আইটি ডাটা পলিসি ও তথ্য প্রযুক্তি পলিসি

আইটি ডাটা পলিসি ও তথ্য প্রযুক্তি পলিসি এর বর্ণনা।

আইটি ডাটা পলিসি ও  তথ্য প্রযুক্তি পলিসি

  • আইটি ডাটা পলিসি ব্যবহারকারী ছাড়া অন্য কাউকে যদি আইটি রুমে দেখা যা সাথে সাথে আইটি অফিসারকে অবহিত করা হয়।
  • বিনা অনুমতিতে কোন ক্রমেই কাউকে আইটি রুমে প্রবেশ করিতে দেওয়া হয় না।
  • বিনা অনুমতিতে কোন ক্রমেই কাউকে কম্পিউটার ব্যবহার করিতে দেওয়া হয় না।
  • আইটি ব্যবহারকারীর তালিকা আইটি রুমে থাকবে।
  • আইটি ব্যবহারকারীরা নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করবে।
  • পাসওয়ার্ড প্রতি তিন মাস অন্তর পরিবর্তন করা হয়।
  • গুরুত্বপূর্ন ও গোপনীয় ফাইলগুলো পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত রাখা হয়।
  • আইটি অফিসার এর অনুমতি ছাড়া কোন পাসওয়ার্ড পরিবর্তন করা হয় না।
  • কোন কারনে ব্যবহারকারী পরিবর্তন হলে অবশ্যই পূর্বের পাসওয়াড পরিবর্তন করা হয়।
  • সিডি এবং পেন ড্রাইভ দিয়ে ডাটা সংরক্ষিত রাখা হয়।
  • ফায়ার ওয়াল বা এন্টিভাইরাস সফটওয়্যার সিস্টেম দ্বারা সুরক্ষিত রাখা হয়।
  • পাসওয়ার্ড এর একটি কপি আইটি অফিসারের নিকট সংরক্ষিত থাকে।
  • উপরিউক্ত সমস্ত কার্যক্রম আইটি অফিসার মনিটর করে থাকে।

তথ্য ও প্রযুক্তি পলিসি ঃ

  • বিনা অনুমতিতে আইটি ও.ঞ রুমে প্রবেশ করা যাবে না।
  • কম্পিউটার ব্যবহার কারীদের ছবি রুমের দেওয়ালে সাটা থাকতে হবে।
  • কম্পিউটারে পার্সওয়াড ব্যবহার করতে হবে।
  • ৩ মাস পর পার্সওয়াড পরিবর্তন করতে হবে।
  • বিনা অনুমতিতে কম্পিউটার ব্যবহার করা যাবে না।
  • কম্পিউটার ব্যবহার করতে হলে ও.ঞ অফিসারের অনুমতি নিতে হবে।
  • জরুরী ও গুরুত্বপূর্ন ডাটা গুলো সিডি ও প্যানড্রাইপ এ সংরক্ষন করতে হবে।
  • কম্পিউটার পাসওর্য়াড, ফায়ার ওয়াল, রেজিষ্টারে সংরক্ষন করতে হবে।

জরুরী টেলিফোন নম্বর

ফায়ার সার্ভিস ঃ

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রন কক্ষ    ঃ ৮১১১৫০, ৮১১১৫২,-৩

ফায়ার সার্ভিস বন্দর                ঃ ৬৩০৩৪০

ফায়ার সার্ভিস ই,পি,জেড       ঃ ৮০০৮১৯

ফায়ার সার্ভিস বন্দর                ঃ ৮১০৩৩৯

ফায়ার সার্ভিস সরাসরি                       ঃ ১৯৯

ফায়ার সার্ভিস এ্যাবুলন্স                      ঃ  ৭১৩৬২৬-৭, ৫০৫০৫০

হাসপাতাল ঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজ     ঃ ৬৫৯৪৩৫-৭, পিএবি এক্স

ঘাসফুল হেল্থ সেন্টার                        ঃ ৭১৪৫১৯

চট্টগ্রাম হেল্থ কেয়ার                         ঃ ৬৫৩৯৬৫, ৬৫২৭২৮

মেমন মাতৃসদন                 ঃ ৬১৭১৬৯

মেরিস্টোপ                  ঃ ৬৫৩৮৯৩, ৬৫৩১৫৫

গন্ধানী চমেক ব্লাড ব্যাংক              ঃ ৬১৬৮৯১-৪

পুলিশ প্রশাসন ঃ

পুলিশ হেল্প লাইন                ঃ ৯৯৯

ডবল মুরিং থানা                  ঃ ৭১৫৭৮২-৩

বন্দর থানা                          ঃ ৭২৮২৮৮

বিজিএমইএ পুলিশ টিম                   ঃ ৬৩৯০২২

র‌্যাব চট্টগ্রাম (৭)                   ঃ ৮০০০৭২

পতেঙ্গা থানা                         ঃ ২৫০০০২৬

বিজিএমইএ                           ঃ ৭১১৬৮১-৩

আগ্রাবাদ বিদ্যুৎ অফিস                    ঃ ৭১২২০০

ই,পি,জেড বিদ্যুৎ অফিস                 ঃ ৭৪০৪২২

চট্টগ্রাম ওয়াসা                                  ঃ ৬১৬৫৯২

বাখরাবাদ গ্যাস                                 ঃ ৬৩১০৪২, ৬৩০১৬৯

Comments

One response to “আইটি ডাটা পলিসি ও তথ্য প্রযুক্তি পলিসি এর বর্ণনা।”

Leave a Reply