Select Page

প্রিন্টিং সেকশনের শ্রমিকগন

প্রিন্টিং সেকশনের  সকল শ্রমিকগন  নিন্মলিখিত নীতিমালার ভিত্তিতে কার্য সম্পাদন করিবেন ঃ

  • প্রতিদিন নিজ কর্মস্থলে কারখানার নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে।
  • হিট প্রেস মেশিনে কাজ শুরু করার পূর্বে বৈদ্যুতিক সংযোগ সঠিক মতে আছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হয়ে কাজ করতে হবে।
  • হিট প্রেস ও অন্যান্য  মেশিন চালনার পূর্বে মেশিন ভালো ভাবে পরিস্কার পরিচ্ছন্ন করে কাজ শুরু করতে হবে।
  • প্রিন্টি এ কাজ শুরু করার পুর্বে অবশ্যই কাজের ধরন ও রকম বুঝে এবং স্কিন গুলো সটিক ভাবে বুঝে নিয়ে কাজ শুরু করতে হবে।
  • কাজ শেষে সকল স্কিন ও সরঞ্চামাদি সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে দিয়ে কর্মস্থল থেকে বের হতে হবে।
  • সকল ক্যামিকেল এর জন্য ভিন্ন ভিন্ন পাত্র থাকতে হবে । যাহাতে এক ক্যামিকেল এর সাথে অন্য ক্যামিকেল এর মিশ্রন না ঘটে।
  • ক্যামিকেল এর পাত্রের নীছে দ্বিতীয় পাত্র থাকতে হবে। যাহাতে ক্যামিকেল পড়ে গিয়ে ফ্লোরের মধ্যে না ছড়িয়ে যায়।
  • প্রিন্টিং সেকশনে ব্যবহৃত সকল প্রকার ক্যামিকেল এর মেটারিয়াল সেফটি ডাটা সিট
  • এমএসডিএস) বাধ্যতামূলক ভাবে থাকতে হবে।
  • প্রিন্টিং অপারেটরদেরকে গগলস. মাক্স, হ্যান্ড গ্লাভস,এপ্রোণ ইত্যাদি  সকল প্রকার ব্যক্তি গত  নিরাপত্তা (পিপিই) ব্যবহার করে কাজ করতে হবে।
  • কর্মকালীন সময়ে সকল শ্রমিককে আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় কাজ করতে হবে।
  • টয়লেটের মধ্যে অযথা গল্প গুজব করে সময় নন্ট করা যাবে না।
  • শ্রমিকগন কর্মকালীন সময়ে এক বিভাগ হতে অন্য বিভাগে অযথা চলাফেরা করতে পারবেন না।
  • সর্বদা শৃংখলা বদ্ধ হয়ে কারখানার নিয়ম মেনে কর্ম সম্পাদন করতে হবে।
  • কোন প্রকার অভিযোগ অনূযোগ থাকলে তাহা রক্ষিত অভিযোগ বাক্সে ফেলতে পারবে, অথবা সরাসরি কমপ্লায়েন্স অফিসারের নিকট অভিযোগ করতে পারবে।
  • শ্রমিকগন এমন কোন উশৃংখল আচরন করতে পারবেন না যাহা কারখানার  শৃংখলাহানী ও উৎপাদন কাজে ব্যাঘাত ঘটতে পারে।
  • সকল সমস্যা  অংশগ্রহন কমিটির মাধ্যমে সমাধান করতে হবে।
  • উপরোক্ত নীতিমালার ভিত্তিতে শ্রমিকগন প্রতিদিনের কার্যসম্পাদন করিবে।

I have reviewed and understand the information contained in this document. I also understand that Auto Printing Ltd. personnel have the right to inspect our activities and those of our Suppliers/Contractors with regards to our on-site activities. I further understand that activities pertaining to service and/or maintenance contracts may only require submission of this form on an annual basis. The Auto’s Environmental Management Representative should be contacted to make this determination.