ফেব্রিক্স ইনেসপেকশন মেশিন ব্যবহারের পদ্ধতি এবং দুর্ঘটনা

ফেব্রিক্স ইনেসপেকশন মেশিন

স্থানীয় কারখানা থেকে ক্রয়ের জন্য বুকিংকৃত কাপড়ের ক্ষেত্রে কেবলমাত্র ১০০% কাপড় প্রস্তুত হবার পরেই ইন্সপেক্শন করতে হবে। কারখানাটি যদি ইপিজেড এর মধ্যে অবস্থিত হয়, সেক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষ ১০০% কাপড় সরবরাহের জন্য প্রস্তুত আছে ঘোষনার পরই তা ইন্সপেকশনের ব্যবস্থা নেয়া হবে।…

  • ফেব্রিক্স ইনেসপেকশন মেশিনে কাজ শুরু করার পূর্বে লক্ষ্যণীয়ঃ
  • মেশিনে কোন ইলেকট্রিক তার ছেড়া বা খোলা আছে কিনা তা লক্ষ্য করতে হবে যদি থাকে তাহলে ইলেট্রিশিয়ানকে অবহিত করতে হিবে।
  • মেশিনের ইলেট্রিক লাইন ঠিক আছে কিনা তা লক্ষ্য করতে হবে।
  • ফেব্রিক্স ইনেসপেকশন মেশিনে কাজ শুরু করার নিয়মাবলীঃ
  • আরপিএম লক্ষ্য করে কাজ শুরূ করুন।
  • ফেব্রিক্স ইনেসপেকশন মেশিন চালু থাকা অবস্থায় সতর্কতা ঃ
  • মেশিনের কাছাকাছি কাগজ/কাপড় এলোমেলো রাখা যাবে না।
  • সম্ভাব্য দূর্ঘটনাঃ
  • ইন্সপেকশন কাঠামো: ইন্সপেকশন ফ্রেমটি পরিবর্তনশীল গতির হতে হবে, গজ হিসাবকারী মেশিন থাকতে হবে, ফেব্রিক কনস্ট্রাকশন দেখা যায়, নিম্নে এমন লাইটের ব্যবস্থা থাকতে হবে, মেশিনের উপরে কাপড়ের উপরিভাগ দেখার জন্য আলোর ব্যবস্থা থাকতে হবে।
  • ইন্সপেকশনের গতি: ফ্রেমটি ৩০ গজ / মিনিট গতিসম্পন্ন হতে হবে এবং সম্মুখ ও উল্টো গতিসম্পন্ন হবে।
  • পর্যবেক্ষণের দূরত্ব: ২-৪ ফুট দূরত্ব থেকে কাপড় পর্যবেক্ষণ করতে হবে যেন ফেব্রিকের প্রস্থ বরাবর পুরোপুরি দেখা যায়।
  • আলো: উপরে সিডব্লিউএফ আলোর ব্যবস্থা থাকতে হবে। সর্বনিম্ন ১০০০ লাক্স আলোর ব্যবস্থা করতে হবে।
  • মেশিন চালু অবস্থায় নির্দিস্ট দুরুত্ব বজায় রাখতে হবে।
  • আত্বরক্ষামুলক সরঞ্জামাদীঃ
  • মুখোস পরিধান করতে হবে।
  • কাজ শেষে লক্ষণীয়ঃ
  • মেশিন বন্ধ করার সময় power সুইচ বন্ধ করুন, এবং মেশিন ভালভাবে পরিস্কার করুন।আরও পড়তে পারেন

Comments

One response to “ফেব্রিক্স ইনেসপেকশন মেশিন ব্যবহারের পদ্ধতি এবং দুর্ঘটনা”

Leave a Reply