Select Page

লোডিং পদ্ধতি

কর্মস্থানে বিভিন্ন ধরনের বিপদ ও ঝুঁকির কথা বিবেচনা করে সংশ্লিষ্ট শ্রমিককে প্রযোজ্য ক্ষেত্রে তার নিরাপত্তা বিধানের জন্য হ্যান্ড গ্লোভস, আই গ্লাস, গগল্স, মাস্ক, রাবার ম্যাট, ইয়ার প্লাগ ইত্যাদি সরবরাহ করা হয়। মেশিন এবং নিরাপত্তা বিভিন্ন মেশিন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা বিধানের জন্য মেশিনের ধরন অনুযায়ী মেশিন গার্ডিং এর ব্যবস্থা করা হয়েছে। যেমন সুইং মেশিনে নিড্ল গার্ড। অনুরূপ ভাবে পুলি গার্ড, সেইফটি গ্লাস, ব্লেড গার্ড ইত্যাদি গার্ডিং মেশিনে ব্যবহৃত হয়েছে। ব্রোকেন নিড্ল সঠিক ভাবে সংরক্ষণের জন্য রেজিস্টার মেইনটেইন করা হয়। কাটার এবং সিজার হাত থেকে পড়ে গিয়ে যেন দূর্ঘটনা না ঘটে সে জন্য এগুলি হাতে ফিতা বা অন্য কিছু দিয়ে বেধে রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। মেয়েদের লম্বা চুল মেশিনে জড়িয়ে যেন দূর্ঘটনা না ঘটে সে জন্য তাদের চুল বেধে রাখার নির্দেশ দেয়া হয়। মেশিন নিয়ম অনুসারে চালু ও বন্ধ করতে হবে।

  • নীটওয়্যার লিঃ এর পন্য লোডিং এর ক্ষেত্রে নি¤েœাক্ত পদ্ধতি অবলম্বন করা হবে
  • লোডিং এর পূর্বে পন্য পরিবহনের জন্য নির্দিষ্ট গাড়ি কারখানা চত্ত্বরে প্রবেশ করলে সিকিউরিটি অফিসার গাড়ীর উভয় পার্শ্বের দেয়াল, ছাঁদ, মেঝে, ছাদের নীচের অংশ, উভয় পার্শ্বের দেয়াল, গাড়ীর নীচের অংশ ভালভাবে পরীক্ষা করবেন। গাড়ীর কোন ক্রুটি পরিলক্ষিত হলে তৎক্ষনাৎ বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। গাড়ী ক্রুটিমূক্ত হলে নির্ধারিত লোডিং এরিয়াতে আনতে হবে।
  • লোডিং এরিয়াতে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী তৈরী করতে হবে।
  • দ্রব্যাদির চালান এবং গেইট পাশ যথাযথভাবে তৈরী হয়েছে কি না তা পরীক্ষা করে নিশ্চিত হতে হবে।
  • গাড়ীটি লোডিং এলাকায় অবস্থান করানোর পর নিরাপত্তা প্রহরী চালান অনুযায়ী ষ্টোরের সদস্যের সহযোগিতায় দ্রব্যাদি গননা পূর্বক লোডিং নিশ্চিত করবে। প্রয়োজনীয় তালা ও সীলগালা নিশ্চিত করবে।
  • গাড়ি লোডিং করার সময় যথাযথভাবে লোডিং পদ্ধতি মেনে চলতে হবে।
  • সকল কার্টন সঠিক সংখ্যায় সঠিক নিয়মে গাড়ীতে উঠানো হলে গার্ড কমান্ডার গাড়ীতে তালা লাগাবেন এবং তালাটি সীল করবেন। সিকিউরিটি অফিসার সীলগালা ভালভাবে পরীক্ষা করবেন এবং নির্দিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করবেন।
  • সিকিউরিটি অফিসার গাড়ির রেজিষ্ট্রেশন নম্বর, চালকের নাম, ড্রাইভিং লাইসেন্স নম্বর, নির্দিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করে গাড়ীর ড্রাইভারকে পন্যের চালানোর একটি কপি প্রদান করবেন এবং গাড়ী ছাড়ার অনুমতি দেবেন। যথাযথ ও নিরাপদ লোডিং এর জন্য লোডিং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগন উপরোক্ত পদ্ধতি সুচারু রূপে পালন করবেন।
  • লোডিং-এর সময় সিসিটিভি ক্যামেরা চালু থাকতে হবে এবং তার রেকর্ড কমপক্ষে ৪৫দিন সংরক্ষন করতে হবে।

ফ্যাক্টরী কমপ্লেক্সে-এ নিরাপত্তা নিশ্চিৎ করণ পদ্ধতি

  • বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপন যন্ত্র যেমন: হুক, লক কাটার, বিটার, স্ট্রেচার, কম্বল ইত্যাদি
  • অগ্নি মহড়া
  • অগ্নি নির্বাপনের যন্ত্রগুলি সহজ দৃশ্যমানের জন্য দেয়ালে লাল ব্যন্ড এবং মেঝেতে লাল স্কয়ার অঙ্কন করা হয়েছে। এছাড়াও এগুলি সহজে ব্যবহারের জন্য নির্দিষ্ট উচ্চতায় নাগালের মধ্যে সহজে যাওয়া যায় এমন বাধামুক্ত স্থানে স্থাপন করা হয়েছে।
  • অগ্নি সংকেতের জন্য যথেষ্ট ফায়ার এলার্ম আছে
  • অগ্নি নির্বাপন কাজে পানি ব্যবহারের জন্য ফায়ার হাইড্রেন্ট এবং হোজ পাইপের ব্যবস্থা আছে
  • জরুরী অবস্থা মোকাবেলার জন্য বিভিন্ন সরকারী, আধাসরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ফোন নম্বর প্রদর্শিত করা হয়েছে
  • ফ্যাক্টরীতে প্রবেশের সময় এবং ফ্যাক্টরী থেকে বের হওয়ার সময় নিরাপত্তা কর্মীগণ প্রয়োজনে ফ্যাক্টরী কর্মকর্তা/কর্মচারী দেহ তল্লাসী করতে পারবেন।
  • ফ্যাক্টরীর কোন শ্রমিক কর্তৃপক্ষের আদেশ ব্যতীত নিজ নিজ সেকশন ছেড়ে অন্য সেকশনে যেতে পারবে না।
  • ফ্যাক্টরীর কোন কর্মী ফ্যাক্টরী অভ্যন্তরে কোন ধরণের উচ্ছৃংখল আচরণ (মারামারি, দাংগা- হাঙ্গামা, ভাংচুর ) ইত্যাদি কাজে লিপ্ত হতে পারবে না।
  • ফ্যাক্টরী কমপ্লেক্সের মধ্যে কোন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কোন ধরণের ফ্যাক্টরী বিরোধী ষড়যন্ত্র মূলক তৎপরতার সাথে যুক্ত রয়েছে কিংবা লিপ্ত হয়েছে এমন প্রমান পেলে তাৎক্ষনিকভাবে তা ফ্যাক্টরীর কমপ্লায়েন্স কর্মকর্তা, এইচ আর এম কর্মকর্তা কিংবা ফ্যাক্টরীর উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করতে হবে।
  • ফ্যাক্টরী অভ্যন্তরে কেউ কোন নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে যাচ্ছে -এ ধরণের কোন প্রমান পেলে বা এ ধরণের কোন আলামত প্রত্যক্ষ করলে তা তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিগনকে অবহিত করতে হবে।
  • ফ্যাক্টরীর কোন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি যাতে কোন ধরণের প্রলোভন কিংবা প্ররোচনা অথবা ভয়ভীতির মাধ্যমে ফ্যাক্টরী বিরোধী কোন ষড়যন্ত্রমূলক/ নাশকতামূলক তৎপরতার সাথে যুক্ত করতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে এবং এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • জরুরি বহির্গমন পরিকল্পনা
  • অগ্নি নির্বাপন দল গঠন যা ৩ ভাগে বিভক্ত-১) অগ্নি প্রতিরোধ দল ২) জরুরি নির্গমন দল এবং ৩) উদ্ধারকর্মী দল
  • অগ্নি নিরাপত্তা নীতি
  • প্রাথমিক চিকিৎসা বাক্স যা প্রত্যেক জরুরি বাহির এলাকার নিকটে রক্ষিত
  • ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় নির্দেশনা সঠিকভাবে প্রদর্শিত
  • বৈদ্যুত্যিক অগ্নি ঘন্টা
  • মেঝেতে জরুরি বহির্গমন পথ অঙ্কিত এবং জরুরি সাইন গুলি ইংরেজি এবং বাংলায় সুস্পষ্টভাবে দৃশ্যমান
  • অগ্নি নিরাপত্তার জন্য দুই ধরনের অগ্নি নির্বাপন যন্ত্র সরবরাহ করা হয়েছে। এক ধরনের হচ্ছে কার্বন ডাই অক্সাইড(ঈঙ২) এবং অন্যটি
  • ফ্যাক্টরী কমপ্লেক্স-এ কোন ব্যক্তি কোন আগ্নেয়াস্ত্র কিংবা বিস্ফোরক দ্রব্য কিংবা অন্য কোন ধারনের অস্ত্র বহন করলে তা তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিগনকে জানাতে হবে।
  • ফ্যাক্টরী অভ্যান্তরে কোন রাজনৈতিক কর্মকান্ডে যা ফ্যাক্টরীর জন্য হুমকি স্বরূপ সে গুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং এ ধরণের তৎপরতা প্রতিহত করতে হবে। একই সাথে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে হবে।
  • ফ্যাক্টরী অভ্যন্তরে কোন সন্দেহভাজন ব্যক্তি পরিলক্ষিত হলে তাৎক্ষনিক তা ফ্যাক্টরী সিকিউরিটি অফিসার সহ যথাযথ ব্যক্তিকে অবহিত করতে হবে।
  • ফ্যাক্টরীর সংরক্ষিত এলাকাগুলোর (প্যাকিং, লোডিং, ফিনিসড গুডস স্টোর, স্টোর) নিরাপত্তার লক্ষ্যে অত্র এলাকাগুলোতে সন্দেহভাজন ব্যক্তির তৎপরতা কিংবা ষড়যন্ত্রমূলক তৎপরতার আভাস পেলে তাৎক্ষনিক তা প্রতিরোধ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • ফ্যাক্টরীতে কোন ধরণের ষড়যন্ত্র, নাশকতা মূলক আচরণ, কিংবা কোন বিশৃংখলার অভাস পেলে তাৎক্ষনিক তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে। এখানে উল্লেখ্য যে, ফ্যাক্টরীর বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থার টেলিফোন নম্বর টানানো রয়েছে।
  • ফ্যাক্টরীর অভ্যন্তরে কোন ধরণের নাশকতা মূলক/ষড়যন্ত্রমূলক তৎপরতা চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিগনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আইন প্রয়োগকারী সংস্থার হাতে হস্তান্তর করতে হবে।
  • ফ্যাক্টরীর সকল কর্মকর্তা ও কর্মচারী, ফ্যাক্টরীর জান মাল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য উল্লেখিত নিরাপত্তা পদ্ধতি অবলম্বন করবেন।
  • বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়
  • নিয়মিত জীবাণুনাশক দ্বারা মেঝে পরিষ্কার করা হয়
  • টয়লেট নিয়মিত জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করা হয়। টয়লেটগুলি আলো বাতাসপূর্ণ এবং শুকনো।
  • টয়লেট ব্যবহারের জন্য স্যান্ডেল সরবরাহ করা হয়
  • টয়লেটগুলি মহিলা-পুরুষ প্রতিক দ্বারা চিহ্নিতকরণ করা
  • দুর্গন্ধ ও ময়লা-আবর্জনা মুক্ত পরিবেশের জন্য ঢাকনাযুক্ত রাবিশ বিন সরবরাহ করা হয়েছে
  • ধৌতকরণের বেসিন
  • পানি ফ্লাশ করার পদ্ধতি ব্যবহৃত