কোম্পানী কর্তৃক শ্রমিকদিগকে দেওয়া এবং যথাস্থানে রাখা দ্রব্যাদির পলিসি
by Mashiur | Sep 1, 2018 | অডিট পরিদর্শন |
কোম্পানী কর্তৃক শ্রমিকদিগকে দেওয়া এবং যথাস্থানে রাখা দ্রব্যাদির পলিসি
- শ্রমিকদিগকে কোম্পানীর কাজের জন্য ছোট সিজার, বড় সিজার, ববিন, বনিকেইজ এবং কাজের সহিত সংশ্লিষ্ট অন্যান্য দ্রব্যসামগ্রী দেওয়া হয়।
- শ্রমিকদিগকে দেওয়া দ্রব্য সামগ্রীর রেজিষ্টার মেইনটেইন করা হয়।
- শ্রমিকদিগকে দেওয়া দ্রব্য সামগ্রীর মধ্যে যে গুলো ধারালো এবং নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকা থাকে সেই সব দ্রব্য সামগ্রীর গুলিকে লম্বা দড়ি/রশি দিয়ে টেবিলের সাথে বেধেঁ রাখা হয়।
- ধারালো এবং নিরাপত্তা বিঘিœত দ্রব্য সামগ্রীর মধ্যে ব্যবহারকারীর নাম, কোড ইত্যাদি লিখে রাখা হয়।
- অন্যান্য দ্রব্য সামগ্রীগুলি মেশিনের ড্রয়ারে/কোম্পানী নিদ্দিষ্ট স্থানে রাখা হয়।
- চুরি/নষ্ট হারিয়ে যাওয়া দ্রব্যদি সর্ম্পকে কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
শ্রমিকদের ব্যক্তিগত দ্রব্যদি রাখার পলিসি
- শ্রমিকদের ব্যক্তিগত দ্রব্যদির মধ্যে রয়েছে জুতা, টিপিনবক্স ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী।
- শ্রমিকদের ব্যক্তিগত দ্রব্যদি রাখার জন্য কোম্পানী কর্তৃক দেওয়া প্রত্যেক শ্রমিকের বসার চেয়ার ও টুলের নীচে বক্সে মধ্যে রাখার ব্যবস্থা আছে।
ট্রেনিং
- কারখানার সামগ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রকার তথ্য জনা এবং অবগত করার জন্য নিয়মিত ট্টেনিং প্রদান করা।
- শ্রমিক/কর্মচারীদের ঈওচঅঞ সংক্রান্ত ট্টেনিং।
- সিকিউরিটিদের ঈওচঅঞ সংক্রান্ত ট্টেনিং।
- শ্রমিক/কর্মচারীদের নিরাপত্তা দায়িত্ব ও কর্তব্য।
- সিকিউরিটিদের নিরাপত্তামূলক দায়িত্ব ও কর্তব্য।
- সিকিউরিটিদের কারখানা নিরাপত্তা ও প্রবেশধিকার নিয়ন্ত্রন ইত্যাদি।
জরুরী টেলিফোন
- বিভিন্ন সেবামূলক টেলিফোন অফিস, ষ্টোর, মেইন গেইট,নোটিশ বোর্ড প্রভৃতি স্থানে প্রদর্শিত অবস্থায় রাখা।
- কোম্পানীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের টেলিফোন গুলি সংরক্ষন করা যেন জরুরী পরিস্থিত মোকাবেলা করা যায়
Related