স্বাস্থ্য এবং পরিবেশ নিরাপত্তা নীতি

কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য ও কর্মচারীদের নিরাপত্তা কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য ও কর্মচারীদের নিরাপত্তা সব সময়ে একটি অগ্রাধিকার হতে হবে এবং একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কাজের পরিবেশ প্রদান করা হইবে. ন্যূনতমরূপে অন্তত.অটো গ্র“প সব সময়ই সুস্থ্য ও সুন্দর পরিবেশ ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়ে থাকে। কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্যকর  কাজের পরিবেশ সৃষ্টিই এই নীতি মালার লক্ষ্য। স্বাস্থ্যকর কাজের পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সমস্ত নীতিমালা গ্রহণ করা হয়েছে সে গুলো নিম্নরুপ   …

উদ্দেশ্য ঃ

  • আমরা সর্বদাই আশা করি আমাদের শ্রমিকদের বাংলাদেশের প্রচলিত শ্রম আইন এবং তার উপর ভিত্তি করে রচিত কো¤পানীর নিজস্ব আইন সম্বন্ধে স্বচছ ধারণা থাকা উচিত। অগ্নিকাণ্ড প্রশিক্ষণ এবং ড্রিলস এবং আগুনের বিপদ প্রতিরোধ মাধ্যমে পরিচালিত হইবে.পরিবেশ, নিরাপত্তা , এবং স্বাস্থ্য আইন বিধি ও চুক্তি অনুযায়ী বিভিন্ন ছক ও নির্দেশিকার মাধ্যমে আমরা আভ্যন্তরীন মান পর্যবেক্ষণ করি।
  • এই কারণে আমরা পূর্বে ও বিভিন্ন নোটিশ বোর্ডে পোষ্টার আকারে এই সকল বিষয় আপনাদের জানাবার চেষ্টা করেছি।  যুক্তিগত কারণেই আবার গর্ভবতী শ্রমিকদের চাহিদা মিটমাট..কক্ষের অভ্যন্তরীন সব দেয়াল, শ্রমিকদের কাজের ঘর, মেঝে এবং সিড়িগুলো মযলা ও দর্গন্ধমুক্ত এবং সঠিকভাবে চুনকাম করা।
  • এই বইটিতে আমাদের দেশের প্রচলিত শ্রম আইন এবং আমাদের কো¤পানীর নিয়ম-নীতি পরিষ্কার ভাবে বর্নিত রয়েছে।  মেঝের আপ্রয়োজনীয় ময়লা সর্বদাই ক্লিনার দ্বারা পরিস্কার করানো হয় এবং প্রতি সপ্তাহে একবার জীবানু নাশক ও গুড়ো সাবান দিয়ে ধৌত করা হয়।
  • উৎপাদন প্রক্রিয়ার দরুন যে সমস্ত কাপড়ের টুকরা, সুতা, ও অন্যান্য ময়লা আবর্জনা বের হয় তা প্রতি মাসে স্থানীয় ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। ব্যবসায়ীরা এ সমস্ত জিনিস গুলো তুলায় রূপান্তরিত করে নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরী করেন যা পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। ব্যবহারকৃত ময়লা পানি এবং অন্যান্য ময়লা আবর্জনা প্রবাহিত হয়ে যাওয়ার মত যথেষ্ঠ ড্রেন এবং সেফটি টেংক আছে। ফলে ময়লা জমে দুর্গন্ধ ছড়ানোর কোন সম্ভাবনা নাই্ ।
  • বিপজ্জনক মেশিন, সরঞ্জাম এবং / অথবা পদার্থ কোন অনিরাপদ এক্সপোজার. দুর্ঘটনা প্রতিরোধ এবং স্বাস্থ্য উদ্ভূত সঙ্গে যুক্ত, বা কাজ ও কর্মচারীদের কোর্সে ঘটমান আঘাত নিয়মিত এবং রেকর্ড স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ গ্রহণ. পুরাতন টিউব লাইট রিসাইকেলদের নিকট বিক্রয় করা হয় ।
  • কর্মীদের কাজের স্থানে প্রয়োজনীয় বায়ুচলাচল এবং উপযুক্ত তাপমাত্রা বজায় রাখার জন্য পর্যাপ্ত ফ্যান এর ব্যবস্থা করা হয়েছে। বৃহৎ আকারের জানালা দিয়ে অবাধে বায়ু চলাচল করে যা শ্রমিকদের কাজের স্থানের তাপমাত্রা আরামদায়ক করে তোলে।
  • বৃহদাকার জানালা গুলি গিয়ে প্রাকৃতিক আলো জানালা দিয়ে প্রবেশ করে। জানালার গ্লাসগুলি উভয় দিকে সম্পূর্ণ স্বচ্ছ থাকায় বাঁধাহীন ভাবে পর্যাপ্ত আলো প্রবেশ সম্ভবপর হয়েছে। প্রাকৃতিক আলোর সাথে ইলেকট্রিক্যাল লাইট গুলো আলোর গতিকে আরো তীব্রতর করেছে। যার ফলে সমস্ত কাজের স্থান এবং প্রবেশ পথ গুলো নিরাপদ ও কর্মোপযোগী হয়ে উঠেছে। সমগ্র ফ্লোরে আলোর তীব্রতা ৫০ থেকে ৬০ ফুট ক্যান্ডেল।
  • ফায়ার সেফটি পর্যাপ্ত সরঞ্জাম এবং সুবিধা শর্ত, নিয়মিত বিশুদ্ধ পানি এবং টয়লেট সুবিধা অ্যাক্সেস নেই. পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা এবং তাপমাত্রা প্রদান করা হয়.
  • কর্মীদের পর্যাপ্ত পরিমানে খাবার পানির সরবরাহের জন্য সুবিধাজনক স্থানে খাবার পানির বোতল স্থাপন করা হয়েছে। এবং কর্মীদের বুঝার সুবিধার্থে বংলায় এবং ইংরেজীতে ” বিশুদ্ধ খাবার পানির ” নির্দেশনা দেয়া আছে। বোতল গুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।
  • কারখানা আইন অনুযায়ী কোম্পানীতে কর্মরত শ্রমিকদের জন্য সহজে ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক স্থানে প্রয়োজন মাফিক পায়খানা ও প্রস্রাবখানার ব্যবস্থা করা হয়েছে। এ সমস্ত পায়খানা ও প্রস্রাবখানা গুলো যথোপযযুুক্ত ভাবে স্বাস্থ্য সম্মত উপায়ে পরিস্কারক অথবা জীবানু নাশক দ্বারা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।
  • এক্ষেত্রে লক্ষ্যনীয় হলো, সময়ের সাথে সাথে আমাদের কোম্পানীর নিয়ম-নীতির বেশ কিছু পরিবর্তন হয়েছে তা পুস্তকে সর্বশেষ তথ্য হিসাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে।  আবাসন / হাউজিং, যখন প্রদান, কর্মক্ষেত্রে থেকে আলাদা করতে হবে এবং সর্বোপরি মৌলিক প্রয়োজনীয়তা স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সাপেক্ষে. কারখানার সুবিধাজনক স্থানে যথেষ্ট সংখ্যক পিকদানীর ব্যবস্থা করা হয়েছে এবং তা নিয়মিত স্বাস্থ্যসম্মত ভাবে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

সারাংশ

তবে ভবিষ্যতে স্বাস্থ্য Health এবং পরিবেশ নিরাপত্তা বিশেষ নীতি আরো কিছূ পরিবর্তন হতেও পারে। ঐ সকল নিয়ম-নীতি প্রচলনের সাথে সাথেই আপনাদের অবগতির জন্য আমরা তা নোটিশ আকারে বিভিন্ন স্থানে ঝুলিয়ে দিব। Read in English Version