অংশ গ্রহনকারী কমিটি

অংশ গ্রহনকারী কমিটি গঠনের নিয়ম এবং দায়িত্ব ও কর্তব্য

অংশ গ্রহনকারী কমিটি

সভায় সভাপতিত্ব করেন জনাব মসসিউর রহমান, চেয়ারম্যান, অংশগ্রহণকারী কমিটি, এক্সেসরিজ লিঃ। সভার শুরুতে সভাপতি উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সম্মিলিত আলোচনা ও মতামতের ভিত্তিতে নি¤েœাক্ত সিদ্ধান্ত  সমূহ গ্রহন করা হয়- …

অংশগ্রহনকারী কমিটির দায়িত্ব ও কর্তব্য

  • শ্রমিক ও মালিক উভয় পক্ষের অধিকার ও স্বার্থের প্রতিনিধিত্ব করা ও তা রক্ষা করা।
  • শ্রমিক ও মালিক উভয় পক্ষের মধ্যে বিশ্বাস, সহযোগীতা ও সমঝোতা সৃষ্টি করা।
  • কারখানার উন্নয়ন কর্মকান্ডে শ্রমিকদের সম্পৃক্ত করা।
  • প্রচলিত শ্রম আইনের সুবিধাদি যাতে শ্রমিকরা গ্রহন করতে পারে সে বিষয়ে কাজ করা।
  • বৃত্তিমুলক শিক্ষা এবং প্রশিক্ষন বিষয়ক উন্নয়নে সক্রিয় ভুমিকা পালন করা।
  • কারখানার পরিবেশের নিরাপত্তার স্বার্থ সম্পর্কিত নিয়মনীতি বিষয়ে শ্রমিক মালিকদের অবহিত করা।
  • স্বাস্থ ও নিরাপত্তা সহ শ্রমিকদের কাজের পরিবেশ এবং জীবন ব্যবস্থার উন্নয়নে ভুমিকা পালন করা।
  • পন্যের মান উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভুমিকা রাখা।
  • সকল প্রয়োজনীয় তথ্য শ্রমিকদের অবহিত করা।

অংশগ্রহনকারী কমিটির কর্মপন্থা

  • প্রতি দুই মাসে একবার কমিটির মিটিং করা (প্রযোজনে জরুরী মিটিং করা যেতে পারে)।
  • কাজ চলাকালে অথবা কাজের পরে মিটিং করা যাবে।
  • মিটিং এর আলোচ্যসুচি মিটিং এর পূর্বেই স্থির করতে হবে।
  • মিটিং এর কার্যবিবরনী লিপিবদ্ধ করা।
  • সভার কার্যবিরনী কারখানার কর্মীদের মধ্যে প্রচার করা।
  • মিটিং এর যে কোন তথ্য বা আলোচনা কারখানার বাইরে প্রচার করা যাবে না।
  • মিটিং মিনিটস এক সপ্তাহের মধ্যে শ্রমপরিচালকের দপ্তরে প্রেরন করা।

নাইট শিফটে বিরতি ঃ

উপরোল্লিখিত বিষয়ে আলোচনার শুরুতে অংশ গ্রহনকারী  সদস্য জনাব মোঃ রাহ্মাত, কিউ সি (কেয়ার লেবেল) তাঁর বক্তব্যে বলেন ডে শিফটে কর্মরত সকলেই কোম্পানী পক্ষ্য থেকে  ফ্রি লাঞ্চ পায় কিন্তু নাইট শিফটে কোন প্রকার টিফিন বা চা বিরতির ব্যবস্থা নেই। সুতরাং নাইট শিফটেও বিনামূল্যে চা বিরতি বা টি ব্রেক দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট প্রস্তাব রাখছি।

অংশগ্রহনকারী কমিটি র সদস্য জনাব হামিদ, ব্যবস্থাপক (সি এস আর) বলেন নাইট শিফটে বিরতির সময় হবে ০২.০০ ঘটিকা থেকে ০২.১৫ ঘটিকা পর্যন্ত এবং সকলে একমত হলে ঐ সময়ে কারখানার ক্যান্টিন খোলা রাখা হবে সেই সাথে চা- নাস্তা বিনা মুল্যে প্রদান করা হবে। এই ঘোষনার সাথে সাথে সভায় উপস্থিত সকলে খুশি হন এবং জনাব হাম্নিদ ব্যবস্থাপক (সি এস আর) কে ধন্যবাদ জানান।

অংশগ্রহনকারী কমিটির সদস্য জনাব রাহ্মাত্র ব্যবস্থাপক (পি এফ এল এবং এন এফ ইউ) বলেন নাইট শিফটের বিরতির সময়টুকু (সর্বমোট ১৫ মিনিট) সাধারন কর্মঘন্টার সাথে সমন্বয় করার জন্য অর্থাৎ  নাইট শিফটে ডিনার রাত ০৯.০০ ঘটিকা থেকে ১০.০০ ঘটিকার পরিবর্তে ০৯.০০ ঘটিকা থেকে ০৯.৪৫ ঘটিকা করার  প্রস্তাব করেন।

সভায় উপস্থিত সকল সদস্যগণ উক্ত প্রস্তাব ২ টি সমর্থন করেন এবং অংশগ্রহণকারী কমিটির সভাপতি সকলের সম্মতিক্রমে উক্ত প্রস্তাব ২ টি গ্রহণ করে আগামী ১৯ জুলাই, ২০১৮ ইং তারিখ থেকে নাইট শিফট রাত ০২.০০ ঘটিকা থেকে ০২.১৫ ঘটিকা পর্যন্ত কর্মবিরতি ঘোষনা করেন এবং ঐ সময়ে কারখানার ক্যান্টিন খোলা রাখা হবে এবং চা- নাস্তা বিনা মুল্যে প্রদান করা হবে। সেই সাথে সকলের সম্মতিক্রমে নাইট শিফটে ডিনার রাত ০৯.০০ ঘটিকা থেকে ১০.০০ ঘটিকার পরিবর্তে ০৯.০০ ঘটিকা থেকে ০৯.৪৫ ঘটিকা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সকলকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।

অংশগ্রহণকারী কমিটি তে শ্রমিক প্রতিনিধির মনোনয়ন ফরম ঃ

কার খানা/ প্রতিষ্ঠানের নাম ঃ লিমিটেড

কারখানা/ প্রতিষ্ঠানের ঠিকানা ঃ ঢাকা।

০১। নাম          ঃ

০২। পিতার নাম           ঃ

০৩। মাতার নাম          ঃ

০৪। স্থায়ী ঠিকানা    ঃ

০৫। বর্তমান ঠিকানা  ঃ

০৬। অত্র ফ্যাক্টরীতে চাকুরিতে যোগদানের তারিখঃ

০৭। শিক্ষাগত যোগ্যতা ঃ

০৮। বয়স         ঃ

০৯। পদবী         ঃ

১০। আইডি নং      ঃ

১১। মোবাইল নম্বর   ঃ

অংশগ্রহণকারী কমিটি নির্বাচিত হইবার জন্য আমি এতদদ্বারা ————————————————————- এর প্রস্তাব করিতেছি।

আবেদনকারীর স্বাক্ষরঃ       সমর্থনকারী

১। নামঃ          পদবীঃ                    কার্ড নং              স্বাক্ষর

২। নামঃ          পদবীঃ                    কার্ড নং              স্বাক্ষর

অফিস নোটিশ

এতদ্বারা এর সকল শ্রমকিদরে অবগতরি জন্য জানানো যাচ্ছে য,ে অত্র কারখানায় স্বাস্থ্য ও নরিাপত্তা কমটিি গঠনকল্পে আগামী ০৫/০৩/২০১৯ ইং তারখি বকিাল ৩ ঘটকিার সময়  রুমে আলােচনা সভার আয়োজন করা হয়ছে।ে উক্ত সভায় স্বাস্থ্য ও নরিাপত্তা কমটিরি সদস্য হতে ইচ্ছুক শ্রমকিদরে উপস্থতি থাকার জন্য অনুরোধ করা গলে।এতদ্বারা লিঃ এর সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের কারখানার অংশগ্রহণকারী কমিটির শ্রমিক পক্ষের নির্বাচন আগামী ২৮ শে ফেব্রুয়ারী ২০১৯ ইং (রোজ রবিবার) তারিখ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে যে সকল শ্রমিক অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে নি¤œবর্ণিত যোগ্যতা ও নির্বাচনী তফসিল অনুযায়ী প্রশাসন বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

প্রার্থীর যোগ্যতাঃ

০১।   প্রার্থীর চাকুরী অত্র ফ্যাক্টরীতে কমপক্ষে ১ বছর হতে হবে। (নতুন ফ্যাক্টরীর ক্ষেত্রে চাকুরীর বয়স ১ বছর প্রযোজ্য নয়)

০২। প্রার্থীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে।

০৩।  প্রার্থীকে অবশ্যই ৮ম শ্রেণী পাশ হতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যে সকল কাগজপত্র জমা দিতে হবেঃ

১। শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ -১ কপি।

২। সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি-২ কপি।

নির্বাচনী তফসিলঃ

ক)   মনোনয়ন ফরম উত্তোলনের  তারিখ – ০১/০২/২০১8 ইং।

খ)    মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখ – ০৭/০২/২০১8 ইং।

গ)   মনোনয়ন ফরম বাছাই Ñ ০৮/০২/২০১8 ইং তারিখ।

ঘ)   মনোনয়ন ফরম প্রত্যাহার – ০৯/০২/২০১8 ইং তারিখ।

ঙ)   প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ – ১০/০২/২০১8 ইং তারিখ।

চ)   প্রতীক(মার্কা) বরাদ্দ – ১১/০২/২০১8 ইং তারিখ।

ধন্যবাদান্তে


Posted

in

by

Comments

One response to “অংশ গ্রহনকারী কমিটি গঠনের নিয়ম এবং দায়িত্ব ও কর্তব্য”

  1. খালেদা Avatar
    খালেদা

    অংশগ্রহনকারী কমিটির সভায় কি কি বিষয় আলোচনা করতে হয় জানালে খুশি হবো

Leave a Reply