তাং-১৪/০১/২০১৬
বরাবর
সচিব,
বিকেএমইএ
প্লানার্স টাওয়ার,
১৩/এ সোনারগাও রোড, ঢাকা।
বিষয় ঃ উৎপাদিত পণ্য ও কাঁচামাল / এক্সেসরিস এইচ.এস কোড ও নাম বন্ড লাইসেন্স এ অন্তর্ভূক্তি করনের জন অটো টেক্্রটাইল্স লিমিটেড এর পক্ষে সুপারিশ প্রসংগে।
জনাব,
বিনীত নিবেদন এইযে আমাদের প্রতিষ্ঠান অটো টেক্্রটাইল্স লিঃ, [ঠিকানা ঃ প্লট – ৩৪, ইউনিয়ন – জামাল্পুর, হেমায়েতপুর, সাভার, ঢাকা বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠান যাহার সদস্য নং-৬২২২২২২ প্রতিষ্ঠানটি কাস্টমস্ বন্ড কমিশনারেট, ঢাকা হতে গত তারিখ ২৩/১২/২০১৮ খ্রিঃ এর মাধ্যমে ১০০% প্রচ্ছন্ন রপ্তানির পাশাপাশি নীট কম্পোজিট শিল্প প্রতিষ্ঠান হিসাবে ১০০% সরাসরি রপ্তানির অনুমোদন লাভ করে। অনুমোদনের শর্তাবলীর মধ্যে ২নং শর্ত প্রতিপালনের লক্ষ্যে এবং প্রতিষ্ঠানটির রপ্তানি কার্যক্রম সম্পাদনের জন্য উৎপাদিত পণ্যের নাম ও এইচ.এস কোড এবং ইহার জন্য আমদানির প্রয়োজনীয় কাঁচামাল/এক্সেসরিজের নাম ও এইচ.এস কোড বন্ড লাইসেন্স অন্তর্ভূক্তির প্রয়োজন।
এমতাবস্থায় আপনার নিকট বিনীত আবেদন অটো টেক্্রটাইল্স লিঃ কে উৎপাদিত পণ্যেরনাম ও এইচ.এস কোড এবং ইহার জন্য আমদানির প্রয়োজনীয় কাঁচামাল/এক্সেসরিজের নাম ও এইচ.এস কোড বন্ডলাইসেন্সে অন্তর্ভূক্তির করার জন্য সুপারিশ প্রদান করে বৈদেশিক মুদ্রা আহরন করতে আমাদের প্রতি আপনার পূর্ণ সহযোগীতা কামনা করছি।
বিনীত নিবেদক