গার্মেন্টস শিল্পের Machinery Safety সম্পর্কিত নীতিমালা

গার্মেন্টস শিল্পের Machinery Safety সম্পর্কিত নীতিমালা

 Machinery Safety 

  • নির্দিষ্ট সময়ান্তে সকল মেশিনের তেল পরিবর্তন করা হয় এবংসরবরাহ করা হয়।
  • প্রতিমাসে কমপক্ষে ১ বার করে সকল মেশিন সার্ভিসিং করা হয় এবং তার রেকর্ড সংরক্ষন করা হয়।
  • সেফটি কাভার  ছারা কোন মেশিন ফ্লোরে গ্রহনযোগ্য নয় ।সেফটি কাভার নিশ্চিত করনের জন্য সপ্তাহে দুবার চেকলিস্টের মাধ্যমে চেক করা হয় ।
  • কিছু মেশিন রয়েছে যেগুলো দ্বারা সাধারন মেশিনের তুলনায় কিছুটা বেশি দূর্ঘটনা প্রবন সেসব মেশিনগুলোর ব্যপারে অধিক সতর্কতা অবলম্বন করা হয়।যেমন ঃfusing machine, Air compressor machine, Spray Gun,  Iron, Boiler, Generator  ইত্যদি।নিয়মিত মেশিনের তার , Safety cover, Machine Condition চেক করে সে সংক্রান্ত কার্য পদ্ধতি গ্রহন করা হয় এবং তা চেকলিস্টের মাধ্যমে রেকর্ড রাখা হয়।
  • প্রতিদিন মেশিন পরিষ্কার করা সকল Operator  এর জন্য বাধ্যতামুলক করা হয়েছে।

by

Comments

Leave a Reply