বৈদ্যুতিক উপকেন্দ্র
ক) সরকারের সংশ্লিষ্ট দপ্তর এর বৈধ অনুমতি ব্যাতীত বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপন বা স্থাপিত উপকেন্দ্রে কোন ধরণের পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না। ফফফফ
খ) উপকেন্দ্রে প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি সংশ্লিষ্ট সরকারী দপ্তরের পরামর্শ বা নির্দেশাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে স্থাপন করতে হবে।
গ) পল্লী বিদ্যুৎ বা সংশ্লিষ্ট দপ্তরের আওতাধীন বিদ্যুৎ লাইনে কোন পরিবর্তন বা মেরামতসহ কোন প্রকার কাজ করা যাবে না। যদি কখনো কোন কারণে উক্ত বিদ্যুৎ লাইনে কোন পরিবর্তন বা মেরামতের প্রয়োজন অনুভূত হয় তবে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করতে হবে।
ঘ) বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপিত সকল সরঞ্জামাদি যথাযথ মানসম্পন্ন হতে হবে। নিম্নমান সম্পন্ন বা ত্রুটিপূর্ণ কোন সরঞ্জাম বৈদ্যুতিক উপকেন্দ্রে স্থাপন বা সংযোজন করা যাবে না।
ঙ) বৈদ্যুতিক উপকেন্দ্রে অননুমোদিত কোন বস্তু বা দ্রব্য রাখা বা মজুদ করা যাবে না।
চ) বৈদ্যুতিক উপকেনদ্র সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
ছ) জ্বালানী তেল বা কোন দাহ্য পদার্থ বৈদ্যুতিক উপকেন্দ্রে বা এর চারপার্শ্বে বিপজ্জনক এলাকার মধ্যে মজুদ করা যাবে না।
জ) বৈদ্যুতিক উপকেন্দ্রে বা এর চারপার্শ্বে বিপজ্জনক এলাকার মধ্যে সকল প্রকার অননুমোদিত প্রবেশ সম্পূর্ণরূপপে নিষিদ্ধ।
জেনারেটর চালানোর নিয়ম
জেনারেটর চালানোর ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে থাকেন। জেনারেটর চালানোর ক্ষেত্রে কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ বিভাগকে দায়িত্ব প্রদান করিয়াছেন। এক্ষেত্রে রক্ষণাবেক্ষণ ইনচার্জ রক্ষণাবেক্ষণ বিভাগের জেনারেটর চালানোর সাথে সম্পৃক্তদেরকে এই পদ্ধতি সম্পর্কে অবহিত করে থাকেন।
ক্স ইঞ্জিন চালু করার পদ্ধতি ঃ
১. চালু করার ক্ষেত্রে প্রথমে ব্যাটারির চার্জ (ভোল্ট) ঠিক আছে কিনা দেখে নিতে হবে।
২. গ্যাস বাল্ব খুলে মিটার চেক করে দেখতে হবে মিটারের গ্যাস প্রেসার ঠিক আছে কিনা দেখে নিতে হবে।
৩. জরুরী সুইচ অন করে নিতে হবে।
৪. ইঞ্জিন চালু করার সুইচ ম্যানুয়্যালী অন করার মাধ্যমে জেনারেটর চালু করতে হবে।
ক্স ইঞ্জিন চালু করার পর করণীয় ঃ
১. ওয়াটার পাম্প চালু ও কুলিং টাওয়ার চালু করতে হবে।
২. সিনক্রোনাইজিং সুইচ অন করে লোড ব্রেকার সংযোগ করতে হবে।
৩. সাপ্লাই মেইন ব্রেকার সংযোগ করে বিদ্যুৎ সরবরাহ করতে হবে।
ক্স ইঞ্জিন বন্ধ করার পদ্ধতি ঃ
১. বন্ধ করার ক্ষেত্রে প্রথমে সংযোগ সার্কিট ব্রেকার ওপেন করতে হবে।
২. কমপক্ষে ৫(পাঁচ) মিনিট ইঞ্জিন নরমালি চালু রাখতে হবে।
৩. ইঞ্জিন চালু করার সুইচ অফ-এ দিয়ে জেনারেটর বন্ধ করতে হবে।
ক্স ইঞ্জিন বন্ধ করার পর করণীয় ঃ
১. ইঞ্জিন বন্ধ করার পর জরুরী সুইচ বন্ধ করতে হবে।
২. ওয়াটার পাম্প ও কুলিং টাওয়ারের সুইচ বন্ধ করতে হবে।
৩. গ্যাস বাল্ব বন্ধ করতে হবে।