ভারবহন ও উত্তোলন

ভারবহন ও উত্তোলন নীতিমালা সমুহের চমৎকার বর্ণনা

ভারবহন/উত্তোলন নীতিমালা

উদ্দেশ্য:

ভার উত্তোলন একটি ঝুঁকিপূর্ন কাজ।এই ম্যাটেরিয়াল ব্যবহারের কাজের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন নতুবা বিপদের সম্ভাবনা থাকে। ভার উত্তোলন এর সময় কেহ যাতে কোনরুপ আঘাতপ্রাপ্ত বা বিপদেও সম্নুখীন না হয় , তা এড়ানোর  লক্ষ্যেই এ নীতিমালা প্রনীত। যাতে শ্রমিক কর্মচারীদের শরীরের ভিতরে ধুলাবালি, কাপড়ের ডাস্ট এবং কোন প্রকার দূগর্ন্ধ প্রবেশ করতে না পারে তার জন্য মাস্কের ব্যবস্থা করা আছে এবং সকল শ্রমিক কর্মচারীরা এই নিয়ম অবশ্যই পালন করে থাকে এবং শ্রমিকদের মাথায় একটি স্কার্ফ থাকে।

ভারবহন /উত্তোলনের জন্য নিম্নলিখিত নির্দেশাবলী পালন করতে হবে ঃ

  • ভার উত্তোলনের পূর্বে ওজন সম্পর্কে সঠিকভাবে জেনে নিন।
  • সম্পূর্ন সামনের দিকে ঝুঁকে ভার উত্তোলন করবেন না।
  • বড় সাইজের বাক্স দুইজনে ধরাধরি করে কোমর উচ্চতায় তুলুন, পরে আপনার বিধাজনক স্থানে স্থাপন করে ওজন বহন করুন।
  • ভারী ওজন বহনের ক্ষেত্রে অপরের সাহায্য নিন।
  • ভারবহন সময় আপনার দৃষ্টি সীমা পরিস্কার রাখুন।
  • ওজন বহনের সময় শব্দ ব্যবহার করে আশপাশের সকলকে সতর্ক করুন এবং সংঘর্ষ এড়ান।
  • ওজন বহনের সময় ট্রলি ব্যবহার করার চেষ্টা করুন শারীরিকভাবে ওজন বহন যথাসম্ভব পরিহার করুন।

২০০৬  সনের কারখানার বিধিমালা ৭৪ মোতাবেক সর্বোচ্চ ওজন বহন করা নির্দেশ নিম্নরুপ ঃ

১.         প্রাপ্ত বয়স্ক পুরুষ ঃ ৩০.৯০ কেজি ( ৬৮ পাউন্ড )

২.        প্রাপ্ত বয়স্ক মহিলা ঃ ২২.৭০ কেজি ( ৫০ পাউন্ড )

পরিবেশগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতি

  • ট্রিমস্ লিঃ সর্বদা একটি স্বাস্থ্যকর ও সুন্দর কর্ম পরিবেশ নিশ্চিত করতে বন্ধ পরিকর এবং এখানে পর্যাপ্ত আলো বাতাস এর ব্যবস্থা করা হয়েছে।
  • ফ্যাক্টরীর চতুর্দিকে যাতে ময়লা আবর্জনা জমে পরিবেশ দূষিত না হয় সেজন্য প্রত্যহ কোম্পানী নিয়োজিত সুইপার/ ক্লিনার দ্বারা পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়।
  • টয়লেট/ বাথরুম গুলো প্রত্যহ তিনবার করে জীবানু নাশক ঔষধ দিয়ে ভালভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়। যাতে কারখানার শ্রমিকদের স্বাস্থ্য নিশ্চিত করা যায়।
  • কারখানার আভ্যন্তরীন পরিবেশ রক্ষার্থে প্রতিটি বাথরুম/ টয়লেটে প্রয়োজনমত তোয়ালে এবং সাবান রাখা হয়। এছাড়া বাথরুম / টয়লেট সর্বদা শুকনা রাখা হয়।
  • ফ্যাক্টরীর আভ্যন্তরীন পরিবেশ যাহাতে স্বাস্থ্যকর ও সুন্দর থাকে তার জন্য ফ্যাক্টরীর বিভিন্ন ধরনের ডধংঃধমব একটা নির্দিষ্ট স্থানে সংরক্ষন করা এবং তাহা সপ্তাহে একবার ফ্যাক্টরী হতে বাহিরে নেবার ব্যবস্থা করা হয়ে থাকে।
  • ফ্যাক্টরীর শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য থূ-থূ ও পিক্ ফেলার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা রয়েছে। সবাই তাহা ব্যবহার করে।
  • ফ্যাক্টরীর অভ্যন্তরে অতিরিক্ত শব্দ যাতে পরিবেশ নষ্ট করতে না পারে তার নিয়ন্ত্রনের ব্যবস্থা আছে, এবং অধিক শব্দ দূষনের জায়গাগুলেিত শ্রমিকদরা এয়ার প¬াগ ব্যবহার করেন।
  • ফ্যাক্টরীর অভ্যন্তরে মৃদু আলো ও অতিরিক্ত আলো যাতে শ্রমিক কর্মচারীদের ক্ষতি না করতে পারে তার ব্যবস্থা আছে।
  • অতিরিক্ত তাপ, ধূলাবালি ও ডাস্ট নির্গমনের জন্য প্রতিটি ফ্লোরে পর্যাপ্ত আলো বাতাস ও ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এবং এই ব্যবস্থা সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য সর্বক্ষনিক ব্যবস্থাও গ্রহন করা আছে।
  • জেনারেটরের ধুয়া যাতে পরিবেশ নষ্ট করতে না পারে তার জন্য এর সাইলেন্সর পাইপ ছাদের উপরে উঠানো আছে।
  • ক্যামিকেল জাতীয় পদার্থ ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী রাসায়নিক পদার্থ

Posted

in

by

Comments

2 responses to “ভারবহন ও উত্তোলন নীতিমালা সমুহের চমৎকার বর্ণনা”

Leave a Reply