কেমিক্যাল ব্যবস্থাপনা কমিটির

উল সফ্টনার ব্যবহার ও নিরাপত্তা নির্দেশিকা। পাওয়ার সোপ কি?পাওয়ার সোপের কার্যকারিতা।

উল সফ্টনার ব্যবহার

রং ঃ পাতলা দুধের মত তরল।

গঠন ঃ এমাইনো এবং সিলিকনের মিশ্রণ। ক্ষারত্ব ৫-৭।

কার্যকারীতা ঃ ইহা উলে বিশেষত ব্যবহার উপযোগী। সব ধরনের উলকে কোমল তুলতুলে করতে এর জুড়ি নেই। ইহা কাপড়ে সুগন্ধি আনয়ন করে।

ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ১ কেজি পি.সি-উল সফ্টনার ব্যবহার করতে হবে।

নিরাপত্তা নির্দেশিকা

অপকারিতা ঃ অম্লক,ক্ষতিকারক এবং ত্বক-কে অক্রান্ত করে।

প্রাথমিক চিকিৎসা ঃ

১। ত্বক/সংস্পর্শ ঃ আলতোভাবে প্রচুর পরিমান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

২। শ্বাস-প্রশ্বাস ঃ গলার ভিতরে আলতোভাবে প্রচুর পরিমান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৩। ব্যবহারকারী ঃ ত্বকে বা শ্বাস-প্রশ্বাসের এলার্জিতে আক্রান্ত ব্যক্তিবর্গকে চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য দ্রুত নিতে হবে।

ছিটকে পড়লে ঃ ছিটকে পড়া সামগ্রী সরিয়ে ফেলতে হবে, বাদ বাকী দ্রব্য ভাল করে তৎক্ষনাৎ মুড়িয়ে রাখতে হবে, বাদ বাকী দ্রব্যের সাথে প্রচুর পানি মিশাতে হবে এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে।

বিকল্প মিশ্রণ ঃ অনুরূপ দ্রব্যের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যায়।

ব্যবহারকারীকে রক্ষার উপায় ঃ হাত এবং চোখ রক্ষাকারী সরঞ্জাম পরিধান করতে  হবে।

আগুনের ক্ষেত্রে সাবধানতা ঃ ইগনিশন তাপমাত্রায় পানিতে দ্রবনীয়।

পরিবহনের জন্য দরকারী ঃ ছিটকে না পড়ে, উচ্চ চাপে না রেখে এবং কোন সংঘর্ষ যেন না হয় এমন অবস্থায় পরিবহন করতে হবে।

সোপ

রং ঃ ঘন, দুধের মত রং।

গঠন ঃ বিশেষ তল সমৃদ্ধ। ক্ষারত্ব ৮-৯।

কার্যকারীতা ঃ অল্প পরিমান ব্যবহারে পণ্যটির কোমল ও পরিষ্কার করার অসাধারণ ক্ষমতা আছে। সাধারণ সাবানের চেয়ে ৬ গুণ বেশি পরিষ্কারক শক্তি সমৃদ্ধ। এটি সূতী, রেমী সূতী এবং উলে ব্যবহার করা যায়, যাহা ঘামের গন্ধ দুর করে এবং তেল চর্বি পরিষ্কার করে।

ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ২০০ গ্রাম পি.সি-সোপ ব্যবহার করতে হবে।

এলডি ১০০

রং ঃ স্বচ্ছ পাতলা তরল।

গঠন ঃ বিশেষ তল সমৃদ্ধ। ক্ষারত্ব ১১-১৩।

কার্যকারীতা ঃ সাধারণ সাবান এটি এবং সব ধরনের সূতা/কাপড়ে ব্যবহার উপযোগী।

ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ৫০০ গ্রাম পি.সি-সোপ ব্যবহার করতে হবে।

এলডি ২০০

রং ঃ স্বচ্ছ তরল।

গঠন ঃ বিশেষ তল সমৃদ্ধ। ক্ষারত্ব ৭-৯।

কার্যকারীতা ঃ এটি সাধারণ সাবান তবে অল্প কোমল কারক এবং সব ধরনের সূতা/কাপড়ে ব্যবহার উপযোগী।

ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ৫০০ গ্রাম পি.সি-সোপ ব্যবহার করতে হবে।

পাওয়ার সোপ

রং ঃ স্বচ্ছ পাতলা তরল।

গঠন ঃ বিশেষ তল সমৃদ্ধ। ক্ষারত্ব ৮-৯।

কার্যকারীতা ঃ পন্যটির উল এবং একরেলিক-কে কোমল এবং নরম করার অসাধারণ ক্ষমতা আছে। ইহার কোমল করার ক্ষমতা সাধারণ যে কোন সাবানের ক্ষমতাকে অতিক্রম করে।

ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ৫০০ গ্রাম পি.সি-পাওয়ার সোপ ব্যবহার করতে হবে।

নিরাপত্তা নির্দেশিকা

অপকারিতা ঃ অম্লক,ক্ষতিকারক এবং ত্বক-কে অক্রান্ত করে।

প্রাথমিক চিকিৎসা ঃ

১। ত্বক/সংস্পর্শ ঃ আলতোভাবে প্রচুর পরিমান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

২। শ্বাস-প্রশ্বাস ঃ গলার ভিতরে আলতোভাবে প্রচুর পরিমান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৩। ব্যবহারকারী ঃ ত্বকে বা শ্বাস-প্রশ্বাসের এলার্জিতে আক্রান্ত ব্যক্তিবর্গকে চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য দ্রুত নিতে হবে।

ছিটকে পড়লে ঃ ছিটকে পড়া সামগ্রী সরিয়ে ফেলতে হবে, বাদ বাকী দ্রব্য ভাল করে তৎক্ষনাৎ মুড়িয়ে রাখতে হবে, বাদ বাকী দ্রব্যের সাথে প্রচুর পানি মিশাতে হবে এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে।

বিকল্প মিশ্রণ ঃ অনুরূপ দ্রব্যের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যায়।

বহারকারীকে রক্ষার উপায় ঃ হাত এবং  চোখ রক্ষাকারী সরঞ্জাম পরিধান করতে  হবে।

আগুনের ক্ষেত্রে সাবধানতা ঃ ঝুকি  ইগনিশন তাপমাত্রায় পানিতে দ্রবনীয়।

পরিবহনের জন্য দরকারী ঃ ছিটকে না পড়ে, উচ্চ চাপে না রেখে এবং কোন সংঘর্ষ যেন না হয় এমন অবস্থায় পরিবহন করতে হবে।


Posted

in

,

by

Comments

One response to “উল সফ্টনার ব্যবহার ও নিরাপত্তা নির্দেশিকা। পাওয়ার সোপ কি?পাওয়ার সোপের কার্যকারিতা।”

Leave a Reply