সুইং মেশিন

সুইং মেসিনের ঝুঁকির প্রকারভেদ গুলো কি কি?

ঝুঁকির প্রকারভেদ

কারখানার প্রতিটি ফ্লোরে চিকিৎসকের পরামর্শ ও প্রচলিত আইন অনুযায়ী পর্যাপ্ত পরিমান প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি প্রাথমিক চিকিৎসা বাক্সে রাখতে হবে। প্রতিটি ফ্লোরে মহিলা ও পুরুষ শ্রমিকের সমন্বয়ে গঠিত প্রাথমিক চিকিৎসা দল থাকতে হবে। প্রাথমিক চিকিৎসা দলের অন্তর্ভূক্ত সকল সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষন প্রদান করতে হবে এবং উত্তীর্ন পরবর্তী কৃতকার্যতার সনদপত্র কারখানা কর্তৃপক্ষকে প্রদান করতে হবে। …

  • মশেনি অতিরিক্ত গরম হয়ে অগ্নি কান্ডের সুত্রপাত ।
  • র্ঘষণরে ফলে অতরিক্তি গরম হয়ে অগ্নি র্দুঘটনার সম্ভবনা।
  • ওভারলোডরে কারনে অগ্নি ঝুঁকি
  • অতিরিক্ত ডাষ্ট জমা হয়ে অগ্নি কান্ডের সুত্রপাত ।
  • মোটর অতিরিক্ত গরম হয়ে অগ্নি কান্ডের সূত্রপাত।
  • জরুরী বর্হিগমনের জন্য বর্হিগমনের পথে  বাধাপ্রাপ্ত হওয়া।
  • বদ্যৈুতকি ওভার লোড ও অতরিক্তি ডাস্ট জমা হয়ে র্শট র্সাকটিরে মাধ্যমে অগ্নি কাণ্ডরে সূত্রপাত হতে পার।ে
  • যন্ত্রপাতি অপব্যবহার করা ও ত্রুটি যুক্ত যন্ত্রপাতি ব্যবহার করার কারণে অগ্নি র্দুঘটনার সম্ভাবনা।
  • অতরিক্তি ডাস্ট জমা হয়ে অগ্নকিাণ্ডরে সূত্রপাত হতে পার।ে
  • জরুরী অবস্থায় সক্রয়ি না থাকলে প্রানহানি ও আহাত হওয়ার সম্ভবনা।
  • অগ্নকিাণ্ডরে উৎস ও ধোঁয়া সনাক্ত করনে র্ব্যথ হয়ে প্রাণহানি ও আহতরে সংখ্যা বাড়ার সম্ভবনা।
  • অগ্নকিাণ্ডরে সময় ফায়ার হােজ রলি ও পাইপ সক্রয়ি না থাকলে অগ্নি নর্বিাপণ ব্যবস্থা বাঁধাগ্রস্ত হতে পার।ে
  • জরুরী অবস্থায় ফায়ার এক্সটংিগুইশার সক্রয়ি না থাকল।ে
  • জরুরী অবস্থায় জরুরী আলো, ফগ লাইট, আই পি এস সক্রয়ি না থাকলে এভকেুয়শেন/বহর্গিমন এর ক্ষএেে বাঁধা সৃষ্টরি সম্ভবনা।
  • জরুরী অবস্থায় বহর্গিমন পথ বাঁধাগ্রস্ত হওয়া।
  • জরুরী অবস্থায় সঁিড়/ি বহর্গিমন পথ বাঁধাগ্রস্ত হওয়া।

ঝুঁকি নিয়ন্ত্রনের বর্তমান ব্যবস্থা সমূহ

কারখানা কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দলের সদস্যদের কর্মক্ষেত্রে সম্ভাব্য বিভিন্ন ধরনের আঘাত, দুর্ঘটনা এবং শারীরিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে প্রশিক্ষনের ব্যবস্থা করবেন।কারখানা কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দলের সদস্যদের কর্মক্ষেত্রে সম্ভাব্য বিভিন্ন ধরনের আঘাত, দুর্ঘটনা এবং শারীরিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে প্রশিক্ষনের ব্যবস্থা করবেন। প্রাথমিক চিকিৎসা দলে নিয়োজিত সদস্যদের সহজেই সনাক্তকরনের সুবিধার্থে কারখানা ফ্লোরের দৃষ্টিগোচর স্থানে সদস্যদের ছবি প্রদান করতে হবে।

  • নয়িমতি মশেনিরে রক্ষণাবক্ষেণ করা।
  • মেশিনের মোটর অতিরিক্ত গরম হচ্ছে কিনা সে দিকে লক্ষ্য রাখা এবং মোটর গরম হলে তা বন্ধ করা।
  • নয়িমতি রক্ষণাবক্ষেণ করা এবং গরম হলে তা বন্ধ করা।
  • প্রাথমিক চিকিৎসা দলের সদস্যরা শুধুমাত্র সাধারন আঘাত সমুহের চিকিৎসা করবেন। মারাত্মক আঘাতের ক্ষেত্রে আহত কে চিকিৎসার জন্য মেডিকেল রুমে নিতে হবে। উচ্চ মাত্রার প্রতরিোধ ক্ষমতা সম্পন্ন হাত মোজা ব্যবহার করা।
  • নয়িমতি বদ্যৈুতকি লোড নর্দিষ্টি মাত্রায় নশ্চিতি করা।
  • নিয়মিত মোটরের ডাষ্ট পরিষ্কার করা।
  • মেশিনের মোটর অতিরিক্ত গরম হচ্ছে কিনা সে দিকে লক্ষ্য রাখা এবং মোটর গরম হলে তা বন্ধ করা।
  • বহর্গিমনরেপথ সকল সময় বাধামুক্ত রাখতে হবে এবং চলাচলরে পথ বাঁধাগ্রস্ত রাখা যাবে না।
  • নয়িমতি ডাস্ট পরষ্কিার করা। নদিষ্টি মাত্রায় বদ্যিুৎ সরবরাহ নশ্চিতি করা।
  • বদ্যৈুতকি কাজরে সময় চচঊ ব্যবহার করা।
  • কারখানার অভ্যন্তরে মেডিকেল রুমের ব্যবস্থা থাকতে হবে এবং উক্ত রুম পরিচালনার জন্য সার্টিফিকেটধারী অভিজ্ঞ একজন পুরুষ ও একজন মহিলা পেরামেডিক্স নিয়োগ করতে হবে।  লুস কব্‌েল না রাখা।
  • ত্রুটি হীন যন্ত্রপাতি ব্যবহার করা ও অপব্যবহার রোধ করা
  • নয়িমতি পরষ্কিার করা।
  • জরুরী অবস্থার জন্য সকল ফায়ার ইকুইপমন্টে সক্রয়ি রাখার ব্যবস্থা করা।
  • জরুরী অবস্থার জন্য সকল ধোঁয়া সনাক্তকারী যন্ত্র সক্রয়ি রাখার ব্যবস্থা করা।
  • জরুরী অবস্থার জন্য সকল ফায়ার হােজ রলি ও পাইপ সক্রয়ি ও র্পযাপ্ত পানি সরবরাহরে ব্যবস্থা নশ্চিতি করা।
  • জরুরী অবস্থার জন্য সকল ফায়ার এক্সটংিগুইশার সক্রয়ি ও র্পযাপ্ত এক্সটংিগুইশার সরবরাহরে ব্যবস্থা নশ্চিতি করা।
  • জরুরী অবস্থার জন্য সকল জরুরী আলো, ফগ লাইট, আই পি এস সক্রয়ি ও র্পযাপ্ত সরবরাহরে ব্যবস্থা নশ্চিতি করা।
  • জরুরী অবস্থার জন্য সকল আইলস র্মাক বাধামুক্ত রাখা ও নরিাপদ বহর্গিমনরে পথ নশ্চিতি করা।
  • জরুরী অবস্থার জন্য সকল সঁিড়ি ও বহর্গিমন পথ বাধামুক্ত রাখা ও নরিাপদ বহর্গিমনরে পথ নশ্চিতি করা।

Posted

in

by

Tags:

Comments

4 responses to “সুইং মেসিনের ঝুঁকির প্রকারভেদ গুলো কি কি?”

Leave a Reply