ম্যাটেরিয়াল ব্যবহারের নীতিমালা
ম্যাটেরিয়াল ব্যবহার একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই এই কাজের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়াজন, নতুবা বিপদের সম্ভাবনা থাকে। তাই অটো গ্র“পের কর্তৃপক্ষ বিভিন্ন ম্যাটেরিয়ার এবং যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহারের মূল প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে এবং মৃত্যু বা জখম জনিত ঝুঁকি হ্রাস ও দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য ম্যাটেরিয়াল ব্যবহারের নীতিমালা প্রণয়ন করেছেন। ম্যাটেরিয়াল ব্যবহারের ক্ষেত্রে এবং ভারবহন ও উত্তোলন এর ক্ষেত্রে নিম্নলিখিত নীতিমালা গুলো মেনে চলতে হবে।
- কোন কাযর্ সম্পাদনের পূর্বে প্রথমে ভেবে নিতে হবে যে
- কোন কিছু উত্তোলনের পূর্বে চলার পথ, সঠিক ওজন ও হাঁটার পৃষ্ঠদেশের লেভেল এবং কার্যক্ষেত্রের বর্হিভাগ সামজ্ঞস্যপূর্ণ হবে কিনা সে সম্পর্কে মনস্থির করতে হবে।
- কোন অস্ত্র বা উপকরন ব্যবহার করতে হলে তার জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনপ্রাপ্ত হতে হবে।
- লোডার বা হয়েষ্ট এর সামনে এবং লটকানো ক্রেন বা হুক, এর নীচে কখনো দাঁড়ানো যাবে না, হাঁটা যাবেনা বা কোন প্রকার কাজ করা যাবে না।
- হাতলের যন্ত্রপাতি শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় ব্যাবহার করতে হবে।
- হ্যান্ড ট্রাকস্, মবিল উপকরন, গাড়ীর ওভারহোস, তার ,ওয়েল্ডিং লিডস্ অথবা এক্সটেনশন কর্র্ড নিয়ে দৌড়ানো যাবে না।
- ভার উত্তোলনের পূর্বে ওজন সম্পর্কে সঠিকভাবে জেনে নিতে হবে।
- সম্পূর্ন সামনের দিকে ঝুঁকে ভার উত্তোলন করা যাবে না।
- বড় সাইজের বক্স হলে দুজন ধরাধরি করে কোমর উচ্চতায় তুলতে হবে, এরপর সুবিধাজনক স্থানে স্থাপন করতে হবে।
- ভারী ওজন বহনের ক্ষেত্রে একে অপরের সাহায্য নিতে হবে।
- ওজন বহনের সময় দৃষ্টিসীমা পরিস্কার রাখতে হবে।
- ওজন বহনের সময় শব্দ ব্যবহার করে আশেপাশের সকলকে সতর্ক করতে হবে এবং সংঘর্ষ এড়িয়ে চলতে হবে।
- ওজন বহনের সময় ট্রলি ব্যবহার করতে হবে, শারিরিকভাবে ওজন বহন যথাসম্ভব পরিহার করতে হবে।
- যদি কোন জিনিষের ওজন খুব বেশী হয় অথবা ৫০ কেজির বেশী হয় তবে –
ক) প্্রয়োজনবোধে অন্যের সাহায্য নিতে হবে।
খ) উত্তোলনের জন্য পা ব্যবহার করতে হবে।
গ) কনুই (৬০ডিগ্রী) এবং পিঠ সঠিকভাবে (৯০ডিগ্রী) থাকবে।
ঘ) কোন বোঝা নেবার সময় কখনো পিঠ বাঁকানো যাবেনা।
ঙ) দুই হাত দিয়ে শক্ত করে জিনিষটি ধরতে হবে। সঠিকভাবে নিয়ন্ত্রন রাখার জন্য জিনিষটি শরীরের
কাছাকাছি ধরতে হবে।
চ) যখন কোন পথ পরিবর্তন করতে হবে তখন তা শুধুমাত্র পায়ের সাহায্যে করা উচিত, পিঠের সাহায্যে নয়।
ছ) বোঝাটি যত কাছাকাছি সম্ভব তত কাছাকাছি রাখতে ও বহন করতে হবে। যদি বোঝাটি কাছাকাছি না নেওয়া হয় তবে তা একই সরলরেখায় থাকবেনা এবং পিঠে বেশী চাপ পড়বে।
কর্তৃপক্ষ ইচ্ছে করলে যে কোন সময় এই নীতি পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করতে পারবেন।