প্রিন্টিং সেকশনের শ্রমিকগন কি কি নীতিমালার ভিত্তিতে কার্য সম্পাদন করিবেন

প্রিন্টিং সেকশনের শ্রমিকগন কি কি নীতিমালার ভিত্তিতে কার্য সম্পাদন করিবেন

প্রিন্টিং সেকশনের শ্রমিকগন

প্রিন্টিং সেকশনের  সকল শ্রমিকগন  নিন্মলিখিত নীতিমালার ভিত্তিতে কার্য সম্পাদন করিবেন ঃ

  • প্রতিদিন নিজ কর্মস্থলে কারখানার নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে।
  • হিট প্রেস মেশিনে কাজ শুরু করার পূর্বে বৈদ্যুতিক সংযোগ সঠিক মতে আছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হয়ে কাজ করতে হবে।
  • হিট প্রেস ও অন্যান্য  মেশিন চালনার পূর্বে মেশিন ভালো ভাবে পরিস্কার পরিচ্ছন্ন করে কাজ শুরু করতে হবে।
  • প্রিন্টি এ কাজ শুরু করার পুর্বে অবশ্যই কাজের ধরন ও রকম বুঝে এবং স্কিন গুলো সটিক ভাবে বুঝে নিয়ে কাজ শুরু করতে হবে।
  • কাজ শেষে সকল স্কিন ও সরঞ্চামাদি সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে দিয়ে কর্মস্থল থেকে বের হতে হবে।
  • সকল ক্যামিকেল এর জন্য ভিন্ন ভিন্ন পাত্র থাকতে হবে । যাহাতে এক ক্যামিকেল এর সাথে অন্য ক্যামিকেল এর মিশ্রন না ঘটে।
  • ক্যামিকেল এর পাত্রের নীছে দ্বিতীয় পাত্র থাকতে হবে। যাহাতে ক্যামিকেল পড়ে গিয়ে ফ্লোরের মধ্যে না ছড়িয়ে যায়।
  • প্রিন্টিং সেকশনে ব্যবহৃত সকল প্রকার ক্যামিকেল এর মেটারিয়াল সেফটি ডাটা সিট
  • এমএসডিএস) বাধ্যতামূলক ভাবে থাকতে হবে।
  • প্রিন্টিং অপারেটরদেরকে গগলস. মাক্স, হ্যান্ড গ্লাভস,এপ্রোণ ইত্যাদি  সকল প্রকার ব্যক্তি গত  নিরাপত্তা (পিপিই) ব্যবহার করে কাজ করতে হবে।
  • কর্মকালীন সময়ে সকল শ্রমিককে আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় কাজ করতে হবে।
  • টয়লেটের মধ্যে অযথা গল্প গুজব করে সময় নন্ট করা যাবে না।
  • শ্রমিকগন কর্মকালীন সময়ে এক বিভাগ হতে অন্য বিভাগে অযথা চলাফেরা করতে পারবেন না।
  • সর্বদা শৃংখলা বদ্ধ হয়ে কারখানার নিয়ম মেনে কর্ম সম্পাদন করতে হবে।
  • কোন প্রকার অভিযোগ অনূযোগ থাকলে তাহা রক্ষিত অভিযোগ বাক্সে ফেলতে পারবে, অথবা সরাসরি কমপ্লায়েন্স অফিসারের নিকট অভিযোগ করতে পারবে।
  • শ্রমিকগন এমন কোন উশৃংখল আচরন করতে পারবেন না যাহা কারখানার  শৃংখলাহানী ও উৎপাদন কাজে ব্যাঘাত ঘটতে পারে।
  • সকল সমস্যা  অংশগ্রহন কমিটির মাধ্যমে সমাধান করতে হবে।
  • উপরোক্ত নীতিমালার ভিত্তিতে শ্রমিকগন প্রতিদিনের কার্যসম্পাদন করিবে।

I have reviewed and understand the information contained in this document. I also understand that Auto Printing Ltd. personnel have the right to inspect our activities and those of our Suppliers/Contractors with regards to our on-site activities. I further understand that activities pertaining to service and/or maintenance contracts may only require submission of this form on an annual basis. The Auto’s Environmental Management Representative should be contacted to make this determination.


Posted

in

by

Comments

Leave a Reply