বারটেক ও বাটন মেশিনে ঝুঁকি কি কি

বাটন পুল টেষ্ট মেশিনের অপারেটিং পদ্ধতির নীতিমালা

বাটন পুল টেষ্ট মেশিন এর অপারেটিং পদ্ধতি

ভুমিকা :  ফ্যাশনস্ লি : বাটন পুল টেষ্ট মেশিন এর অপারেটিং করার ক্ষেত্রে একটি সুনিদিষ্ট নীতিমালা মেনে চলে। প্রতি দিনের নন-কনফারমিং গার্মেন্টস গুলি সুইং এবং ফিনিশিং সেকশনের কোয়ালিটি ইন্সপেক্টরেরা নির্ধারন করার পর উক্ত সেকশনের কোয়ালিটি সুপারভাইজার অথবা কোয়ালিটি এক্্রজিকিউটিভ তাহা পুনরায় রিভিউ করে নন-কনফারমিং গার্মেন্টস গুলি নির্ধারন করে।  নি¤েœ এই নীতিমালার  বিবরন দেওয়া হইল :

  • যে সকল গার্মেন্টস গুলি নন-কনফারমিং হয় তাহা তারিখ, বায়ার, স্টাইল, কালার ও কোয়ানটিটি লিখে উক্ত গার্মেন্টস গুলি নন-কনফারমিং এরিয়ার মধ্যে রাখা হয়। সর্বপ্রথম বায়ারের চাহিদা যদি থাকে , সেই চাহিদা  অনুযায়ী মালামাল  এবং ¯েœপবার্টন এর  পুল টেষ্ট  করা  হয় ।
  • আর যদি  কোন চাহিদা  না থাকে  সেইক্ষেত্রে নি¤েœ নিয়মাবলী  অনুযায়ী পুল টেষ্ট মেশিনের করা  হয়।
  • সর্বপ্রথম মুকাপ তৈরী  করা হয়  এবং বার্টন সংযোগ করে দেখা হয়  সঠিক আছে
  • কিনা ? তারপর   গার্মেন্ট্স  এ  বার্টন  লাগানো  হয় ।
  • নন-কনফারমিং এরিয়াটি সর্বদাই তালা বন্ধ থাকে এবং সেই তালার চাবিটি ডিপুটি ম্যানেজার কিউ,সি এন্ড কিউ,এ অথবা ম্যানেজার কিউ,সি এন্ড কিউ,এ এর নিকট জমা থাকে। চাহিদা অনুযায়ী ¯েœপ বার্টনপুল টেস্ট ৯০ নিউট্রন (৯.১৭ কেজি) এবং  সব্বোর্চ ১০০ নিউট্রন (১০.১৯ কেজি) নির্ধারন  করা হয় ।
  • নিয়ম অনুযায়ী পুল টেষ্ট বার্টন জন্য ১০ থেকে ১৫ সেকেন্ড প্রেসারে রাখা হয় ।
  • যদি নরমাল বার্টন চার আই যুক্ত হয়  তাহলে পুল টেষ্ট প্রেসার হবে ৯০ নিউট্রন ।  এবং  যদি দুই বার্টনের হয় তাহলে পুল টেষ্ট প্রেসার  হবে ৫০ নিউট্রন (৫.১০কেজি) হবে।
  • প্রতিঘন্টায় বার্টন  পুল টেষ্ট  করা হয়  এবং   পাস ফেল   এর রেকর্ডে সংশ্লিষ্ট   কর্মকর্তাদের স্বাক্ষর  নিয়ে  রেকর্ড  রাখা হয় ।

বাটন পুল টেষ্ট মেশিন এর অপারটেং

  • ১ (এক) মাস পর্র্যন্ত নন-কনফারমিং গার্মেন্টস গুলি নন-কনফারমিং এরিয়ার মধ্যে রাখা হয় এবং ১ (এক) মাস পরে তাহা স্টক লট হিসাবে বিক্রি করা হয়। বায়ারের চাহিদাঅনুযায়ীনরমালএবং ¯েœপবার্টনএরপুল টেষ্টকরে থাকি।যদি বায়ারেরচাহিদানা থাকেতাহলেআমাদের পদ্ধতীব্যবহারকরি।
  • সর্বপ্রথম আমরামুকাপ তৈরীকরিএবংবার্টনসংযোগকরে দেখিঠিকআছেকিনাতারপরগার্মেন্ট্স এ বার্টনলাগাই।
  • চাহিদাঅনুযায়ী ¯েœপবার্টনপুল টেস্ট ৯০ নিউট্রন (৯.১৭ কেজি)এবংসব্বোর্চ ১০০নিউট্রন(১০.১৯ কেজি) হবে।
  • আমরাপুল টেষ্টবার্টনজন্য ১০ থেকে ১৫ সেকেন্ড প্রেসারেরাখি।
  • যদি নরমালবার্টনচারআই যুক্ত হয়তাহলেপুল টেষ্ট প্রেসারহবে ৯০ নিউট্রনআরযদি দুইবার্টনের হয়তাহলেপুল টেষ্ট প্রেসারহবে ৫০ নিউট্রন(৫.১০কেজি) হবে।
  • উল্লেখ থাকে যে, নন-কনফারমিং গার্মেন্টস এর মধ্যে যদি কোন ধরনের লেবেল থাকে তবে তাহা বিক্রি করার পূর্বে উক্ত লেবেল গুলি কেটে, খুলে অথবা ব্রেন্ড মুছে দেওয়া হয়। এখনআমরাপ্রতিঘন্টায়বার্টনপুল টেষ্টকরিএবংপাস ফেলএর রেকর্ডে সংশ্লিষ্টকর্মকর্তাদের স্বাক্ষররাখি।

Comments

One response to “বাটন পুল টেষ্ট মেশিনের অপারেটিং পদ্ধতির নীতিমালা”

Leave a Reply