নিটিং ইনচার্জ এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি

নিটিং ইনচার্জে্র কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?

নিটিং ইনচার্জ এর কাজ

  • নিটিং মেশিনের সব রকম ওয়েলফেয়ার অফিসার এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?ও সব সমস্যার সমাধান করা এবং প্রতিটি নিটিং মেশিনকে সর্বোচ্চ কর্মক্ষম অবস্থায় রাখা নিশ্চিত করা।
  • জেনারেল ম্যানেজার
  • অধীনস্ত প্রত্যেক কর্মীর কাজ নিয়মিত তদারকি করা।
  • বায়ারের চাহিদামতো ও গুনগত কাপড় নিশ্চিত করা ।
  • নিটিং মেশিনের সব রকম সমস্যার সমাধান করা।
  • সব ধরনের কাপড়ের বুনন এর কোয়ালিটি নিশ্চিত করা।
  • নিটিং মাস্টার ও ফিটারম্যানদের নিটিং ও নিটিং মেশিন সংক্রাস্ত সকল সমস্যার সমাধান করা।
  • মেশিনে ডিজাইন / প্রোগ্রাম সেট করা।
  • নিটিং অর্ডার বুঝে নেয়া।
  • অর্ডার অনুযায়ী মেশিনে প্রোগ্রাম সেট করা।
  • প্রতিদিনের প্রোডাকশন চেক করা।
  • অনাকাঙ্খিত যেকোন পরিস্থিতির উদ্ভব হলে উর্ধ্বতন কর্মকর্তাকে রিপোর্ট করা ।
  • নিটিং ইনচার্জের কাজের দায়িত্ব ও কর্তব্য এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
  • পুরো নিটিং সেকশনে কর্মরত সকলের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা ব্যবহার করে সর্বোচ্চ মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করতে একজন নিটিং ইনচার্জ কোম্পানির কাছে দায়বদ্ধ।

Posted

in

by

Comments

2 responses to “নিটিং ইনচার্জে্র কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?”

Leave a Reply