কেমিক্যাল ব্যবস্থাপনা কমিটির

ফিজিক্যাল ও কেমিক্যাল গুণাগুণ নীতিমালা ও কেমিক্যাল গুণাগুণ

ফিজিক্যাল ও কেমিক্যাল গুণাগুণ

এই সেকশনে প্রদত্ত তথ্যের সাহায্যে পরিবহন/শিপিং ডিপার্টমেন্টগুলো শিপমেন্টের জন্য যথোপযুক্ত কাগজপত্র/ ডকুমেন্ট তৈরি করতে পারে। যথাযথভাবে মালামাল এর প্যাকেজিং ঐ তথ্যানুযায়ী করা সম্ভব যাতে পরিবহনকালে কোনো বিপজ্জনক অবস্থা সৃষ্টি না হতে পারে। কোন পদার্থে কতটা ঝুঁকি থাকতে পারে তাও এই তথ্যের সাহায্যে জানা যায়।

এখানে এসবের তথ্য থাকবে-

ভৌত উপাত্তের তালিকা

পদার্থের স্ফুটানংক বা বয়েলিং পয়েন্ট

পানিতে দ্রাব্যতা

আঠালো ক্ষার বিশেষ

স্পেসিফিক গ্রাভিটি

গলনাংক বা মেলটিং পয়েন্ট

বাস্পীভবনের হার ইত্যাদি।

এসব তথ্য জানা থাকলে পদার্থটির ক্রিয়া বিক্রিয়া সম্পর্কে পূর্বাভাস পাওয়া যাবে। নিরাপদ হ্যান্ডলিং পদ্ধতি নির্ধারণ এবং সঠিক পিপিই নির্ধারণ করা যাবে।

এই তথ্য গুরুত্বপূর্ণ কে?

বিভিন্ন তাপমাত্রায় বস্তুটির আচরণ সম্পর্কে জানা যায়।

পানিতে তার বিক্রিয়া কি সে সম্পর্কে অবহিত হওয়া যায়।

বিশেষ ভেন্টিলেশন বা শ্বাস-প্রশ্বাস গ্রহণযন্ত্রেও ব্যবহার সম্পর্কে জানতে পারা যায়।

দাহ্য ও বিষাক্ত পদার্থের ক্ষেত্রে পূর্ব সতকর্তামূলক ব্যবস্থা সম্পর্কে ম্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

স্থিতিশীলতা এবং সক্রিয়তা

এই সেকশনে তখ্য ঃ পদার্থগুলোর পারস্পরিক বিক্রিয়ার বিভিন্ন পথ আছে। এই সেকশনে বিপজ্জনক পদার্থ এবং পরিস্থিতিগুলো তালিকাভুক্ত করতে যখন সেগুলো এমএসডিএস-এ আলোচিত পদার্থের সঙ্গে বিক্রিয়া ঘটায়। এতে থাকে রাসায়নিক পদার্থগুলোর পারস্পরিক অসঙ্গতি, সেগুলো এড়িয়ে চলার শর্ত, পণ্য পৃথকীকরণ এবং পণ্যের স্থিতিশীলতা সম্পর্কে তথ্যাদি।

এই তথ্য গুরুত্বপূর্ণ কে?

আগে জানা থাকলে অধিক নিরাপদে ম্যাটিরিয়াল হ্যান্ডেল এবং ষ্টোর করা।

পরিবর্তিত তাপমাত্রায় পদার্থটির প্রতিক্রিয়া সম্পর্কে জানা যেতে পারে।

কন্টেইনার এবং তাকের জন্য উপযুক্ত উপকরণ নির্বাচন করা।

নিয়ন্ত্রক বা রেগুলেটরী তথ্য
এই সেকশন নিয়োগকারী এবং বাস্তবায়নকারী কর্মীদের জন্য কেমিক্যাল গুণাগুণ নীতিমালা পরিবেশিত হয়। আন্তর্জাতিক রেগুলেশনগুলোও এতে সন্নিবেশিত থাকতে পারে।

এই তথ্য গুরুত্বপূর্ণ কে?
দেশীয় এবং আন্তর্জাতিক রেগুলেটরী বাধ্যবাধকতা মেনে চলতে এই অংশে সন্নিবেশিত তথ্যাদি ব্যাপকভাবে সাহায্য করে।
সেকশন-১৬ ঃ অন্যান্য তথ্য
এই সেকশন অতিরিক্ত তথ্যের উৎস সম্পর্কে জানতে সাহায্য করে।

এই তথ্য গুরুত্বপূর্ণ কে?
এই সেকশন অতিরিক্ত তথ্য আহরণের ব্যাপারে নমনীয়তা অনুমোদন কওে এবং একটি পূর্ণাংগ এমএসডিএস প্রনয়ন নিশ্চিত করে। এতে ঝুঁকির হার নির্ণয় ব্যবস্থায় একটি সহজ, সনাক্তযোগ্য এবং সহজবোধ্য রেফারেন্স পাওয়া যায় যার সাহায্যে কোনো পদার্থের বিপজ্জনকতা মূল্যায়ন করা সম্ভবপর হতে পারে।
আপনার মূলবান চোখ দুটো রক্ষা করার জন্য নিরাপদ চশমা ব্যবহার করুন।


Posted

in

by

Comments

One response to “ফিজিক্যাল ও কেমিক্যাল গুণাগুণ নীতিমালা ও কেমিক্যাল গুণাগুণ”

Leave a Reply