ফিটঅবদা আর্ম মেশিন

মেশিন মেইনটেনেন্স নীতি গুলো কি কি? একটি কারখানার নিয়মাবলী।

মেশিন মেইনটেনেন্স নীতি

উৎপাদনের জন্য মেশিন অপরিহার্য। এ লক্ষ্যে প্রন্টি লঃি এর কর্তৃপক্ষ সব সময় মেশিনের নিরাপত্তা, উৎপাদনশীলতা পরীক্ষা, উন্নতমানের মেশিন ক্রয়, মেশিনের সাধারন সমস্যা দূরীকরন এবং সর্বপরি মেশিনের যথাযথ রক্ষনাবেক্ষন এর ব্যপারে সদা সতর্ক।

এ উদ্দেশ্যে কর্তৃপক্ষ মেশিনের কার্য ক্ষমতা বজায় রাখার জন্য একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রনয়ন করেছেন,এই সম্পর্কিত নীতিমালা নিম্মে বর্ননা করা হলো ঃ –

মেশিন সার্ভিসিং

প্রত্যেক মেশিন মইন্েটনেন্সে চকে লস্টি অনুযায়ী সার্ভিসিং করতে হবে।এমনভাবে সার্ভির্সিং সিডিউল সেট করতে হবে যেন প্রতিটি মেশিন দনৈকি, সাপ্তাহকি, এবং মাসকি সার্ভিসিং করা সহজ হয়।

মেশিন অয়েল পরিবর্তন

প্রতি এক মাস পর পর মেশিনের অয়েল চকে করতে হবে।

স্পেয়ার পার্টস্‌

প্রত্যেক মেশিনের প্রতিটি পার্টস সঠিকভাবে কাজ করে কিনা তা চেক করতে হবে, যদি কোন পার্টস নষ্ট/ ভেঙ্গে যায় তবে যথাশীঘ্র নতুন পার্টস সংযোজন করতে হবে।

সেফটি গার্ড

বাধ্যতামূলকভাবে প্রতিটি মেশিনের সেফটি গার্ড থাকতে হবে। নিয়মিতভাবে প্রতিটি মেশিনের সেফটিগার্ড চেক করতে হবে এবং সেফটিগার্ড ভেঙ্গে গেলে বা নষ্ট হয়ে গেলে সাথে সাথে নতুন সেফটিগার্ড লাগিয়ে দিতে হবে।

পরিষ্কার পরি”ছন্ন রাখা

নিয়মিতভাবে প্রতিটি মেশিন পরিষ্কার পরি”ছন্ন রাখতে হবে।

বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা

প্রতিটি মেশিনের বৈদ্যুতিক সংযোগ সঠিকভাবে সংযোজন করা হয়েছে কিনা তা নিয়মিতভাবে পরীক্ষা করে দেখতে হবে।

সব সময় চলে লস্টি েমেশিনের মেইনটেনেন্স এর তথ্যাদি নথিভুক্ত করতে হবে।

মেইনটেনেন্স অডিট চেক লিস্ট  

১. যন্ত্রপাতি ভাল অবস্থায় রাখা হয় কিনা এবং মেরামত ঠিকমত শেষ করা হয় কিনা।

২. কোন প্রকার অগ্রাধিকার ভিক্তিক মেরামত আছে কিনা জা দ্রব্যের নিরাপত্তা, লিগালিটি এবং গুনগত মানের সাথে সম্পর্কিত।

৩.মেরামতের নির্দিষ্ট সময়মাপ আছে কিনা।

৪.মেইটেনেন্সের পূর্বে কোন পরিকল্পিত প্রতিরোধ ব্যাবস্থা নেয়া হয় কিনা।

৫. মেরামত অথবা যন্ত্রপাতির সার্ভিস প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার বা অনুমোদিত কন্ট্রাক্টার অথবা ইকুপমেন্ট মেনুফেকচারার দ্বারা করা হয় কিনা।

৬.মেশিন মেইনটেনেন্স ওয়ার্কশপ ভাল অবস্থায় স্বাস্থ্যসম্মত এবং ভাল হাউজ কিপিং এবং নিরাপদ আছে কিনা।

৭.ওয়ার্কশপে কোন বেরিয়ার দেয়ার আছে কিনা দরজার বাহিরে রারার ফ্লোর মেট আছে কিনা।

৮.উৎপাদন এলাকায় লকেবল মেটাল অথবা প্লাস্টিক টুলবক্স আছে কিনা।

৯.উৎপাদন এলাকায় সকল টুলস এবং পার্টস নিয়ন্ত্রন করা হয় কিনা।

১০.টুলসগুলোকে পরিষ্কার এবং যথাযতভাবে রক্ষণাবেক্ষণ করা হয় কিনা।

১১.ইঞ্জিনিয়াররা কাজ করার সময় নিরাপত্তা পোশাক পরিধান করে কিনা এবং আনুষঙ্গিক স্বাস্থ্য এবং নিরাপত্তা মেনে চলে কিনা।

১২.অতিরিক্ত বা অব্যবহিত মেশিন কোথায় রাখা আছে কিনা এবং তা থেকে সুই খোলা রাখা আছে কিনা।

১৩.মেনুফেকচারিং এলাকায় কোন মেইনটেনেন্সের কাজ হওয়ার সময় প্রোডাকশন এলাকায় কোন পণ্য থাকে কিনা।

১৪.কোন মেশিনারি কারখানায় প্রবেশের পর ।  


by

Tags:

Comments

One response to “মেশিন মেইনটেনেন্স নীতি গুলো কি কি? একটি কারখানার নিয়মাবলী।”

Leave a Reply