গার্মেন্টস প্রোডাকশন মনিটরিং সিস্টেম সফটওয়্যার লিস্ট
- কাটিং বান্ডেল ট্র্যাকিং সুইং ফিনিসিং ম্যানেজমেন্ট সফটওয়্যার সমূহ
- কাটিং ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম সফটওয়্যার- Style Entry
- ইনপুটে প্রডাকশান কাউন্টিং স্ক্যানিং সফটওয়্যার সিস্টেম
- কিভাবে সফটওয়্যার এ কাট প্যানেল এক্সেসরিস ইনপুট করতে হয়
লাইন ব্যালেন্সিং
- প্রোডাকশন মনিটরিং সিস্টেম সফটওয়্যার এর মাদ্ধমে একটি লাইনের প্রতিটি অপারেটরের সাইকেল টাইম অনুসারে তাদের ক্যাপাসিটি সমান করে লাইন ব্যালেন্সিং করা হয়।
- লাইন ব্যালেন্সিং করার সময় নির্ধারন করা হয় ঐ লাইনের অপারেশন লার্নিং কার্ভ এর উপরে ডিপেন্ড করে।
- কোন চলমান স্টাইল এর ক্ষেত্রে ঐ লাইনটিতে যত পিসের ব্যালান্স করা হয়, ঠিক তত পিস প্রডাকশনই আসতে হবে।
- এর ফলে ঐ লাইনে কোন সমস্যা হলে তা সাথে সাথে বোঝা যায় কারন ঐ লাইনের প্রতিটি অপারেটর এর ক্যাপাসিটি জানা থাকে।
- প্রতি ঘন্টায় ঘন্টায় প্রোডাকশন মনিটরিং দেওয়ার জন্য প্রতিটি লাইন এর সুপারভাইজারদের হাতে ব্যালেন্স শীট দেয়া হয়, যাতে করে প্রত্যেকের ক্যাপাসিটি অনুসারে সে প্রডাকশন দিতে পারছে কি না সেটা বোঝা যায়।
- এর ফলে লাইনে কখনও জমবে না, কোন লাইন ব্যালেন্স করার পর যে লাইনে ইড়ঃঃষব হবপশ বা বাধাগ্রস্থ প্রসেস হওয়ার পর সেটাকে সহজেই সমাধান করা যায়।
- প্রতিটি আলাদা আলাদা প্রসেস থেকে সমান সংখ্যক আউটপুট পাওয়ার জন্য চেষ্টা করা হয় ব্যালেন্সিং অনুসারে যে অপারেটর এর ক্যাপাসিটি কম আছে তার কাজটি অন্য কারো কাছ থেকে সাপোর্ট দিয়ে প্রতি ঘন্টায় আদায় করে নেয়ার।
প্রোডাকশন প্লানিং সফটওয়্যার
প্রোডাকশন প্লানিং সফটওয়্যার
কমার্শিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার
কমার্শিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার
গার্মেন্টস মারচেনডাইজিং সফটওয়্যার CRM Manager
মারচেনডাইজিং সফটওয়্যার
- RMG আর এম জি Online CRM System. সি আর এম সফটওয়্যার
- What is BOM Management বিল অফ ম্যাটেরিয়াল সফটওয়্যার Software
- EPOS Software Features. পস ম্যানেজমেন্ট সফটওয়্যার Best POS System Software
- Garments Merchandising Management মারচেনডাইজিং ম্যানেজমেন্ট ERP বায়ার এন্ড কালাইন্ট Buyer and Client Management Systems Software
কাটিং ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম সফটওয়্যার- Style Entry
কাটিং ম্যানেজমেন্ট সফটওয়্যার
New Style এর ক্ষেত্রে যদি Grey, White এবং Black এই তিনটি কালার থাকে তাহলে তিনটি কালারই Test Cutting দিতে হবে । যদি এই তিনটি কালার এর বাইরে অতিরিক্ত কোন কালার থাকে তাহলে অতিরিক্ত কালারের মধ্য থেকে Dark এবং Light কালার কমন করে 50% কালার Test Cutting দিতে হবে । যদি 50% কালার এর জন্য Same Pattern হয় তাহলে বাকি 50% কালার ঐ Pattern দিয়েই Bulk Cutting করা যাবে । আর যদি অতিরিক্ত 50% কালারের ভিন্ন ভিন্ন Measurement বা Pattern হয় তাহলে সব কালারের জন্যই Test Cutting করতে হবে ।
** Test Cutting করার পরেও যদি Measurement এর পার্থক্যটা বেশী পাওয়া যায় তাহলে 500 পিছ Garments কেটে হাতে হাতে তিন সাইজ এর 06 পিছ Garments বানিয়ে Measurement দেখার পর Bulk Cutting করতে হবে ।
** কাটিং ম্যানেজমেন্ট উল্লেখ্য থাকে যে কোন কোন Buyer এর বেলায় 100% Measurement ঠিক রেখে Size Set দিতে হয় সে সকল Buyer এর জন্য Test Cutting এর পর Size Set Buyer কে দেখানোর জন্য ছোট একটি কাটিং (500পিছ) কেটে সেখান থেকে Size Set Garments বানিয়ে Measurement ঠিক করে Buyer কে দেখাতে হবে ।
** Repeat Order (যদি 06 মাসের মধ্যে হয় যেমন :- January to June এবং July to December) এর ক্ষেত্রে যদি কোয়ানটিটি 20000 পিছ এর উর্ধে হয় তাহলে প্রতি কালার এর জন্য প্রথমত 1000 পিছ করে কাটিং করা যাবে । আর যদি কোয়ানটিটি 20000 পিছ থেকে কম হয় সেই ক্ষেত্রে দুই থেকে তিনটি কালার এক সঙ্গেঁ 1000 পিছের মধ্যে একটি কাটিং কাটা যাবে । তারপর Size Set Garments বানিয়ে Measurement দেখার পরে Bulk Cutting কাটা যাবে । উল্লেখ্য থাকে যে Fabric এর GSM Shrinkage এবং Spirality ঠিক রাখার জন্য Fabric Re-process করা হয় ফলে Fabric এর ধরণ বার বার Change হয় ।
** Low GSM এর Fabric Test Cutting এর সময় Spreading Machine এ Lay দিতে হবে এবং ছোট ছোট Part থাকলে Band Knife Machine ব্যবহার করে Cutting করতে হবে ।