সফটেনল কিউ. বি. Softenol QB ডীসল্ভিং প্রসিডীউর

সফটেনল কিউ. বি. Softenol QB ডীসল্ভিং প্রসিডীউর কি?

সফটেনল কিউ. বি. (Softenol QB)

যে কোন ধরনের সফটেনল কিউ. বি. Softenol QB ডীসল্ভিং প্রসিডীউর ব্যবহারের পূর্বে কোমক্যালের সঠিক ব্যবহার বিধি ও সতর্কতা মূলক নির্দেশ সম্পর্কে অবহিত হোন। কেমিক্যাল ব্যবহারের পূর্বে নিশ্চিত হয়ে নিন সঠিক কার্যে সঠিক কেমিক্যাল ব্যবহার করছেন কিনা?  নির্দেশিত সব ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার ব্যতিরেকে কোন প্রকার কেমিক্যাল নিয়ে কাজ করা থেকে বিরত থাকুন।

ডীসল্ভিং প্রসিডীউরঃ

  1. যে ব্যাক্তি সফেনার ডিসল্ভ করবে, সে অবশ্যই হ্যান্ড গ্লাভস, গগস, গাম বুট, (পি.পি.ই) পরে নিবে।
  2. ড্রামে ৮০ লিটার, ৬০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার পানি নিয়ে ড্রামকে স্টাইরিং মটর এর নিচে রাখতে হবে।
  3. তারপর পরিমাপকৃত ৮ কেজি সফটেনল কিউ. বি. (Softenol Q.B) পার্ল, মগে অথবা স্টিলের বাটিতে করে আস্তে আস্তে ড্রামের মধ্যে ঢালতে হবে এবং স্টাইরিং ফ্যান একটিভ রাখতে হবে।
  4. এখানে উল্লেখ থাকে যে, কোন অবস্থাতেই সম্পূর্ণ সফেনার একবারে ড্রামে ঢালা যাবে না।
  5. সম্পূর্ণ সফটেনল কিউ. বি. ঢেলে দেওয়ার পর  স্টাইরিং ফ্যান ১৫/২০ মিনিট একটিভ রাখতে হবে।
  6. তারপর ড্রামকে স্টাইরিং ফ্যান থেকে সরিয়ে সুবিধামত জায়গায় স্টোরিং করে ৩/৪ ঘণ্টা রেখে দিতে হবে।
  7. তিন থেকে চার ঘণ্টা পর সলুশন কে পুনরায় স্টাইরিং ফ্যানে নিয়ে ১৫/২০ মিনিট  স্টাইরিং করতে হবে।
  8. পুনরায় চেক করতে হবে যে, ড্রামের নিচে কোন তলানি আছে কি না।
  9. ড্রামের মধ্যে কোন দানা বা তলানি না থাকলে ড্রামের সফেনার বাবহারের উপযোগী।

কেমিক্যাল ব্যবহাের সতর্কতা মূলক বিষয় সমূহ

  • নিজস্ব কর্মস্থলে নির্দেশিত সব ধরনের নিরাপত্তা সরঞ্জাম পর্যাপ্ত এবং সঠিক অবস্থায় আছে কিনা- এ ব্যপারে সর্বদা সচেতন থাকুন।
  • নির্দেশিত স্থান এবং পদ্ধতি ব্যতিরেকে কেমিক্যাল সংরক্ষন ও ব্যবহার সম্পূর্নভাবে নিশিদ্ধ।
  • একমাত্র অনুমোদিত কেমিক্যাল ব্যবহারকারী ছাড়া অন্য সকলের জন্য কেমিক্যাল স্পর্শ ও ব্যবহার সম্পূর্ন রুপে নিষিদ্ধ।
  • কেমিক্যাল ব্যবহারে পর শুন্য বা খালি কনটেইনার নির্দেশিত নিরাপদ স্থানে সঠিক পদ্ধতিতে সংরক্ষন করুন।
  • সকলের মনে রাখা উচিত সতর্কতাই অনাকাঙ্খিত দূর্ঘটনা থেকে রক্ষা করতে পারে।

গুরুত্বপূর্ণ নিরদেশিকাঃ সফটেনল কিউ. বি. (Softenol Q.B) কোন অবস্থাতেই ৬৫ ডিগ্রি সেলসিয়াস এর উচ্চ তাপমাত্রায় ডীসল্ভিং করা যাবে না।৬৫ ডিগ্রি এর উচ্চ তাপমাত্রায় ডীসল্ভিং করলে তা ভিসকাস জেল ফর্ম করে বাবহারের অনুপযোগী হতে পারে।


Posted

in

by

Comments

Leave a Reply