কমপ্রেসড এয়ার মেশিন
কমপ্রেসড এয়ার মেশিন চালুর পুর্ব প্রস্তুতি
১. ষ্টিম লাইন ঠিক আছে কিনা চেক করতে হবে।
২. এয়ার লাইন ঠিক আছে কিনা চেক করতে হবে।
৩. ইলেকট্রিসিটি আছে কিনা তা চেক করতে হবে।
৪. ইলেকট্রিসিটির তার এলোমেলো াকনা তা চেক করতে হবে।
কমপ্রেসড এয়ার মেশিন চালু করার নিয়মাবলী
১. ষ্টিম লাইন চালু করে দিয়ে ব্লু ডাউন কওে পানি বের কওে নিতে হবে।
২. এয়ার লাইন ছাড়তে হবে।
৩. সার্কিট ব্রেকার অন করতে হবে।
৪. অপারেটিং সুইচ অন করতে হবে।
কমপ্রেসড এয়ার মেশিনে কাজ শেষ করার পরের সর্তকাবলী
১. সুইচ বা সার্টিট ব্রেকার অফ করতে হবে।
২. ষ্টিম লাইন অফ করতে হবে।
৩. এয়ার লাইন অফ করতে হবে।
৪. মেশিনের আশেপাশের ফেব্রিক্সগুলো সরিয়ে রাখতে হবে।
সম্ভাব্য দুর্ঘটনাসমূহ
১. ইলেকট্রিসিটির তার খোলা অবস্থায় থাকলে মেশিনের বডিতে লেগে সম্পূর্ন মেশিন কারেন্ট হয়ে যেতে পারে।
২. ষ্টিম লাইন খুলে গেলে দুর্ঘটনা ঘটতে পারে।
৩. মেশিনের পাশে ফেব্রিক্স এলোমেলো অবস্থায় থাকলে ইলেকট্রিসিটির শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে।
ঝুকি প্রতিরোধে করনিয়
- কাজ শুরু করার পূর্বে মেশিনের চেক লিস্ট অনুযায়ী সকল যন্ত্রাংশ পরীক্ষা করে কাজ শুরু করতে হবে।
- মেশিন ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে সকলকে অবগত করতে হবে।
- মেশিনের সেফটি গার্ড তথা আই গার্ড, ফিঙ্গার গার্ড, নিডল গার্ড, পুলি গার্ড সংযোজন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
- ঝুঁকির মাত্রা গ্রহণযোগ্য পর্যায়ে আনার জন্য উক্ত সেকশনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য স্বাস্থ্য ও নিরাপত্তা
- সম্পর্কিত প্রয়োজনীয় ও যথোপযুক্ত প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে।
- মেশিনে প্যাডেল ম্যাট বা পাদানি সংযোজন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
- মেশিনে প্রয়োজনের অতিরিক্ত তেল যেন ব্যবহার না করা হয়
- সে বিষয়ে লক্ষ রাখতে হবে এবং ব্যবহারের পরপরই মেশিন ভালভাবে পরিস্কার করতে হবে যেন গার্মেন্টেসে তেলে দাগ না
- পরে। উল্লেখ্য, কাজ চলাকালীন সময়ে মেশিনে তেল ব্যবহার না করা সর্বোপরি মেশিন সার্ভিসিং না করাই উত্তম।
- ঝুঁকির মাত্রা গ্রহণযোগ্য পর্যায়ে আনার জন্য নিয়মিত পর্যবেক্ষনের
- ব্যবস্থা করতে হবে এবং সুইং মেশিন ব্যবহারকারীদের নিয়মিত
- প্রয়োজনীয় ও যথোপযুক্ত প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে।
- কাজ শেষে মেশিনের সুইচ অবশ্যই বন্ধ করতে হবে।