স্লিটিং মেশিনব্যবহারের নিয়মাবলী ঃ-
স্লিটিং মেশিন চালানোর সময় শ্রমিক ও কর্মস্থলের নিরাপত্তার জন্য নিম্ন লিখিত ঝুঁকিগুলোর প্রতি সতর্ক থাকতে হবে। …
- যে কোন বৈদ্যুতিক র্দূঘটনা এড়ানোর জন্য দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা মটর নিয়ন্ত্রন প্যানেল এবং অনান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত ও চেক করতে হবে। পুর্ববর্তী শিফট থেকে স্লিটিং মেশিন বুঝে নেওয়ার সময় মেশিনের অবস্থান, কোন প্রয়োজনীয় তথ্য, অতি জরুরী বিষয় সমূহ সতর্কতার সাথে বুঝে নিতে হবে।
- কাপড়ের রং, নামানোর সময় এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে শিফ্ট সুপারভাইজার , মেশিনের প্রোগ্রাম তৈরী করবে এবং তৎঅনুযায়ী মেশিন চালাতে হবে।
- মেশিন চালু অবস্থায় কাপড় লাগানো সম্পূর্ন ভাবে নিষিদ্ধ। কারন চালু অবস্থায় কাপড় লাগালে স্পেনডাল এর মধ্যে হাত ঢুকতে পারে।
- মেশিন চালু অবস্থায় বাসকেট (ইঁংশবঃ) এর মধ্যে হাত দিয়ে পরিস্কার করা যাবেনা। অবশ্যই মেশিন বন্ধ করে নিতে হবে।
- মেশিন এর পিছনে টার্ন টেবিল (ঞঁৎহ ঞধনষব) ঘুরানোর সময় দুরে থাকতে হবে। কাছে থাকা অবস্থায় ঘুরালে বুকে বা মাথায় আঘাত লাগতে পাবে।
- অতিরিক্ত বায়ুচাপ নিয়ন্ত্রনের জন্য দক্ষ ব্যক্তিকে নিয়োজিত করতে হবে। স্লিটিং মেশিন এবং তার আশেপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- প্রোগ্রাম অনুযায়ী বেচ কার্ড নিতে হবে এবং সর্তকতার সাথে বিভিন্ন ধরনের তথ্য (ডায়া, কালার, জিএসএম, কাপড়ের প্রকারভেদ ইত্যাদি) পড়তে হবে।
- মেশিন চলন্ত অবস্থায় কাটার এর কাছাকাছি যাওয়া যাবে না। প্রয়োজন অনুযায়ী পেডারের প্রেসার সেট করতে হবে (৩-৭ বার)।
- মেশিনের গতি যতদূর সম্ভব বেশী সেট করতে হবে (৩০-৮০ স/সরহ)।
- প্রতিবার নুতন ব্যাচ চালানোর আগে মেশিন ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।
- ঘূর্নায়মান অংশের নিকটে যাওয়া থেকে বিরত থাকুন। পরবর্তী সেকশনে ব্যাচকে হস্তান্তর করতে হবে।
- যেকোন কারিগরি তথ্য এবং উৎপাদনের পরিমান একটি নির্দিষ্ট খাতায় লিপিবদ্ধ করতে হবে।
- যে সময় গুলোতে মেশিন বন্ধ ছিল (যে কোন কারনে) তা খাতায় লিপিবদ্ধ করতে হবে।
- মেশিনকে পরিষকার পরিচ্ছন্ন অবস্থায় পরবতীৃ শিফটের অপারেতরের হাতে হস্তান্তর করতে হবে।
স্লিটিং মেশিন ব্যবহারের সতর্কতাঃ-
- মেশিনের কাপড় পড়ানোর সময় অবশ্যই পেডার প্রেসার ০ (শূন্য) রাখতে হবে।
- স্লিটিং মেশিন চলা অবস্থায় পেডারে এবং কাটিং ডিভাইসে হাত দেয়া যাবে না।
- স্লিটিং মেশিন চলন্ত অবস্থায় বেল্ট কভার এবং চেইন খোলা যাবে না। খুবই সতর্কতার সাথে কাটিং ডিভাইস পরিষ্কার করতে হবে।
- factory is lacking sufficient number of fire fighting equipment such as fire hooks, bitters, stretchers etc. – fire extinguishers are not provided in all areas (e.g. generator room, wastage room missing। number and type of fire extinguishers not as per law or factory’s fire licence – incorrect amount of CO2 , CO2 , ABC and ABC fire
নিরাপত্তা প্রণালী ঃ
- যে কোন দূর্ঘটনা ঘটলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করা।
- হঠাৎ আগুন লাগলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করে অগ্নি নির্বাপন যন্ত্র দ্বারা আগুন নিভানোর চেষ্টা করা।
- দূর্ঘটনা এড়াতে কাজের সময় ঢিলা ঢালা পোষাক পরিধান না করা।
সারাংশ
স্লিটিং মেশিন পরিষ্কার করার সময় অবশ্যই পেডার প্রেসার ০(শূন্য) এবং প্রধান সুইচ বন্ধ রাখতে হবে।