Select Page

লাইন ব্যালেন্সিং

  • প্রোডাকশন মনিটরিং সিস্টেম সফটওয়্যার এর মাদ্ধমে একটি লাইনের প্রতিটি অপারেটরের সাইকেল টাইম অনুসারে তাদের ক্যাপাসিটি সমান করে লাইন ব্যালেন্সিং করা হয়।
  • লাইন ব্যালেন্সিং করার সময় নির্ধারন করা হয় ঐ লাইনের অপারেশন লার্নিং কার্ভ এর উপরে ডিপেন্ড করে।
  • কোন চলমান স্টাইল এর ক্ষেত্রে ঐ লাইনটিতে যত পিসের ব্যালান্স করা হয়, ঠিক তত পিস প্রডাকশনই আসতে হবে।
  • এর ফলে ঐ লাইনে কোন সমস্যা হলে তা সাথে সাথে বোঝা যায় কারন ঐ লাইনের প্রতিটি অপারেটর এর ক্যাপাসিটি জানা থাকে।
  • প্রতি ঘন্টায় ঘন্টায় প্রোডাকশন মনিটরিং দেওয়ার জন্য প্রতিটি লাইন এর সুপারভাইজারদের হাতে ব্যালেন্স শীট দেয়া হয়, যাতে করে প্রত্যেকের ক্যাপাসিটি অনুসারে সে প্রডাকশন দিতে পারছে কি না সেটা বোঝা যায়।
  • এর ফলে লাইনে কখনও জমবে না, কোন লাইন ব্যালেন্স করার পর যে লাইনে ইড়ঃঃষব হবপশ বা বাধাগ্রস্থ প্রসেস হওয়ার পর সেটাকে সহজেই সমাধান করা যায়।
  • প্রতিটি আলাদা আলাদা প্রসেস থেকে সমান সংখ্যক আউটপুট পাওয়ার জন্য চেষ্টা করা হয় ব্যালেন্সিং অনুসারে যে অপারেটর এর ক্যাপাসিটি কম আছে তার কাজটি অন্য কারো কাছ থেকে সাপোর্ট দিয়ে প্রতি ঘন্টায় আদায় করে নেয়ার।