C-T PAT বেষ্টনি সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা বর্ণনা

C-T PAT বেষ্টনি সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা
C-T PAT বেষ্টনি সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা বর্ণনা

C-T PAT বেষ্টনি সংক্রান্ত নিরাপত্তা

C-T PAT (Customs Trade Partnership Against Terrorism) যুক্তরাষ্ট্রের হোমলেন্ড সিকিউরিটি বুরে‌্যার একটি সংস্থা যারা শুল্ক এবং সীমানার নিরাপত্তা রক্ষার্থে পৃথিবী জুড়ে সরবরাহ পদ্ধতিকে সন্ত্রাসী তৎপরতা থেকে মুক্ত রাখার জন্য C-T PAT ব্যবস্থাকে কার্যকরী  করার পদক্ষেপ নিয়েছে। নিটওয়্যার লিঃ সম্প্রতি এই নীতিমালার আওতায় আসার পদক্ষেপ  নিয়েছে। নীচে এই নীতিমালার আওতায় সকল শ্রমিক / কর্মচারীদেও বিশেষ প্রশিক্ষনের দিকগুলো তুলে ধরা হয়েছে। English Article About CTPAT

বেষ্টনি সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা ঃ

প্রতিটি বেষ্টনি মজবুতভাবে নির্মাণ করতে হবে যাতে সন্ত্রাসী তৎপরতা থেকে মুক্ত থাকা যায়। এই নীতিমালা নিম্নরুপ ঃ

  • ভেতর, বাহির হওয়ার দরজা জানালায় তালা চাবির ব্যবস্থা থাকবে।
  • অধিক গুরুত্বপূর্ণ, বিপদজনক সামগ্রী এবং অন্যান্য সামগ্রীগুলোকে আলাদা করতে হবে এবং চিহ্নিত করতে হবে।
  • পাকিং এলাকার ভিতরে ও বাইরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে।
  • ব্যক্তিগত গাড়ী এবং মালামাল বহন কারী গাড়ীর জন্য আলাদা পাকিং এর ব্যবস্থা থাকতে হবে।
  • যোগাযোগ ব্যবস্থা এমন থাকতে হবে যেন কোন নিরাপত্তা বর্হিভূত ঘটনা ঘটলে তাৎক্ষনাত স্থানীয় নিরাপত্তা সংস্থাকে জানানো যায়।

পদ্ধতিগত নিরাপত্তা ঃ

  • একজন নির্ধারিত নিরাপত্তা অফিসার থাকবে মালামাল ভিতরে ঢুকানো এবং বাহির করার দায়িত্বে।
  • সঠিকভাবে মালামাল চিহ্নিত করন, গননা ও ওজন করতে হবে লিস্ট অনুযায়ী।
  • কনটেইনার এর সীল যাচাই করার পদ্ধতি থাকতে হবে।
  • ভরা এবং খালি কনটেইনার সঠিকভাবে সংরক্ষণ করতে হবে বহির্ভূত প্রবেশ বর্জন করার জন্য।
  • ভরা এবং খালি কনটেইনার সঠিকভাবে সংরক্ষণ করতে হবে বিধি বহির্ভূত প্রবেশ বর্জন করার জন্য।
  • পেকিং এবং লোডিং এলাকায় কেবল মাত্র বিশেষ পোষাক পরিহিত অনুমোদিত ব্যক্তিবর্গকে কাজ করার অনুমতি দিতে হবে।
  • কন্টেইনারে রপ্তানী যোগ্য মালামাল উঠানোর আগে নি¤èলিখিত ০৭ টি পয়েন্ট চেক করতে হবে ।

যেমন:

(ক)  গাড়ীর ভিতর

(গ)  গাড়ীর সামনে

(ঘ)  গাড়ীর পিছনে

(খ)  গাড়ীর বাহির দিক ডান পাশ

(খ)  গাড়ীর বাহির দিক বাম পাশ

(চ)  গাড়ীর উপর

(ছ)  গাড়ীর নীচ

উল্লেখিত ০৭টি পয়েন্ট চেকিং এর মাধ্যমে নিশ্চিত হয়ে চালানে (C-T PAT) সীল দিয়ে কন্টেইনার ছাড়ার অনুমতি প্রদান করিবেন ।

জ) কন্টেইনার ছাড়ার আগে নি¤èলিখিত বিষয় গুলো চেক করে রেজিষ্টারে লিপিবদ্ধ করবেন।

যেমন:

ক) গাড়ীর মালিকের নাম ও ঠিকানা

খ) গাড়ীর নম্বর

গ) গাড়ীর ড্রাইভারের নাম ও ঠিকানা

ঘ)  ড্রাইভিং লাইছেন্স নম্বর

ঙ)  গাড়ীর ফিটনেস সাটিফিকেট

চ)  গাড়ীর রোড পারমিট

ছ) টেলিফোন / মোবাইল নম্বর

শিক্ষা এবং প্রশিক্ষণ ঃ

একটি নিরাপত্তা মূলক প্রশিক্ষণ সূচী তৈরী করতে হবে এবং কর্মকর্তা ও কর্মচারীদেরকে ঈ-ঞ চঅঞ   সংক্রান্ত সকল নিয়মনীতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। নিটওয়্যার লিঃ এর নিরাপত্তা ব্যবস্থাকে সঠিকভাবে কার্যকরী করার জন্য ঈ-ঞ চঅঞ   নীতিমালা সঠিক ভাবে মেনে চলতে হবে।

By Mashiur

He is Top Class Digital Marketing Expert in bd based on Google Yahoo Alexa Moz analytics reports.. He is certified IT Professional from Aptech, NCC, New Horizons & Post Graduated from London Metropolitan University (External) in ICT. Cell# +880 1792525354. যোগাযোগ এর জন্য নিম্নে Leave a Reply এ গিয়ে কমেন্টস Comments করুন

Leave a Reply