গ্যাস লাইন সংযোগের নিমিত্তে তিতাস গ্যাসকে অবহিত করা প্রসঙ্গে

গ্যাস লাইন সংযোগের নিমিত্তে তিতাস গ্যাসকে অবহিত করা প্রসঙ্গে

বরাবর
চেয়ারম্যান
বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন  -,
টি সি বি ভবন, (চতুর্থ তলা)
কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বিষয়ঃ গ্যাস লাইন সংযোগের নিমিত্তে তিতাস গ্যাসকে অবহিত করা প্রসঙ্গে।

জনাব
আপনার সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, দ কম্পোজিট মিলস্ লিঃ সাভারস্থ ঠিকানায় একটি ১০০% রপ্তানীমূখী তৈরী পোশাক শিল্প কারখানা স্থাপন করিয়াছি। বর্তমানে উক্ত কারখানাটিতে গ্যাস লাইন সংযোগ না থাকায় আমরা কারখানাটি চালু করতে পারছিনা।

বিগত ৯ ফেব্র“য়ারী ২০০৯ ইং তারিখে বিদ্যুত উৎপাদনের জন্য ৫০০ কেভিএ একটি গ্যাস জেনারেটর এর গ্যাস সংযোগের জন্য ব্যবস্থাপক (জাবিকা-সাভার) বরাবরে আবেদন করা হইয়াছে (কপি সংযুক্ত) যাহা বর্তমানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন কর্তৃক প্রদত্ত ওয়েভার সনদপত্র না থাকার কারনে কার্যক্রম বন্ধ হইয়া আছে।

ইতিমধ্যে বিগত ১২ মার্চ ২০০৯ ইং তারিখে উক্ত ফ্যাক্টরীর নামে ৫০০ কেভিএ গ্যাস জেনারেটর চালানোর নিমিত্তে ওয়েভার সনদপত্রের জন্য আপনার দপ্তরে আবেদন পত্র জমা দেওয়া হইয়াছে যাহা পরবর্তী কার্যক্রমের জন্য প্রক্রিয়াধীন আছে।

অতএব, আপনার দপ্তর হইতে ব্যবস্থাপক, জাবিকা-সাভার, ঢাকার নামে বিগত ১২ মার্চ ২০০৯ তারিখের ওয়েভার সনদপত্রের জন্য অত্র কোম্পানীর আবেদন করিয়াছেন যাহা বর্তমানে অত্র দপ্তরে প্রক্রিয়াধীন আছে এই মর্মে একটি পত্র প্রদান করার জন্য অনুরোধ করা হইল।

মেজর মোঃ
ডিরেক্টর
এডমিন্ এন্ড কমপ্লায়েন্স


Posted

in

by

Comments

Leave a Reply