নিটিং মাস্টার এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?
by Mashiur | May 24, 2019 | চাকুরী |
নিটিং মাস্টার এর কাজ
- নিটিং ইনচার্জ এর কাছ থেকে নিটিং অর্ডার বুঝে নিয়ে প্রয়োজনীয় জি এস এম তৈরী করে ফিটারম্যানকে বুঝিয়ে দেয়া ও উৎপাদিত কাপড় অর্ডার অনুযায়ী সঠিক আছে কিনা নিশ্চিত করা।
- নিটিং ইনচার্জ
- নিটিং অর্ডার বুঝে নেয়া।
- অর্ডার অনুযায়ী মেশিনে প্রোগ্রাম সেট করা।
- প্রতিদিনের প্রোডাকশন চেক করা।
- উৎপাদিত কাপড়ের কোয়ালিটি নিশ্চিত করা।
- নিটিং মাস্টার এর কাজের দায়িত্ব ও কর্তব্য এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
- নিটিং অয়েল পরিমানের চেয়ে কম হলে মেশিন বন্ধ হয়ে যাবে।
- অয়েল লাইনের সমস্যা হলে মেশিন ব›ধ হয়ে যাবে।
- মেশিনের গেট খোলা অবস্থায় ভেতরে ঢুকলে দূর্ঘটনা ঘটবে।
- মাস্ক \ এবং এয়ার প্ল্যাগ ব্যবহার করা।
Related