C-TPAT ব্যবহৃত ও ভায়া টিউব লাইট , আই ডি কার্ড পলিসি

C-TPAT ব্যবহৃত ও ভায়া টিউব লাইট , আই ডি কার্ড পলিসি

C-TPAT ব্যবহৃত ও ভায়া টিউব লাইট

  • ভাষা ও নষ্ট টিউব লাইট গুলো কাঠের বাক্সের মধ্যে রাখা হয়।
  • ভাষা ও নষ্ট টিউব লাইট গুলো সাপ্লাইয়ারকে দিয়া দেওয়া হয়।
  • ভাষা ও নষ্ট টিউব লাইট গুলো চালানের মাধ্যেমে দেওয়া হয়।  …

আই ডি কার্ড সংক্রান্ত পলিসি

  • কারখানায় প্রবেশের সময় অবশ্যই গলায় আইডি কার্ড ঝুলিয়ে প্রবেশ করতে হবে।আইডি কার্ড গলায় ঝুলানো ছাড়া কাউকে কারখানায় প্রবেশ করতে দেয়া হবেনা।তবে, কেউ যদি কোন কারনে কার্ড না আনতে পারে তাহলে সময় রক্ষণ শাখায় তার নাম এন্ট্রি করে তাকে ভিতরে ঢুকতে হবে।
  • আইডি কার্ড হারানো গেলে, নষ্ট হলে, পুড়ে গেলে চুরি হলে প্রথমে মৌখিক/লিখিত ভাবে ওয়েল ফেয়ার এবং মানব সম্পদ বিভাগকে জানাবে।
  • কারখানায় প্রবেশের সময় এবং ডিউটি শেষ করে বের হওয়ার সময় অবশ্যই আইডি কার্ড পাঞ্চ করতে হবে।মনে রাখতে হবে কেউ যদি ডিউটিতে প্রবেশের সময় এবং ডিউটি শেষ করে বের হওয়ার সময় কার্ড পাঞ্চ না করে তাহলে তার হাজিরা পেতে সমষ্যা হতে পারে।
  • মানব সম্পদ বিভাগ/ওয়েল ফেয়ার অফিসার অবগত হওয়ার পর হারানো, নষ্ট হওয়া, চুরি হওয়া, পুড়ে যাওয়া সমন্ধে শ্রমিকের নিকট হতে উক্ত ঘটনা সম্পর্কে তথ্য নিবে।
  • তথ্য গুলো মানব সম্পদ বিভাগ ও ওয়েল ফেয়ার যাচাই বাছাই করে পুরানো আইডি নম্বর বাদ দিয়ে নতুন আইডি, নম্বর দিয়ে নতুন আইডি কার্ড বিতরণ করবে।
  • নষ্ট হওয়া আইডি কাড জমা নিয়ে নতুন কার্ড বিতরন করবে।
  • রেজিষ্টার সংরক্ষন সংরক্ষন করবে।
  • চলে যাওয়ার কর্মীদের আইডি কার্ড সংশ্লিষ্ট শাখায় ফেরত দিতে হবে।
  • যেহেতু এটি ইলেক্ট্রনিক্স আইডি কার্ড সেহেতু এটি হারিয়ে ফেললে অথবা নষ্ট হয়ে গেলে তাৎক্ষণিকভাবে এইচ আর বিভাগে ১০০(একশত) টাকা জরিমানা সহ আবেদন করতে হবে এবং নতুন আইডি কার্ড না হওয়া পর্যন্ত সাময়িক হাজিরা টোকেন সংগ্রহ করতে হবে।
  • আইডি কার্ড হারানো পত্রিকা সমূহে আইডি কার্ড হারানো বিজ্ঞপ্তি দিতে হবে।
  • আঞ্চলিক পত্রিকা সমূহে আইডি কার্ড হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
  • সর্বোপরি হারানো আইডি কার্ড ব্যাপারে জিডি (সাধারন ডায়েরী) করতে হবে।
  • পাঞ্চ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোন অবস্থাতেই কার্ড ০২(দুই) বার পাঞ্চ না হয়।
  • কার্ড পাঞ্চ করার সময় যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথে এইচ আর বিভাগে জানাতে হবে।
    একজনের কার্ড অন্যজনকে দিয়ে পাঞ্চ করানো যাবেনা।
  • কারখানায় ডিউটিতে থাকাকালীন সময় অবশ্যই গলায় আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং এমনভাবে রাখতে হবে যেন দূর থেকে দেখা যায়।
  • আইডি কার্ডের জন্য কোন টাকা দিতে হবেনা।
  • কেউ যদি উপরোক্ত নিয়মকানুন অমান্য করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হইবে।

সত্যতা যাচাই সনদ পত্র
তারিখ ঃ

এই মর্মে পরিচিতি প্রদান করা যাইতেছে যে, নাম ………………………………………………………………………….. পিতা/স্বামী নাম ………………………………………… মাতার নাম ………………………………………….. স্থায়ী ঠিকানা/গ্রাম – …………………………………………. ডাকঘর ……………………………………. থানা ঃ …………………………………… জেলা ঃ ………………………………………………..।

বর্তমানে ঠিকানা ……………………………………………………………………………..
আমার পরিচিতি। সে একজন মুসলিম/হিন্দু/বৌদ্ধ পরিবারের ছেলে/মেয়ে। সে সৎ এবং কর্মঠ। আমার নামতে কোন অসামাজিক কার্যকলাপে জড়িত নয়।

আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

স্বাক্ষর ঃ
নাম ঃ

ঠিকানা ঃ

মোবাইল নং
(যদি থাকে)

তথ্য সংগ্রহকারী।


Posted

in

by

Comments

Leave a Reply