লাইন কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য কি কি

লাইন কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য কি কি
লাইন কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য কি কি

লাইন কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব

  • নতুন কোন স্টাইল ইউনিটে আসলে স্টাইল, সোয়াচ, স্যাম্পল বুঝে নিয়ে অধীনস্ত কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে কাজ বুঝিয়ে দেয়া ও নিয়মিত তাদের কাজের তদারকি করা।
  • কোয়ালিটি কন্টোলার এবং কোয়ালিটি ম্যানেজার
  • অনুমোদন করা সেম্পল অনুযায়ী কাজ হচেছ কিনা তা র্পযবেক্ষণ করা এবং উৎপাদিত পণ্যের গুণগতমান চেক করা।
  • গার্মেন্টস্-এর ফেব্রিক / জিএসএম / থ্রেড / কেয়ার লেবেল / এসপিআই ঠিক আছে কিনা পর্যবেক্ষণ করা।
  • প্রসেস টু প্রসেস চেক করা এবং কাপড়ের মেজারমেন্ট দেখা।
  • বড় এবং ছোট ছোট সমস্যা খুঁজে বের করা।
  • সেলাই ঠিকমত হচ্ছে কিনা তা চেক করা।
  • ব্রোকেন, আনইভেন(অসমান), ডাউন স্টিচ এবং ড্রপ স্টিচ চেক করা।
  • তেল এবং অন্যান্য ময়লা চেক করা।
  • প্রতিটি অংশের সঠিক মেজারমেন্ট সনাক্ত করা।
  • সুইং এলাউন্স ঠিক আছে কিনা তা দেখা।
  • অলটার , রিজেক্ট ইত্যাদির শতকরা হার (গননা করে) বের করে সিনিয়র কর্মকর্তাকে রিপোর্ট করা।
  • কোথায় কোন কোয়ালিটি ইন্সপেক্টর কাজ করবে তা নির্ধারন করে দিতে হবে।
  • লাইন কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য নিয়ম-কানুনগুলো যেন ভালভাবে মেনে চলা ।

By Mashiur

He is Top Class Digital Marketing Expert in bd based on Google Yahoo Alexa Moz analytics reports.. He is certified IT Professional from Aptech, NCC, New Horizons & Post Graduated from London Metropolitan University (External) in ICT. Cell# +880 1792525354. যোগাযোগ এর জন্য নিম্নে Leave a Reply এ গিয়ে কমেন্টস Comments করুন

Leave a Reply