Rules and Regulation of Garments Company

Rules and Regulation of Garments Company

Rules and Regulation of Garments

  • Any individual company associated with Nazmul Industries limited. In any manner has got to obey and respect the company code of conduct rules and regulation
  • নাজমুল ইন্ডাষ্ট্রিজ লিঃ-এর সকল কর্মচারি অথবা কোম্পানির সাথে সংশ্লিষ্ট সকলকে কোম্পানীর নিধারিত আচরণ বিধি ও আইন-কানুন মানিয়া চলিতে হইবে এবং সম্মান করিতে হইবে।
  • Anybody entering to the premises of Nazmul Industries limited must obtain permission from the company reception desk he/she must wear of the followings on the chest for easy identification.
  • Company Identity Card.
  • Visitor Entry pass.
  • VIP  Entry pass.
  • Nazmul Industries limited এ প্রবেশের জন্য অভ্যর্থনা থেকে অনুমতি গ্রহন করিতে হইবে এবং প্রবেশকারীকে সহজে সনাক্ত করনের জন্য নিম্নে উল্লেখিত যে কোন একটি পরিচয় পত্র দৃশ্যমানভাবে পরিধান করিতে হইবে।
  • কোম্পানীর পরিচয় পত্র ।
  • পরিদর্শনের ভিতরে ঢোকার জন্য পাশ।
  • ভি আই পি পাস।
  • All the Employees must punch their cards or sign the attendance book at the time of starting & concluding daily work
  • প্রত্যেক কর্মচারী প্রাত্যহিক কাজ শুরুর সময় এবং কাজ সমাপ্তির সময় তাদের কার্ড পাঞ্চ করিবে অথবা হাজিরা বহিতে স্বাক্ষর করিবে।
  • Any employee going out of the company premises during working hours must be obtained prior permission from the respective management official & it must be notified to the administrative department for their records.
  • কোন কর্মচারী কর্ম সময়ে কোম্পানী এলাকার বাহিরে গেলে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্মকর্তার নিকট হইতে পূর্বানুমতি গ্রহন করিবে এবং প্রশাসনিক শাখায় নথিভূক্ত করিবে।
  • All the company properties & belongings are meant for the use of official purposes & employees are responsible the use them with care & not supposed to be using them for any private purposes without a prior approval from the authority.
  • কোম্পানীর সকল সম্পদ অথবা জিনিসপত্র কোম্পানীর অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত হইবে এবং প্রত্যেকে যত্নের  সহিত ব্যবহারের জন্য দায়ী থাকিবেন। কোন অবস্থাতেই কতৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ব্যক্তিগত কাজে এ সকল জিনিস ব্যবহার করা যাইবে না।
  • All the company properties & belongings are meant for the use of official purposes & employees are responsible the use them with care & not supposed to be using them for any private purposes without a prior approval from the authority.
  • কোম্পানীর কোন সম্পদ কোম্পানী অথবা ব্যক্তিগত ব্যবহারের জন্য কোম্পানী এলাকার বাহিরে নিতে হইলে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা মন্ডলীকে জানাইতে হইবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হইতে গেট পাশ সংগ্রহ করিতে হইবে।
  • No employee or a visitor has any rights what so ever to give physical punishment or any kind of  an abuse to any body in the company premises for what ever the reason.
  • কোন কর্মচারী  অথবা পরিদর্শক যে কোন কারনেই কোন ব্যক্তিকে শারীরিক শাস্তি প্রদান, গালি গালাজ করিতে পারিবে না।
  • Company security & all other security measures are provided for betterment of the company as well as everybody in & out of the company premises on company interest & everybody’s maximum co-operation is highly appreciated.
  • কোম্পানীর প্রয়োজনে কোম্পানীর ব্যক্তিবর্গের উন্নতির জন্য এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হইয়াছে। এ বিষয়ে সকলের সহযোগিতা আশা করা হইতেছে।
  • Areas marked as NO ENTRY may be with some kind of danger & entering or trying to enter such areas are strictly prohibited other then nominated officials.
  • যে সকল এলাকায় প্রবেশ নিষেধ অথবা বিপদজনক চিহ্ন দেয়া আছে সে সকল স্থানে কোন না কোন বিপদ হইতে পারে। এ সকল এলাকা মনোনীত ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের প্রবেশ নিষিদ্ধ।
  • Only nominated officials are allowed to enter to the bonded wear house & any unauthorized person entering or trying to enter with be considered as an offence.
  • শুধুমাত্র মনোনীত ব্যক্তিদের গুদামে ঢোকার অনুমতি আছে। কোন অনুনমোদিত ব্যক্তির গুদামে প্রবেশ অথবা প্রবেশের চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হইবে।
  • Nobody is authorized to take any kind of goods in or out of bonded wear house premises without completing proper company documentation.
  • কোম্পানীর সঠিক নথি ছাড়া গুদাম হইতে কোন কিছু গুদামের বাহিরে আনা নিষেধ Rules and Regulation এর নিয়মের অন্তর্ভুক্ত
  • Emergency exists & all other instruments for emergency use must be kept totally in order, uninterrupted & unlocked all the time for easy access for any emergency.
  • জরুরী বহির্গমন এবং আপদকালীন ব্যবহারের জন্য সকল সরঞ্জাম নির্ধারিত স্থানে খোলা ও সব সময় সঠিকভাবে রাখিতে হইবে যাহাতে জরুরী অবস্থায় সহজেই ব্যবহার করা যায়।
  • No employee is supposed to keep their personal belonging accompanied with them during working hours & they are supposed to be kept at the designated & secured facilities provided.
  • কোন কর্মচারী কাজের সময় নিজস্ব দ্রব্যবস্তু নিজের কাছে রাখিবে না। উক্ত দ্রব্যবস্তু পূর্ব নির্ধারিত নিরাপদ অবস্থানে রাখিবে।
  • কম্পানির প্রত্যেকটি কাজে কম্পানির Rules and Regulation flow করতে হবে
  • Anybody entering to the working areas of the factory must make sure their hair is proper tighten & any loose cloth or belongings are securely tighten to avoid danger & suffocation.
  • কেহ কাজের স্থানে যেকোন কারণেই খোলা চুলে যাইবে না। চুল শক্ত করিয়া বাধিতে হইবে। প্রয়োজনে মস্তাকাবরন পরিতে হইবে।
  • Any employee having children, temporary resident in the company day care center must not interfere to its activities during the working hours & mothers who are presently breast feeding to the children are only supposed to enter to the said premises as & when required.
  • কোন কর্মচারীর সন্তানকে কোম্পানীর ডে-কেয়ার সেন্টারে রেখে অহেতুক যাতায়াত করিবে না। শুধুমাত্র দুধের বাচ্চাকে মাতৃদুগ্ধ পান করানোর জন্য মা প্রয়োজনে সেখানে প্রবেশ করিতে পারিবে।
  • Obtaining any kind of leave must be followed by the company code of conduct & anybody is obtaining sick leave must be consulted the company first aid team, company nurse or the company doctor for advice.
  • কোন প্রকার ছুটি গ্রহনের জন্য কোম্পানীর পরিচালনা বিধি অনুসরণ করিতে হইবে। কেহ অসুস্থতাজনিত ছুটির অনুমতির জন্য কোম্পানীর প্রাথমিক চিকিৎসা দল, সেবিকা অথবা কোম্পানীর ডাক্তারের পরামর্শ গ্রহন করিবে।
  • Late attendance of any employee is a violation of company rules & will be taken disciplinary actions as per company code of conduct.
  • দেরীতে আগমন যেকোন কর্মচারীর জন্য কোম্পানীর আইন ভঙ্গের সামিল এবং কোম্পানীর আচরণ বিধি অনুযায়ী শৃঙ্খলা জনিত কার্যক্রম গ্রহন করা হইবে।
  • Any kind of foods or drinks are not allowed in working areas at any time, other than designated company provided drinking water facilities.
  • কোম্পানী কর্তৃক প্রদত্ত নির্ধারিত পানীয় জলের সুবিধা হইতে পানীয় গ্রহন ছাড়া কর্মস্থানে কোন প্রকার খাদ্য ও পানীয় নেওয়া যাইবে না।
  • We everybody is here because of our customer & customer must get the Almost priority in every split of our work.
  • আমাদের সকলের একত্রে কাজ করার কারণ ক্রেতাগণ। অতএব আমাদের প্রতিটি কাজে ক্রেতাগণকে অগ্রাধিকার দিতে হইবে।

Posted

in

by

Comments

Leave a Reply