Select Page

হাইড্রো এক্সট্রাক্টর মেশিন চালনা এবং বন্ধ করার পদ্ধতি

১।হাইদ্রো আক্সট্রাক্টর মেশিন চালুর পুর্বে সকল অংশ ভাল করে চেক করে নিতে হবে।

২। ঝ উ ই হইতে সার্কিট ব্রেকার অন করে নিতে হবে।

৩। মেশিনের সাথে সুইচ অন করে নিতে মেশিনকে পরিচালনা করতে হবে।

হাইড্রো এক্সট্রাক্টর মেশিন বন্ধ করার পদ্ধতি

১। মেশিনের সাথে সংযুক্ত সুইচ অপ করে দিতে হবে।

২। ঝ উ ই হইতে সার্কিট ব্রেকার অফ করে দিতে হবে।

৩। ব্রেক সিস্টেমের মাধ্যমে ধীরে ধীরে ব্রেক ধরে গতি কমাতে হবে।

হাইড্রো এক্সট্রাক্টর মেশিন সর্তকতা

১।হঠাৎ কোন অস্বাভাবিক শব্দ হলে বন্ধ কওে ইঞ্জিনিয়ারিং বিভাগে জানাতে হবে।

২। চলমান অব¯হায় বেল্ট ছিড়ে যাওয়া/ মটর ঘুর্নন/ মেশিন আর পি এম সঠিক না হলে বন্ধ করে দিতে হবে।

৩।সুইচ অন অব¯হায় ব্রেক সিষ্টেম ব্যবহার করা যাবে না।

৪। মেশিনের ঢাকনা ব্যবহার কওে মেশিন চালাতে হবে।

৫। নিরাপদ অব¯হায় থেকে মেশিন চালাতে হবে।

বরাবর
প্রধান বয়লার পরিদর্শক
প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়
শিল্প ভবন, এনেক্স বিল্ডিং
৯১ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

বিষয়: নতুন ৮ টন বয়লার রেজিষ্ট্রেশন প্রসঙ্গে।

জনাব
উল্লেখিত বয়লারটি বিগত জানুয়ারী ২০০৯ইং তারিখে কোরিয়া হইতে আমদানি করা হইয়াছে যাহা বয়লার রেজিষ্ট্রেশন প্রাপ্তির নিমিত্তে বিগত ৬ ফেব্র“য়ারী ২০০৯ ইং তারিখে আপনার দপ্তরে আবেদন করা হইয়াছে। বয়লার অধিদপ্তরের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র আপনার দপ্তরে জমা করিতে পারি নাই। কারন কোরিয়া থেকে আমদানিকৃত বয়লারটি কাগজপত্র এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌছায় নাই। এমতাবস্থায় আমরা আমাদের কোরিয়ান সাপ্লাইযারকে কাগজপত্রের জন্য তাগিদ দেয়া সত্ত্বেও এখন পর্যন্ত সম্পূর্ন কাগজপত্র বুঝিয়ে দিতে পারে নাই।

বর্তমানে আমাদের ফ্যাক্টরীতে বিভিন্ন ধরনের ইন্ডাষ্ট্রিয়াল মেশিনারিজ স্থাপন করা হইয়াছে এবং ইতিমধ্যে বয়লারটিও সম্পুর্ণ স্থাপনের কাজ সম্পুর্ণ হইয়াছে। শুধুমাত্র ষ্টিম না থাকার কারনে বয়লারসহ উক্ত মেশিনারিজ চালানো সম্ভব হইতেছেনা। ফলে রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন মারাত্বকভাবে ব্যাহত হইতেছে। ইহাতে কোম্পানী এবং উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত শ্রমিকসহ সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হইতেছে।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উক্ত রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িত শ্রমিকদের কথা বিবেচনা করিয়া উক্ত বয়লার এর বর্তমান কাগজপত্রের উপর ভিত্তি করিয়া আপনার দপ্তর হইতে একটি সাময়িক সনদপত্র প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। এখানে উল্লেখ্য যে, কোরিয়ান সাপ্লাইয়ার কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির সাথে সাথে আপনার দপ্তরে জমা করিব বলিয়া অঙ্গীকার করিতেছি।

মোঃ ডাইরেক্টর
এডমিন এন্ড কমপ্লায়েন্স
গ্র“প অব ইন্ডাষ্ট্রিজ লিঃ