by Mashiur | Sep 1, 2018 | নিরাপত্তা
সি সি টিভি
আমাদের কোম্পানীতে নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতা ও মনিটর করার জন্য সংবেদনশীল স্থান সমূহে cctv ক্যামেরা স্থাপন করা হয়েছে যাহা নিম্নরূপ ঃ
১. প্যাকিং সেকশান।
২. রপ্তানীর জন্য প্রস্তুতকৃত কার্টুন।
৩. প্যাকিং সেকশান হইতে রপ্তানী পন্য সংরক্ষনগারে স্থানান্তর কালীন সময়।
৪. রপ্তানীর জন্য পণ্য সংরক্ষনাগারে হইতে জাহাজীকরনের জন্য পরিবহনে উত্তোলন।
৫. প্রধান প্রবেশ পথ।
১। প্যাকিং সেকশান ঃ
প্যাকিং সেকশানে যেহেতু রপ্তানী পণ্য প্রস্তুত করা হয়। সেহেতু সেখানে কোন ধরনের বিস্ফোরক বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ যেন কার্টুন প্রস্তুত করার সময় ভিতরে প্রবেশ করাতে না পারে সেইগুলি মনিটর করা /পর্যবেক্ষন করা।
২। রপ্তানীর জন্য প্রস্তুতকৃত কার্টুন ঃ
রপ্তানীর জন্য যে কার্টুন গুলি প্রস্তুত করা হইয়াছে তাহা যেন কোন ব্যক্তি প্রস্তুতকৃত কার্টুনের সিল খুলে অথবা কার্টুন কেটে বা ছিঁড়ে মালামাল বের করতে অথবা বিস্ফোরক বা ক্ষতিকারক প্রদার্থ ভিতরে প্রবেশ করাতে না পারে সেই গুলি মনিটর বা পর্যবেক্ষন করা।
৩। প্যাকিং সেকশান হইতে রপ্তানী পণ্য সংরক্ষনাগারে স্থানান্তর কালিন সময় ঃ
রপ্তানীর জন্য কার্টুন প্রস্তুত করার পর রপ্তানীরকৃত কার্টুন গুদামজাত বা পণ্য সংরক্ষনাগারে নেওয়ার পথে কেহ যেন এই সময়ে কোন কার্টুনের ভিতর ক্ষতিকারক পর্দাথ বা কার্টুনের ভিতরের মালামাল বা প্রস্তুতকৃত কার্টুন খোয়া থেকে যেতে না পারে সেই জন্য পর্যবেক্ষন করা।
৪। রপ্তানী পণ্য সংরক্ষনাগার ঃ
রপ্তানী পণ্য সংরক্ষনাগারে মজুতকৃত কার্টুন কেহ যেন নাশকতামূলক কার্যক্রম চালাইতে না পারে সেই জন্য পর্যবেক্ষন করা।
৫। রপ্তানীর জন্য পণ্য সংরক্ষনাগার হইতে জাহাজীকরনের জন্য পরিবহন উত্তোলন ঃ
জাহাজী করনের জন্য পরিবহনে উত্তোলনের সময় রপ্তানীকৃত কার্টুন পর্যবেক্ষন করা যাহাতে রপ্তানীকৃত কার্টুন খোয়া বা কোন ব্যক্তি দ্বারা নাশকতা মূলক কার্যক্রম চালাইতে না পারে।
৬। প্রধান প্রবেশ পথ ঃ
ভিজিটর, শ্রমিক কর্মচারী ও অন্যান্য ব্যক্তি বা জিনিস পত্রের প্রবেশ এবং বাহির ইত্যাদি নিয়ন্ত্রন পর্যবেক্ষন করা বা কনিটর করা।
by Mashiur | Sep 1, 2018 | নিরাপত্তা
সন্দেহজনক / আইন বিরোধী / নিয়ম বর্হিভূত কার্যক্রম
সনাক্ত করন পরবর্তী পালনীয় পদক্ষেপ সমূহ ঃ
কারখানার অভান্তরে সন্দেহজনক / আইন বিরোধী / নিয়ম বর্হিভূত কার্যক্রম দৃষ্টিগোচর হলে / জানতে পারলে অথবা কারখানা এলাকায় কার্যক্রমের সহিত সম্পর্কিত নহে এমন কোন ব্যক্তিকে দেখলে অথবা কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নহে এমন কোন দ্রব্য বা মালামাল এবং বস্তু কাহারো হাতে দেখিলে নিম্ন লিখিত নির্দেশাবলী অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হইবে।
- শ্রমিক / কর্মচারী এবং উৎপাদন কর্মীরা তাহাদেয় কাজের সহিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ সুপারভাইজার, ফ্লোর ইনর্চাজ ইত্যাদি ব্যক্তিকে অবহিত করবে।
- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ সুপারভাইজার, ফ্লোর ইনর্চাজ ইত্যাদি ব্যক্তি অবহিত হওয়ার পর কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ/ মানবসম্পদ বিভাগ / নিরাপত্তা বিভাগকে অবহিত করবে।
- কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ / মানবসম্পদ বিভাগ / নিরাপত্তা বিভাগ আইন প্রয়োগ কারী সংস্থাকে অবহিত করবে।
- কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ / নিরাপত্তা বিভাগ আইন প্রয়োগ কারী সংস্থাকে অবহিত করবে।
- নিরাপত্তা বিভাগ আইন প্রয়োগ কারী সংস্থাকে অবহিত করবে।
- আইন প্রয়োগকারী সংস্থা কারখানায় আগমনের পূর্ব মহুর্ত পর্যন্ত নিরাপত্তা বিভাগ ও মানবসম্পদ বিভাগ এর কর্মীদের নিয়ে অবহিত পর্যবেক্ষন করিতে থাকিবে এবং অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিবে।
- আইন প্রয়োগকারী সংস্থা আগমন করিলে অবহিত ঘটনা সর্ম্পকে ব্যবস্থা গ্রহনের জন্য কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, মানবসম্পদ বিভাগ / নিরাপত্তা বিভাগ সহযোগীতা করবে।
- অবহিত ঘটনা অবসানের পর কারখাপনা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উক্ত ঘটনার উপর লিখিত রিপোর্ট কারখানার উধ্বতন কর্তৃপক্ষের নিকট পেশ করিবে।
by Mashiur | Sep 1, 2018 | নিরাপত্তা
সিকিউরিটি কন্ট্রোল প্রবেশাধিকার
- প্রবেশকালীন সময়ে ব্যক্তির নাম, ঠিকানা আসার কারণ, প্রবেশ ও বাহির সময় বাহনের নাম, নাম্বার ইত্যাদি রেজিষ্টারে সংরক্ষন করে স্বাক্ষর নিতে হবে।
- কোন মাল পত্র বা জিনিস পত্র থাকলে তাহা চেকের আওতায় আনতে হবে।
- চেক করার সময়দি কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন জিনিস পাওয়া যায় তাহা সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
- কোন ব্যক্তির প্রতি সন্দেহ হইলে তাহাকে চ্যালেঞ্জ করতে হবে এবং এসকট বা প্রহরা দিয়ে নিদির্ষ্ট জায়গায় নির্দিষ্ট ব্যক্তির নিকট পৌঁছা দিতে হবে।
- ভিজিটর পাস বা অন্য কোন পাস যদি থাকে তাহা হইলে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে।
- কোন অপরিচিত লোক যদি গেটের সামনে সন্দেহজনক চলাফেরা করে তাহাকে চ্যালেঞ্জ করতে হবে।
- শ্রমিক কর্মচারীকে নিরাপত্তার স্বার্থে চেকের আওতায় আনা নিশ্চিত করতে হবে।
সিকিউরিটির দায়িত্ব হস্তান্তর
- যখন কোন সিকিউরিটি দায়িত্ব শেষ হয় তখন ঐ সময় ডিউটিতে আসা নিরাপত্তা রক্ষিকে সমস্ত দায়িত্ব বুঝে দেওয়া।
- দায়িত্ব বুঝে নেওয়ার এবং দেওয়ার সময় নিরাপত্তা কাজে ব্যবহৃত সকল জিনিস পত্র রেজিষ্টার এবং কারখানার সার্বিক অবস্থা নিশ্চিত করা।
নিরাপত্তা রক্ষীর সংখ্যা, সময় এবং শিফট
নিরাপত্তা রক্ষীর রোষ্টার ডিউটি মেইনটেইন করা হয়।
অ শিফট = সকাল ৬ টা হইতে দুপুর ২ টা পর্যন্ত
শিফট = দুপুর ২ টা হইতে রাত ১০ টা পর্যন্ত
শিফট = রাত ১০ টা হইতে সকাল ৬ টা পর্যন্ত
প্রতিজন সিকিউরিটি ৮ ঘন্টা করে দায়িত্ব পালন করে।
দায়িত্ব পালনের রেজিষ্টার মেইনট্যাইন করা হয়।
নিরাপত্তা রক্ষীদের বায়োডাটা সংগ্রহ রাখা হয়।
নিরাপত্তা রক্ষীদের কোম্পানী সহিত চুক্তি সংগ্রহে রাখা।
by Nazmul Islam | Jun 3, 2018 | নিরাপত্তা
SAMPLE M/C এ যে সকল সর্তকতা অবলম্বন করতে হবে
১/ মাঝে মধ্যে Batch Card অনুযায়ী Fabric Load হয় না।(L-Rib + Collar Cuff+ T.Tape) আছে কি না তা দেখে Fabric Loading করা দরকার।
২/ Liquor Ratio Maintain হয় না। এবং Water এর খাতা মাঝে মধ্যে লেখা হয় না।
৩/ Batch to Batch Shade ঠিক থাকে না এবং মাঝে মধ্যে Color Spot Uneven দেখা যায়।
৪/SAMPLE M/c এ পর্যাপ্ত Program থাকার পরও মাঝে মধ্যে M/c খালি থাকে।
৫/Shade Continuit Card এ ভালভাবে Shade লাগানো হয় না এবং মাঝে মধ্যে লেখা ভুল হয়।
৬/ Production Officer, Supervisor/ Jr Supervisor দেরকে ভাল ভাবে follow up করা প্রয়জন।
৭/ White Fabric এর পরে কোন Colour Fabric Dyeing করলে Colour Fabric এর মধ্যে Brightener দেখা যায়।এছাড়া আপনি আরও পড়তে পারেন
by Nazmul Islam | Jun 3, 2018 | ইন্ডাস্ট্রিয়াল, কর্ম পরিবেশ, নিরাপত্তা
ঝুঁকির উৎস
ঝুকি নিরুপন এর প্রধান উৎস সমুহ নিম্নে আলোচনা করা হলো
কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকি Risk of Chemical Handling
কেমিক্যাল মজুতকরণের ক্ষেত্রে ঝুঁকি Risk of Chemical Storage
কেমিক্যাল মিশানের ক্ষেত্রে ঝুঁকি Risk in Chemical Mixturing
খালি ড্রাম মজুতকরনের ক্ষেত্রে ঝুঁকি Risk for Empty Drums Storing
এম এস ডি এস সম্পর্কে অজ্ঞতা Ignorance of MSDS
সম্ভাব্য ঝুঁকি
কেমিক্যাল চোখে, মুখে, পায়ে ও শরীরে লাগতে পারে। ত্বকে ও শ্বাস কার্যে সমস্যা হতে পারে।
কেমিক্যাল ফ্লোরে পরতে পারে, যায়গার সংকট হতে পারে, পরস্পর বিক্রিয়াকৃত কেমিক্যালে বিষ্ফোরণ ঘটতে পারে।
কেমিক্যাল মিশানের সময় ছিটকে মুখে ত্বকে ও চোখে লাগতে পারে এবং ড্রাম পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
খালি ড্রাম পরিবেশের ক্ষতি করে এছাড়া বাতাসে মিশে মানুষের শ্বাস নিঃশ্বাসের সাথে দেহে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। এম এস ডি এস সম্পর্কে জ্ঞান না থাকলে কেমিক্যালের ব্যবহার, ধরণ, প্রকারভেদ, ক্ষতি ও প্রতিকার সম্পর্কে কোন ধারণা থাকে না ফলে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
প্রতিকার
ঝুঁকি নিরুপন এ গৃহিত পদক্ষেপ সমূহ
১। সর্বদা কেমিক্যাল ব্যবহারে PPE ব্যবহার করা।
২। এম এস ডি এস (MSDS) সম্পর্কে জানা।
৩। এ সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেয়া।
৪। কেমিক্যাল রুমে খাওয়া দাওয়া সম্পূর্ন বন্ধ করা।
১। ক্যামিক্যাল ধরণ অনুযায়ী সাজিয়ে রাখা।
২। পরস্পর বিক্রিয়াকৃত কেমিক্যাল আলাদা করে রাখা।
৩।ঝুঁকি নিরুপন এ সেকেন্ডারী কন্টেইনমেন্ট ব্যবহার করা।
৪। প্রয়োজনীয় PPE সর্বদা ব্যবহার করা।
১। কেমিক্যাল মিশানোর ক্ষেত্রে PPE ব্যবহার করা।
২। MSDS সম্পর্কে জানা ও পালন করা।
৩। কেমিক্যাল মিশানোর ক্ষেত্রে প্রশিক্ষণ নেয়া।
৪। কেমিক্যাল পরে গেলে ধুয়ে ফেলা ।
৫। দূষিত পানি ইটিপির মাধ্যমে ট্রিটমেন্ট করা।
১। খালি ড্রাম নির্দ্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা।
২। কেমিক্যালের ধরন অনুযায়ী ড্রাম আলাদা করা।
৩। খালি ড্রাম নিয়ম মোতাবেক পরিস্কার করা।
৪। সরবরাহকারীদের নিকট খালি ড্রাম ফেরত দেয়া।
১। এম এস ডি এস সম্পর্কে ভালভাবে জানা।
২। MSDS এর নিয়ম কানুন সঠিকভাবে পালন করা।
৩। MSDS কর্মস্থলে টানিয়ে রাখা।
৪। MSDS প্রশিক্ষণের ব্যবস্থা করা ও প্রশিক্ষণ নেয়া।
৫। সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেয়া।
by Nazmul Islam | May 29, 2018 | নিরাপত্তা
সাধারন তথ্যাবলী
DRYER মেশিন এর সাধারন তথ্যাবলী সমূহ নিম্নরূপ
Dryer মেশিন যা প্রযুক্তি ও নিরাপত্তা বৈশিষ্টে সর্বাধুনিক মানসম্পন্ন পন্য। মেশিনের প্রস্তুতকারীর পক্ষ থেকে সম্ভ্যব্য সকল সতর্কতা সত্ত্বে ও মেশিনটি যদি অদক্ষ ও অপ্রশিক্ষিত কর্মচারী দ্বারা পরিচালিত হয়, তবে বিপদের আশাংকা থেকে যায়।
নিম্নে উল্লেখিত সতর্কতামূলক নির্দেশনার সাথে প্রত্যেক কে অবগত হয়ে মেশিন পরিচালনা করতে হবে।
DRYER মেশিন এর বিপদজনক যন্ত্রাংশ সনাক্তকরন
- Air Line
- Goas Needle
- চাইড্রলিক ওয়েট লিফটার দিয়ে ফ্ল্যাট ট্রলি স্থানান্তর।
বৈদ্যুুতিক সংযোগ সম্পর্কিত সতর্কতাবলী
প্রথমে Distribution panel থেকে Electrical power on করতে হবে। এখানে লক্ষনীয় যে,Distribution panel switch on করার আগে panel এর সামনের Rubber felt অথবা বিদ্যুৎ অপরিবাহী কিছুর উপর দাড়িয়ে switch on করতে হবে। অত:পর মেশিনের Main switch on করে কাজ শুরু করতে হবে।
Fabric Loading এর সময় সতর্কতাবলী
DRYER মেশিন এ Fabric feed এর সময় Feeding Roller এর মধ্যে হাত প্রবেশ না করে তাহা সতর্কতা সহিত অবলম্বন করিতে হবে।
Emergency সময়ে করনীয়
যদি মেশিন চালু অবস্থায় কোন দুর্ঘটনা ঘটে এবং কোন অসংগতি পরিলক্ষিত হলে Emargincy Switch চাপতে হবে এবং সংগে সংগে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাতে হবে।
হাইড্রলিক ওয়েট লিফটার ও Fabric হতে সাবধানতা
হাইড্রলিক ওয়েট লিফটার দিয়ে ফ্ল্যাট ট্রলি টেনে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন লিফটার চাকার মধ্যে পা ঢুকে না যায় এবং ফ্ল্যাট ট্রলি নামানোর সময় ফ্ল্যাট ট্রলির নিচে পা চাপা না পড়ে এবং Fabric ট্রলি স্থানান্তর করার সময় হাত বা পা চাপা না পড়ে।
উপসংহার
মেশিনের আশে পাশে যাতে ময়লা আবর্জনা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, বাইরে থেকে পানি দিয়ে মেশিন পরিস্কারের সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে Electrical Parts পানির সংর্স্পশে না আসে। মেশিন থেকে Fabric Round Trolley তে Unload করার পর Trolley টেনে অন্য জায়গায় নেওয়ার সময় বিশেষভাবে সতর্কতা প্রয়োজন, যাতে Moving Trolley র চাকার নিচে পা না পড়ে।