Select Page

নিজস্ব নিরাপত্তা মূল্যায়ন

নির্দেশিত হয়ে অত্র প্রতিষ্ঠানে নিরাপত্তার মান নির্নয়ে একটি নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করে। এই মূল্যায়নটি ঈ-ঞচঅঞ চাহিদার প্রেক্ষিতে পরিচালিত হয়। মূল্যায়ন কালে নিু দূর্বল দিক সমূহ উদঘাটিত হয়। নিরাপত্তার ত্র“টি জনিত বিষয় সমূহ যথাশিঘ্র ঠিক করা হবে। ত্র“টি সমূহের একটি বিবরন নিুে প্রদান করা হলোঃ

  • শ্রমিকদের পরিচয়পত্র: সকল শ্রমিকদের পরিচয়পত্র প্রদান করা হয়নি। যথাশিঘ্র যাদের নাই তাদের পরিচয়পত্র প্রদান করা হবে।
  • শ্রমিকদের পশ্চাৎ মূল্যায়ন: কয়েকজন শ্রমিকের পশ্চাৎ কর্মতৎপরতার মূল্যায়ন সঠিকভাবে করা হয়নি। যথাশিঘ্র ইহা সমাপ্ত করা হবে।
  • শ্রমিকদের নিজস্ব নিরাপত্তা বিষয়ে সচেতনতা: পরিলক্ষিত হয়েছে যে শ্রমিকদের নিরাপত্তা বিষয় তেমন জ্ঞান নেই। নিরাপত্তার বিষয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের যথাযথ প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হবে।
  • পরিবেশ নিরাপত্ত সচেতনতা ঃ কারখানায় পরিবেশ  নিরাপত্তা বাড়াতে হবে।
  • নিরাপত্তা গার্ডদের প্রশিক্ষন: নিরাপত্তা গার্ডদের নিরাপত্তা জনিত প্রশ্ন করলে তারা সঠিকভাবে জবাব দিতে পারেনি। এতে প্রতিয়মান হয় যে তাদের প্রশিক্ষনের মান ভাল নয়। যথাযথ প্রশিক্ষন প্রদান করার জন্যে “সিকিউরিটি ফার্ম” কে নির্দেশ প্রদান করা হবে।
  • গাড়ির প্রবেশ/ বাহির রেজিষ্টার: গাড়ির প্রবেশ/ বাহির রেজিষ্টারে ড্রাইভারের লাইসেন্স নম্বর নথিভূক্ত হয় না। এখন হতে ইহা যথারীতি করা হবে।
  • আই টি নিরাপত্তা:  অত্র প্রতিষ্ঠানে ২ (দুই) টি কম্পিউটার আছে। এদের পার্সওয়ার্ড আছে। কিন্তু কেহ যদি অবৈধভাবে ভূল পাসওয়ার্ডের মাধ্যমে কম্পিউটার চালু করতে চায় তাহলে ইহা সনাক্ত করার কোন ব্যবস্থা নেই। যথাশিঘ্র ইহার বিহিত ব্যবস্থা করা হবে।
  • অতিথী/ আগন্তুক কার্ড: বহিরাগত কোন ব্যক্তি অফিস প্রাঙ্গনে প্রবেশ করলে তার নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্যাদি রেজিষ্টারে নথিভূক্ত করা হয়। কিন্তু পর্যাপ্ত পরিমানে ভিজিটিং কার্ড নাই। যথাশিঘ্র অতিরিক্ত ভিজিটিং কার্ডের ব্যবস্থা করতে হবে।
  • কারখানায় কোন আগন্তুক অনুপ্রবেশ করলে তা সনাক্ত করার জন্যে কোন এ্যালার্ম বা হুসিয়ারী সংকেত স্থাপন করা হয়নি। ইহা যথাশিঘ্র স্থাপন করা হবে।
  • স্থাপনার চতূরপার্শ্বে আলোকিত করার জন্যে যথাযথ সংখ্যক বাতি লাগানো হয়নি। ইহা যথা শিঘ্র করা হবে।
  • সি সি টি ভি এখনও স্থাপন করা হয়নি। মে ২০০৯ ইং এর মধ্যে ইহা স্থাপন করা হবে। নিরবিচ্ছিন্ন ভাবে ৪০ দিনের রেকর্ড রাখা হবে।
  • চাবি নিয়ন্ত্রন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। চাবির বাক্স, চাবি উত্তোলন এবং জমা দেয়া ইত্যাদি বিষয়ে উন্নতি করতে হবে।