মেটাল ডিটেক্টর মেশিন অপারেটরের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি

মেটাল ডিটেক্টর মেশিন অপারেটরের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি?

মেটাল ডিটেক্টর মেশিন অপারেটরের দায়িত্ব

মেটাল ডিটেক্টর দ্বারা গার্মেন্টস পরীক্ষাকালে যেসকল গার্মেন্টস এ ধাতব পদার্থের অবস্থান নির্দিষ্ট হয়ে থাকে উক্ত গার্মেন্টস গুলোকে নির্ধারিত লাল বাক্সে সংরক্ষন করতে হবে।মেটাল ডিটেক্টর মেশিন চালানোর পুর্বে কর্মীদের প্রশিক্ষণ প্রপ্ত হওয়া দরকার । সংরক্ষিত গার্মেন্টসগুলো ৬ (ছয়) মাস অন্তর অন্তর নিুোক্ত কমিটির তত্বাবধানে বিনষ্ট করতে হবে। …

মেটাল ডিটেক্টর মেশিনে কাজ শুরু করার পূর্বে লক্ষ্যণীয়ঃ

  • মেশিনে কোন ইলেকট্রিক তার ছেড়া বা খোলা আছে কিনা তা লক্ষ্য করুন যদি থাকে তাহলে ইলেট্রিশিয়ানকে অবহিত করুন।
  • মেশিনের ইলেট্রিক লাইন ঠিক আছে কিনা তা লক্ষ্য করুন।
  • মেশিনের বেল্ট ঠিক আছে কিনা তা লক্ষ্য করুন।
  • মেটাল ডিটেক্টর মেশিনে কাজ শুরু করার নিয়মাবলীঃ
  • ইলেকট্রি লাইন চালু হওয়ার ৫ মিনিট পর স্টার বাটন চপুন।
  • ৩০ সেকেন্ড পর ৯ পয়েন্ট চেক করুন।

লক্ষণীয়ঃ

মেশিন বন্ধ করার সময় পওয়ার সুইচ বন্ধ করুন, এবং মেশিন ভালভাবে পরিস্কার করে কভার দিয়ে ঢেকে কর্মস্থল করুন।

  • প্রত্যেক মেসিনে সঠিক ধরনের এবং সঠিক পরিমাণের সুঁই আছে কিনা।
  • মেশিন অপারেটর কোন অতিরিক্ত সুঁই বহন করেছে কিনা।
  • নতুন সুঁই প্রশিক্ষিত এবং অনুমোদিত ব্যাক্তি ইস্যু করেছে কিনা।
  • অনুমোদিত ব্যাক্তিগণ অতিরিক্ত সুঁইগুলো নিয়ন্ত্রিতভাবে এবং সহজে অডিট করা যায় এমন যায়গায় রাখছে কিনা।
  • প্রতিদিন অন্তত ০৩ বার মেটাল ডিটেক্টর মেশিনটি ১.০০ এম এম কার্ড দ্বারা নির্ধারিত নির্দেশাবলী অনুযায়ী কেলিব্রেশন করতে হবে।
  • নতুন সুঁই ইস্যু করার আগে ভাঙ্গা সুঁইগুলো গণনা করে রাখা হচ্ছে কিনা। পরীক্ষার পদক্ষেপগুলো লিপিবদ্ধ রাখতে হইবে।
  • পরীক্ষাকালে কোন প্রকার সমস্যা পরিলক্ষিত হলে সাথে সাথে ফ্যাক্টরীর কর্তৃপক্ষকে জানাতে হবে এবং সমস্যা সমাধানে ঝঁঢ়ঢ়ষরবৎ ইঞ্জিনিয়ারকে জানাতে হবে।
  • গার্মেন্টস পরীক্ষাকালে অবশ্যই নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলতে হবে।
  • পরীক্ষিত গার্মেন্টস এর হিসাব নির্দিষ্ট ফরমেটে লিপিবদ্ধ রাখতে হইবে।
  • পরীক্ষাকালে যদি কোন প্রকার ধাতব পদার্থের অবস্থান ধরা পড়ে তবে “হেন্ড হেল মেটাল ডিটেক্টর মেশিনদ্বারা” পুনরায় পরীক্ষা  করে ধাতব পদার্থের অবস্থান নিশ্চিত করতে হবে।
  • ধাতব পদার্থের অবস্থান নিশ্চিত হবার পর উক্ত গার্মেন্টস এর উপর গার্মেন্টসের বিবরণ লিখে নির্ধারিত লাল বক্সে সংরক্ষন করতে হবে।
  • নতুন সুঁই এর অদল-বদল একই টাইপ এবং পরিমানে হয় কিনা। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত উক্ত বাক্স খোলা বা স্থানান্তর করা যাবে না।
  • মেশিনটি প্রত্যহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কাজ শেষে মেশিনটি ঢেকে রাখতে হবে।
  • অনুমোদিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংরক্ষিত বাক্সের তালা খুলতে হবে।
  • সংরক্ষিত বাক্সের গার্মেন্টস গুলো যথাযথ বায়ার কোড অনুযায়ী সাজিয়ে নির্দিষ্ট ছকে বিবরণ লিপিবদ্ধ রাখতে হবে।
  • নীতিমালায় উল্লেখিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে গার্মেন্টসগুলো ধ্বংস বা পুড়িয়ে ফেলার সময় ভিডিও বা ফটো ধারণ করতে হবে এবং রেজিষ্টারে ধ্বংসের পক্রিয়া লিপিবদ্ধ করতে হবে।
  • নির্ধারিত গার্মেন্টস ধ্বংসের পূর্বে হ্যাংট্যাগ, প্রাইসটিকেট খুলে ফেলতে হবে।

পরিশেষ

মেটাল ডিটেক্টর মেশিন অপারেটরের দায়িত্ব ও কর্তব্য তার পরেও যদি সুঁই এর অংশ পাওয়া না যায় তখন সিনিয়র স্টাফের অনুমোদনে নতুন সুঁই ইস্যু করা হয় কিনা।

Comments

2 responses to “মেটাল ডিটেক্টর মেশিন অপারেটরের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি?”

Leave a Reply