কারখানার Safety Policy সমূহ এবং বর্ণনা

কারখানার সেফটি পলিসি Safety Policy সমূহ এবং বর্ণনা

সেফটি পলিসি

Fire Safety:

  • সেফটি পলিসি- অগ্নি নিরাপত্তাকে ৩ টি ভাগে ভাগ করে অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন নীতিমালা গ্রহন করা হয়েছে।  অগ্নি দূঘটনা রোধে নিম্ন লিখিত পদ্বতিগুলো অনুসরন করা হয় এবং সকলের জন্যই তা প্রযোজ্য :-
  • জরুরী মুহুর্তে কারখানা থেকে নিরাপদে দ্রুত বের হবার জন্য ১৫ তম তালা থেকে ৭ম তালা পর্যন্ত প্রতিটি ফ্লোরে ২ টি করে জরুরী নির্গমন সিড়ি রয়েছে। ৬ষ্ঠ তলা থেকে নীচ তলা পর্যন্ত ৩টি করে জরুরী নির্গমন সিড়ি রয়েছে।
  • প্রতিটি ফ্লোরে বাধাহীন চলাচলের জন্য যথেষ্ট সংখ্যক Passage (পথ) রয়েছে।
  • প্রতিটি Passage রং দিয়ে মার্কিং করা রয়েছে এবং দেওয়াল ও জানালায় লাল রঙের বড় করে “→ ” চিহ্ন দিয়ে নির্গমনের পথ নির্দেশ করা রয়েছে।
  • প্রতিটি ফ্লোরের দরজায় Auto Generator নির্গমন পথ নির্দেশের জন্য¨ ¨ Exit Light Box রয়েছে।
  • প্রতিটি ফ্লোরে এবং সিড়িতে প্রয়োজনীয় সংখ্যক Auto Generator চালিত Emergency Light এর ব্যবস্থা রয়েছে।
  • সকল ফ্লোরের প্রধান সিড়ি পথে ১টি করে গং বেল ঝুলানো রয়েছে এবং Auto Generator চালিত) ১টি করে Fire Alarm bell রয়েছে। তাছাড়া উক্ত Fire Alarm এর সুইচ প্রতিটি সিড়ি মুখে লাগানো রয়েছে যা লাল রঙের চিহ্ন দিয়ে নির্দেশিত রয়েছে।
  • কারখানা আইন অনুযায়ী প্রতিটি ফ্লোরে ১টি করে সিড়ি অগ্নি নির্বাপন সরঞ্জাম (Fire Equipments) দ্বারা সজ্জিত আছে। যেমন – Fire Helmet, Gas musk, Fire Beater, Fire Hook, Water bucket, Dram ইত্যদি।
  • প্রতিটি ফ্লোরের প্রধান সিড়ি মুখে ১টি করে Fire Equipments Box রয়েছে যার মধ্যে Fire Helmet, Gloves ও Gas রয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক Fire Beater, Fire Hook সহ অন্যান্য সরঞ্জাম রয়েছে। একই সাথে Fire Bucket I Water Drum রয়েছে।
  • প্রতিটি  ফ্লোরে ১টি করে Hose Pipe রয়েছে যা Emergency Water tank  এর সাথে যুক্ত।
  • জরুরী মুহূর্তে ব্যবহারের জন্য প্রতিটি ফ্লোরে ফায়ার ও সিভিল ডিফেন্স কর্তৃক নির্দেশিত প্রয়োজনীয় সংখ্যক Fire Extinguisher রয়েছে।
  • সহজে নিয়ন্ত্রনাধীন রাখার জন্য প্রতিটি Fire Extinguisher এর Number এবং Location দেওয়া রয়েছে।
  • Extinguisher গুলি সহজে চিহ্নিত করার জন্য নীচে এবং উপরে Fire Sign ব্যবহার করা হয়েছে ।
  • Store গুলি তুলনামুলক বেশী Fire Hazard বিধায় সেখানে  50 kg  ওজনের Fire Extinguisher রাখা হয়েছে।
  • প্রতিটি Fire Extinguisher সকল সময় সক্রিয় রাখতে প্রতিনিয়ত চেক করা হয় এবং তা রেকডভুক্ত করা হয়।
  • Factory র Production Area কে  ধুমপান মুক্ত এলাকা হিসাবে ঘোষনা করা হয়েছে এবং এ সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • প্রতিটি ফ্লোরে প্রতি ১৫০ জনের জন্যে ১টি করে সকল সরঞ্জামাদি সহ  First Aid Box রয়েছে। প্রতিটি বক্সের জন্য ৪ জন করে প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষন প্রাপ্ত লোক রয়েছে।
  • প্রতি মাসে কমপক্ষে এক বার করে Combined Fire Drill এর আয়োজন করা হয়।
  • প্রতিটি ফ্লোরের উভয় সিড়ি মুখে ১টি করে Evacuation এবং Fire Safety Plan রয়েছে।
  • প্রতিটি ফ্লোরে Fire Fighter Team রয়েছে। প্রতি Team এ ৪০ জন করে সদস্য রয়েছে। প্রতি Floor এর Fire Fighting Team কে ৫ ভাগে ভাগ করে  জরূরী মুহুর্তে তাদের করনীয় বিষয়াবলী সর্ম্পকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। সেফটি পলিসি

Posted

in

by

Comments

2 responses to “কারখানার সেফটি পলিসি Safety Policy সমূহ এবং বর্ণনা”

Leave a Reply