদ্যুতিক সরঞ্জামাদি তথা প্যানেল বোর্ড, ডিভাইজ গুলো নিয়মিত পরীক্ষা না করলে যে কোন সময় স্পাকিং, শর্ট সার্কিট এবং অন্যান্য বৈদ্যুতিক গোলযোগ এমনকি অগ্নিকান্ডের সূচনা হতে পারে।
ইলেকট্রিক কন্ট্রোল বা বৈদ্যুতিক প্যানেল নিয়ন্ত্রনকারী কক্ষ উন্মুক্ত থাকলে প্রাণহানীর সম্ভাবনা থাকে। …

  • মেশিনে কোন ইলেকট্রিক তার ছেড়া বা খোলা আছে কিনা তা লক্ষ্য করুন যদি থাকে তাহলে ইলেট্রিশিয়ানকে অবহিত করুন।
  • থ্রেড সাকিং মেশিনে জোরালো শব্দের সৃষ্টি হয় বিধায় অপারেটরকে অবশ্যই কানে ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে। মেশিনের ইলেট্রিক লাইন ঠিক আছে কিনা তা লক্ষ্য করুন।
  • অপারেটরকে অবশ্যই মুখে মাস্ক পরে কাজ শুরু করতে হবে। থ্রেড সাকার মেশিনে কাজ শুরু করার নিয়মাবলীঃ
  • মেশিনে কাজ শুরু করার নিয়মাবলী আরপিএম লক্ষ্য করে কাজ শুরূ করুন।

থ্রেড সাকার মেশিন চালু থাকা অবস্থায় সতর্কতা ঃ

  • সেলাই করা পোশাক হাওয়ার মধ্যে সম্পূর্ণ মেলে দরতে হবে। মেশিনের কাছাকাছি কাগজ/কাপড় এলোমেলো রাখা যাবে না।
  • পর্যাপ্ত হাওয়া না থাকলে মেশিনের মটরে কোন সমস্যা আছে বুঝতে হবে এবং মেকানিককে তা অবগত করতে হবে। আত্বরক্ষামুলক সরঞ্জামাদী
  • মেশিনের সামনে হাত দিয়ে পরীক্ষা করতে হবে পর্যাপ্ত পরিমানে হাওয়া আছে কিনা। মুখোস পরিধান করতে হবে।
  • মেশিনের পাওয়ার সুইচ অন বরতে হবে। ইয়ার মাফ পরিধান করুন
  • একটি পোশাকের লুজ সূতা সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত অন্য পোশাক মেশিনের সামনে দরা যাবে না।

ঝুকি সমূহ

বৈদ্যুতিক প্যানেল বোর্ড, ডিভাইজ গুলো ত্রুটিমুক্ত আছে কিনা তা প্রতিদিন পরীক্ষা করতে হবে।
ইলেকট্রিক কন্ট্রোল রুমকে সংরক্ষিত হিসাবে চিহ্নিত করে প্রবেশাধিকার সংরক্ষিত করতে হবে।
বিপদজনক নোটিশ দৃশ্যমান থাকতে হবে এবং কক্ষডঁ অবশ্যই বন্ধ থাকতে হবে।
বৈদ্যুতিক ডিভাইজগুলো পরীক্ষার সময় সতর্ক হতে হবে এবং প্রয়োজনীয় চচঊ এর ব্যবহার নিশ্চিত করতে হবে ।
কাজশেষে অর্থাৎ কর্মস্থল ত্যাগ করার পূর্বে সকল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে ।

কাজ শেষে লক্ষণীয়ঃ

থ্রেড সাকার মেশিন বন্ধ করার সময় পওয়ার সুইচ বন্ধ করুন, এবং মেশিন ভালভাবে পরিস্কার করুন। ছুটির সময় অফ বাটন চাপ দিতে হবে এবং মেশিন ভালভাবে পরিষ্কার করে কর্মস্থল ত্যাগ করতে হবে। মেশিনের মটর চালু রেখে বাথরুমে যাওয়া যাবে না বা অন্য কারও সাথে গল্প করা যাবে না।


Posted

in

by

Comments

One response to “থ্রেড সাকার মেশিন ব্যবহারের পদ্ধতি এবং সম্ভাব্য দুর্ঘটনা”

Leave a Reply